কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার মেয়ের টিকা দেওয়ার মুহূর্তের অনুভূতি নিয়ে। আমরা অনেকেই জানি বাচ্চাদের টিকা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছোট বাচ্চাদের এই সমস্ত টিকা গুলো প্রদান করলে অনেক রোগবাল থেকে মুক্ত থাকে। তাই এর গুরুত্ব অপরিসীম। শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত তাদের বিভিন্ন রোগ প্রতিরোধ এর টিকা প্রদান করা হয় এবং পোলিও টিকা খাওয়ানো হয়। তাই আমাদের এই বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে এবং নির্দিষ্ট সময়ে টিকা দিয়ে নিতে হবে। আর তাই গত ২১ তারিখে বাবুর টিকা দেওয়ার মুহূর্তটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
একটি নবজাতক শিশুর জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত টিকার ব্যবস্থা রয়েছে আমাদের দেশে। যেন কোন প্রকার মারাত্মক ভাইরাস তাকে আক্রমণ না করতে পারে। তাই কয়েক মাস পর পর তাদের টিকার প্রদান করে থাকে স্বাস্থ্যকর্মী ইউনিয়ন পর্যায়ের ডাক্তাররা। আমার মেয়ের সামিয়ার বয়স ৬ মাস হতে চলল। এর আগে কয়েকবার তার টিকা প্রদান করা হয়েছে। গত মাসে বলা হয়েছিল এই মাসের 21 তারিখে তিনটা টিকা দেওয়া হবে। গত মাসের টিকা দেওয়ায় আমার বাবু বেশ জ্বরে ভুগছিল। তাই আমিও রেডি ছিলাম টিকা দেওয়ার পূর্বে তাকে জ্বরের ঔষধ খাওয়ানো এবং নিজে ওষুধ খাওয়ার। আর এভাবেই সচেতন হয়ে বাবুকে টিকা দেওয়াতে নিয়ে গেলাম আমাদের পাড়ার একটি দোকানের, যেখানে আমাদের মহল্লার বাচ্চাদের টিকা দেওয়া হয়ে থাকে। জায়গাটা আমাদের বাড়ি থেকে দেখা যায়। তাই সামিয়ার আব্বু রাস্তা থেকে দেখে নিল মানুষজনের ভিড় আছে কিনা। দেখলেও তেমন কোন ভিড় হয়নি এখনো। তাই বাবুকে রেডি করে নিয়ে গেলাম টিকা দেওয়াতে।
আমরা উভয় সেখানে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে দেখলাম মাত্র কয়েকজন উপস্থিত রয়েছে টিকা দেওয়ানোর জন্য। আর সে স্বাস্থ্যকর্মী আপারা তাদের খাতায় নাম উঠাচ্ছেন। তা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। আমার বাবুর প্রথম মাসে টিকা দেওয়া হয়েছিল মায়ের গ্রাম থেকে। তাই এখানে মনে কেউ বলছিলেন এক গ্রামের বাচ্চার অন্য গ্রাম থেকে টিকা দিতে চায় না। কিন্তু এই টিকা সকল বাবুরা সব জায়গা থেকে পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে আমাদের দেশে। তবে কেন অন্যান্য জায়গায় এমনটা করে এই নিয়েই কথা চলছিল। উদাহরণস্বরূপ আমার বাবুর কথা বলল ডাক্তার আপ। বলল এই বাচ্চা এর আগে টিকা দিয়েছিল নানির বাড়ি থেকে এখন দাদার বাড়ি থেকে টিকা দিচ্ছে। আমরা টিকা দিয়ে দেবো না কেন। টিকার কার্ড হাতে থাকলেই যেখান থেকে হোক দেওয়া যাবে। কারণ শূন্য থেকে পাঁচ বছরের সকল শিশু দেশের যে কোন প্রান্ত থেকে টিকা গ্রহণ করতে পারবে। কারণ বিভিন্ন সমস্যার কারণে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের চলাচল। সেক্ষেত্রে বাবুদের তো কোন ধারাবাধা নেই। যাইহোক ওনার কথা শুনে খুব ভালো লাগছিল আমার। গত মাসে উনি আমার বাবুকে টিকা দিয়েছিলেন। পাশাপাশি আমাকে খুব সুন্দর পরামর্শ দিয়েছিলেন কিভাবে বাবুকে যত্ন রাখতে হবে।
এই মুহূর্তে একটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম। উপস্থিত পুরুষটা আজকে প্রথম এসেছে দেখলাম। এর আগে এসেছে কিনা জানিনা। উনি বেশ কিছু ফটো ধারণ করলেন। সেই ফটো উনাদের ফেসবুক আইডিতে আপলোড করলেন। তবে আমি সাইডে ছিলাম। ফেস বের করে কোথাও ছবি দেওয়া হয় না আমার। এরপর উনি সেখানে লিখে দিলেন আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান এ যোগাযোগ মাধ্যম গুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষকে সজাগ ও সচেতন করতে। যাদের জানা থাকে না তারাও ফেসবুকে যুক্ত হয়ে কবে কখন টিকা দেওয়া হবে জেনে নিতে পারে। এটা কিন্তু একটা ভালো মাধ্যম। যাইহোক কিছুটা সময় আমার অপেক্ষা করলাম।
আমার বাবুর টিকা দেওয়ার আগে দুইটা বাবুর টিকা দেওয়া হল। প্রথম একটা ছেলেকে টিকা দিল। ছেলেটার গত মাসের টিকা দেওয়া হয়নি তাই চারটা দিয়েছে। বাচ্চাটা কি জোরে কান্না করছিল। তার কান্না দেখে আমার খুব ভয় লাগছিল। না জানি আমার বাবু কত কান্না করে। তবে আমার মেয়ে তেমন একটা কান্না করে না, এর আগে যে কয়বার দিয়েছি কোন প্রবলেম করেন। এরপর একটি মেয়ে বাচ্চাকে টিকা দেওয়া হল। প্রথম টিকাতে এই মেয়েটা জোরে কান্না করে উঠলো। তাকে দুইটা দেওয়া হবে বলেছিল। কিন্তু আর একটা দেওয়ার মাঝখানে আমার বাবুকে নিল। বলল এই বাচ্চাটার কান্না থামুক ততক্ষণ একে দেওয়া হোক। আমার মেয়ের প্রথমে হাতে টিকা দিল। এরপর দুই পায়ের দাবদায়। আমার মেয়ে বিষে উঠেছিল কিন্তু কান্না করেনি। তবে গতকাল আমার মেয়ের প্রচন্ড জ্বর ছিল। আজকে কিছুটা কমেছে। ডাক্তার ম্যাডাম বলে দিয়েছে নয় মাস এবং ১৪ মাসের বেলায় আবারো টিকা দিবে। তাই যেন আমরা যোগাযোগ রাখি। যাইহোক আপনারা দোয়া করবেন বাবুর জন্য। সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তার গায়ে এখনো জ্বর রয়েছে। তাই আমি বেশ চিন্তিত। তবে ডাক্তার ম্যাডাম বলে দিলেন বাচ্চাদের নির্দিষ্ট সময় টিকা দেওয়াটা উত্তম। আর এই কথাগুলো যেন সবাই মাথায় রাখে।
পোস্ট বিবরণ
পরিচিতি | বিশেষ তথ্য |
---|---|
নাম | @simransumon |
ফটোগ্রাফি ডিভাইস | Mobile |
ব্লগিং মোবাইল | Infinix Hot 11s |
আমার বাসা | মেহেরপুর |
What3words Location | Gangni-Mehepur |
আমার বয়স | ২২ বছর |
আমার ইচ্ছে | আমার বাংলা ব্লগে ব্লগ করা |
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য @sumon09 এর পরিবার। আমার বাসা গাংনী-মেহেরপুর। আমার জন্ম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও রেসিপি করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট্ট আম্মুর টিকা দেওয়ার মুহূর্তটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে তুমি। অনেক ভালো লাগলো ভাই আর গোলে বাবুকে দেখে। আমি একটা বিষয় অবাক ছিলাম বাবু কিন্তু একটু কান্না করছিল না। যদিও গতকাল অসুস্থ ছিল ইনশাল্লাহ দ্রুত বাবু সুস্থ হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাবু অনেকটা সুস্থ এখন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সকলের উচিত নিজের বাচ্চাদের এই টিকার আওতায় নিয়ে আসা এবং এতে অবহেলা না করা। কারণ শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন বিষয়ের টিকা দেওয়া হয়ে থাকে। এগুলো তাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু বর্তমান সময়ের টিকা মিস হওয়ার কোন সুযোগ থাকে না। তারা মোবাইলে মেসেজও দেয়। কিন্তু যেই বাচ্চাটিকে চারটা টিকা দিল সে বাচ্চাটির বাবা-মা গত মাসে কেন টিকা দেয়নি। এতগুলো টিকা একসাথে দিলে বাচ্চার খুব কষ্ট হয়। যাই হোক আপু আপনার বাচ্চার টিকা দেয়ার মুহূর্ত পড়ে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়তো কোন কারনে তারা মিস করে ফেলেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit