আজ বুধবার
আজ
বুধবার ২০২৪
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। বেশ কিছুদিন বৃষ্টি হয়েছিল, আর এই গুষ্টির মুহূর্তে বাড়ির মধ্যে থাকাটা বেশ একঘেয়েমিতা। তাই বৃষ্টির পর যখন রোদের দেখা। বিকেল মুহূর্তে একটু সুযোগ করে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। আর সে মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরবো আজ।
বেশ কিছুদিন ধরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আর এমন বৃষ্টি সারা দেশের বিভিন্ন স্থানে হয়েছে সেটা সংবাদ মাধ্যমের জেনেছি। বৃষ্টির দিনগুলো আমাদের এখানে মেঘাচ্ছন্ন পরিবেশ। সারাদিনে হালকা বৃষ্টি। দিনগুলোতে সূর্যের দেখা মেলেন। ঝড় বৃষ্টির কারণে কারেন্ট তেমন বেশি একটা ছিল না। বলতে গেলে দুইদিন কারেন্ট নেই বললেই চলে এমন অবস্থার মধ্য দিয়ে দিনগুলো গেছে। আর ঠিক এই মুহূর্তে একঘেয়েমি অনুভব করেছিলাম পারিবারিক কাজকর্মের মধ্যে একদম ঘরে বসে। তাই ইচ্ছে হয়েছিল বৃষ্টি বন্ধ হয়ে যদি সূর্যের দেখা মেলে প্রথমেই ঘুরতে যাব একটু বাইরে পরিবেশে। যেমন চিন্তাধারা ঠিক তেমনি সুযোগ তৈরি করা ঘুরতে যাওয়ার জন্য। আর এমন ঘুরতে যাওয়ার সুযোগ এসেছিল কাল বিকেল মুহূর্তে। তাই বাড়ি থেকে একটু বের হয়েছিলাম গ্রামের শেষ মাথার দিকে ঘুরতে যেতে। শুনেছিলাম আমাদের গ্রামের খাল দিয়ে পানি বের হচ্ছে এবং সেখানে অনেক মানুষ মাছ ধরে। প্রচন্ড বৃষ্টিতে ফসলের জমিগুলো পানিতে পানিতে পরিপূর্ণ। আর সেই পানিগুলো বের হয়ে যাওয়ার জন্য গ্রামে যে খাল রয়েছে সেখানে অনেকে মাছ ধরার জন্য বিভিন্ন জাল পেতে রাখে। এ সমস্ত জিনিসগুলো যদি একটু দেখতে পারা যায় তাহলে ভালোলাগার অনুভূতি আসে মনের মধ্যে। আর মনের একঘেয়েমিতা খুব সহজেই দূর করা যায়। তাই আমরা মোটরসাইকেলের চড়ে ঘুরতে গেলাম। কিন্তু সেখানে যে তেমন কোন মাছ ধরার কার্যক্রম দেখলাম না। আর যেখানেই দেখলাম সেখানে অনেক মানুষের ভিড়। কিন্তু মানুষের ভিড়ের মধ্যে উপস্থিত হওয়াটা মোটেও সম্ভব নয়।
প্রশান্তির দেখা পেতে হলে শীতল বাতাস সবুজ ফসলের মাঠ একাকী নির্জনতা এমন পরিবেশ গুলোই বেটার। আর তাই এমন একটা জায়গা খোঁজ করলাম যেখানে একটু থেমে এদিকে সেদিকে লক্ষ্য করা যায় এবং ভালোলাগা মনের মধ্যে আনা যায়। ঠিক তেমনি ছিল গ্রামের লাস্টে একটি পানি বন্ধ করা ব্রিজ বা সুইচ গেট যেটা বলে আর কি। সেখানে কিছুটা সময় অবস্থান করলাম। এছাড়াও এদিকে ওদিকে কিছুটা সময় যাওয়া আসা করলাম। সেখানে লক্ষ্য করে দেখলাম পূর্বে ফসলের মাঠ কোন পানি নেই কারণ এই মাঠটা অনেকটা উঁচা। ফসলের জমিগুলোতে নিয়ম পরিমাণ পানি থেকে বাকিগুলো বের হয়ে এসেছে খালের মধ্য দিয়ে। কিন্তু তার পশ্চিম পাশের মাঠগুলো লক্ষ্য করে দেখলাম ধানের জমি বা ফসল গুলো পানিতে ডুবে গেছে। যেখানে নিচু জায়গা সে সমস্ত জায়গার ফসলগুলো পানির মধ্যে ডুবে রয়েছে। বেশ খারাপ লাগলো অনেক ফসলের জমি কিভাবে ডুবে রয়েছে দেখে। এখানে ফসলের জমি ডুবে রয়েছে বলতে কৃষকের ভবিষ্যৎ ডুবে রয়েছে। অনেকে কত আশা নিয়ে তাদের ফসল ফলিয়েছে ধান লাগিয়েছে। আর এই সমস্ত দৃশ্যগুলো দেখতেই বেশ খারাপ লাগলো।
এভাবেই আমরা ঘোরাঘুরি করলাম কিছুটা সময়। আরো দেখলাম কোথায় কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে আর বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গ্রামের মধ্যে যেতে পথে লক্ষ্য করে দেখলাম অনেক জায়গায় গাছপালা ভেঙে গেছে উপড়ে গেছে। পথে-ঘাটে অনেক জায়গায় কাঁদা। গ্রামের মধ্যে যেখানে ঘনবসতি সেদিকে তাকালেই বোঝা যায় গরু ছাগল চলাচল করেছে তাই ব্যাপক কাদা পানি লেগে রয়েছে। অন্যদিকে লক্ষ্য করে দেখলাম হাইরোডের চলাচল মানুষের মুহূর্তগুলো। যেন আগের মত তেমন বেশি একটা মানুষের উপস্থিতি নাই। ফসলের মাঠগুলোতেও মানুষের উপস্থিতি বেশ কম। হয়তো বিকেল মুহূর্ত ছিল এই কারণে আর অতিরিক্ত পানি বেধে গেছে তাই যে কোন মুহূর্তে মানুষ ফসলের জমিতে যেতে পারছে না। তবে কালকের দিন বেশ রোদ হয়েছিল। বিকেল মুহূর্তে রোদ কমে যায়। আর এই মুহূর্তে হালকা শীতল বাতাস অনুভব করেছিলাম আমরা। আর এভাবেই কিছুটা সময় পর লক্ষ্য করে দেখলাম মাগরিব ঘনিয়ে আসছে। তাই দ্রুত বাড়ির দিকে রওনা দেওয়ার চেষ্টা করলাম আমরা। আর এভাবেই বাইরের পরিবেশে কিছুটা সময় পার করলাম প্রশান্তির জন্য। যেন ৪-৫ দিন ঘরে আবদ্ধ ছিলাম বৃষ্টির কারণে। আর তাই বাইরের পরিবেশে ঘুরতে এসে অনেকটা ভালো লাগা জাগ্রত হলো এবং মনটা একটিভ হল। আশা করব আপনারাও সুযোগ বুঝে একটু ঘোরাঘুরি করবেন বাইরে। এতে মনের একঘেয়েমিতা অনেকটা কেটে যায় এবং কাজে কর্মে মন বসে।
পোস্ট বিবরণ
ফটোগ্রাফি | ফসলের মাঠ |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা | Infinix Hot 11s-50mp |
লোকেশন | Gangni-Meherpur |
ফটোগ্রাফার | Simransumon |
দেশ | বাংলাদেশ |
ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।
প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে পারলে আসলে মনের মাঝে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। প্রকৃতির মাঝে সুন্দর সময় অতিবাহিত করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। গ্রাম বাংলার এত সুন্দর সবুজ প্রকৃতি দেখে যেন মনটা ভরে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে এমন প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘোরাফেরা করতে ভালো লাগে। কারণ প্রশান্তির দেখা মিলে সবুজের মাঝে। বৃষ্টির কারণে বেশ অনেক জায়গা জলাবদ্ধতায় পরিণত হয়েছে। তবে আশা করি খুব শীঘ্রই এ সমস্ত জলাবদ্ধতা হ্রাস পাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য দেখে ভালো লাগলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit