সুস্বাদু পেঁয়াজি রেসিপি (বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি)

in hive-129948 •  3 years ago 

MI__202161812523459.jpg

পেঁয়াজি খুবই জনপ্রিয় খাবার। বাঙালির অতি প্রিয় খাবার গুলোর মধ্যে পেঁয়াজি অন্যতম। আমি খুব পেঁয়াজি পছন্দ করি। পেঁয়াজি যেমন ঘরোয়া রেসিপি। এমনকি এটি ছোট ছোট ব্যবসায়ী দের কর্ম সংস্থানের উৎস। অনেকের পেঁয়াজি বানিয়ে বিক্রি করে থাকে।

উপকরণ

IMG_20201210_125744~2.jpg

IMG_20201210_125750~2.jpg

পেঁয়াজ 250 গ্রাম
বেসন 200 গ্রাম
কাঁচা লঙ্কা 7 পিচ
হলুদ 1 চিমটি
লবন 1 চিমটি
সয়াবিন তেল 200 গ্রাম
প্রয়োজনমত জল

IMG_20201210_134633~2.jpg

IMG_20201210_135606.jpg

প্রথমে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেবো।তারপার আমি পেঁয়াজ গুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তার পর কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেবো।

IMG_20201210_134730~2.jpg

IMG_20201210_140046~2.jpg

আমি কাঁচা লঙ্কা গুলো কুচি কুচি করে কেটে নিয়াছিলাম। হলুদ এবং লবন এক চিমটি করে সংগ্রহ করে নিলাম। বেসনগুলো এক জায়গায় নিয়ে আসলাম।

IMG_20201210_140245~2.jpg

এবার হলুদ ,লবন, বেসন এবং পেঁয়াজ গুলো এক সাথে ভালোভাবে মেখে নিলাম। খুব ভালো ভাবে মেখে নেবার সময় প্রয়োজনমত কিছুটা জল ব্যবহার করলাম।

IMG_20201210_141431~2.jpg

এবার সয়াবিন তেল কড়াই এর উপর দিয়ে তেল টা কিছু সময় গরম করে নিলাম। কিছুক্ষন গরম করে নেবার পর ব্লেন্ড করা পেঁয়াজ গুলো তেলের মধ্যে দিলাম। কিছু সময় ভেজে পেঁয়াজি গুলি কড়াই থেকে তুলে নিলাম ।এই ভাবে পেঁয়াজি তৈরি করতে থাকলাম। কিছু সময়ের মধ্যে আমার পেয়াজি ভাজা হয়ে গেলো। এভাবেই আমি সুস্বাদু পেঁয়াজি তৈরি করলাম।

IMG_20201210_145456~2.jpg

রান্নি : @simaroy

রেগার্ডস :@simaroy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

বর্ষার দিনে গরম গরম পিঁয়াজি ভাজা।সত্যি খুব মজাদার।

একদম ঠিক বলেছেন ।ধন্যবাদ।

এখন পেঁয়াজের দাম অনেক ভাই আমাদের এখানে। তবে পিয়াজি খেতে ভালোই লাগে। ভালো বানিয়েছেন । ধন্যবাদ।

দারুন লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ

দেখে খেতে মন চাচ্ছে। যাইহোক ভাল বানিয়েছেন ।

ধন্যবাদ দিদি