বিভিন্ন প্রকার খাবারের ফটোগ্রাফি

in hive-129948 •  2 months ago 


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম, আমার প্রিয় কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার প্রিয় খাবারগুলো আপনাদের ভাল লাগবে।

Collage_20240916_212501.jpg

Edit by Huawei P30 Pro mobile gallery


আলোকচিত্র: ১

তাল বড়া

এ মুহূর্তে আমি আপনাদের মাঝে যেই ফটোটা শেয়ার করলাম এটা তালবড়া রেসিপি। এখন পাকা তালের সময়। তালদিয়া বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। তবে তালের রুটি আর বড়া আমার খুবই প্রিয়। এই মুহূর্তে আমাদের গাছে তাল পেকে ছিল। আর সেই তাল দিয়ে এই রেসিপি তৈরি করেছিলাম।

IMG_20240821_124400_609.jpg


আলোকচিত্র: ২

সেমাই রান্না

সেমাই রান্না খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। তবে একটু ঝল ঝোল অবস্থায় যদি রান্না করা যায় বিভিন্ন মসলা দিয়ে তাহলে বেশ দারুন লাগে। এখানে দুধ কিসমিস বাদামের সমন্বয়ে সুন্দরভাবে রান্না করা হয়েছে সেমাই। এ জাতীয় সেমাই গুলো লুচি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে।

IMG_20240703_200013_349.jpg


আলোকচিত্র: ৩

পুরি

পুরি আমার বেশ ফেভারিট একটা রেসিপি। আমাদের এখানে হোটেলগুলোতে 10 টাকা পিস করে এই পুরি বিক্রয় করে থাকে। এর সাথে টমেটোর সস দিয়ে থাকে। মাঝেমধ্যে এই জাতীয় রেসিপিগুলো খেতে আমার খুবই ভালো লাগে।

IMG_20240512_211022_528.jpg


আলোকচিত্র: ৪

সিঙ্গারা

বাড়িতে নিজের হাতে তৈরি করেছিলাম এই সিঙ্গারা গুলো। বাজারের সিঙ্গারা গুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু খুবই ছোট করে তৈরি করে এবং অনেক দাম ধরে থাকে। তাই যেহেতু নিজেরা তৈরি করতে জানি সুযোগ বুঝে এভাবে তৈরি করার চেষ্টা করি। এতে তৃপ্তি করে খাওয়া যায়। খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে খুব সহজে নিজের বাসায় তৈরি করতে পারেন।

IMG_20240226_175940.jpg


আলোকচিত্র: ৫

মেটে আলুর রেসিপি

এই মুহূর্তে আপনারা যে রেসিপি দেখতে পাচ্ছেন তা মাছের সমন্বয়ে মিটে আলু রান্নার রেসিপি। এই আলু গুলো দেখতে অনেক বড় সাইজের হয়ে থাকে। আমাদের পুকুর পাড়ে এই সমস্ত আলুগুলো হয়ে থাকে। এই আলুগুলো গোল আলুর চেয়ে অনেক সুস্বাদু। আর তাই মাছের সাথে রান্না করে খেতে আমি খুবই পছন্দ করি। বিশেষ করে পাঙ্গাস মাছের সাথে রান্না করলে খুবই টেস্ট হয়।

IMG_20240126_104322_583.jpg


আলোকচিত্র: ৬

নুডুলস

নুডুলস খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। এটাতো আমার বেশ ফেভারিট একটি খাবার। তাই মাঝেমধ্যে সুযোগ পেলেই ডিম দিয়ে রান্না করে ফেলি। মাঝেমধ্যে এক প্যাকেটের তৃপ্তি না হলে দুই তিন প্যাকেট একসাথে রান্না করার চেষ্টা করি। যেন তৃপ্তি সহকারে খাওয়া যায়। আশা করি আপনারা আমার মত নুডুলস খেতে অনেক পছন্দ করেন।

IMG_20231104_115933_223.jpg


আলোকচিত্র: ৭

মাংস ডিম রান্না

আলুর সমন্বয়ে মাংস ও ডিম একসাথে রান্না করেছিলাম। দেশি মুরগি অথবা পাতিহার এর মাংস গুলো অনেক ভালো লাগে। আর মাংসের সাথে সবসময় তো গোল আলু ব্যবহার করতেই হয়। কারণ গোল আলু মাংসের সাথে রান্না করলে বেশ সুস্বাদু হয় সেই রেসিপি। তবে এর সাথে যদি ডিম দেওয়া হয় তাহলে রেসিপিটা আরো দারুন মানায়। ঠিক তেমনি ভাবে তৈরি করা হয়েছিল আমার এই রেসিপি। সকল প্রকার মসলা একটু বেশি করে দিলে এই জাতীয় রেসিপিগুলো মানুষকে।

IMG_20240126_101931_315.jpg


বিষয়ফুড ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@simransumon
দেশবাংলাদেশ


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে আপনি তো দেখছি আজকে আপনার পোস্টে বিভিন্ন ধরনের খাবারের মেলা নিয়ে এসেছেন। এই খাবারগুলোর মধ্যে কোনটা ছেড়ে কোন খাবার গুলো দেখব সেটা প্রথমে ভাবছিলাম। যাইহোক প্রতিটা খাবারের বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে ঘরে তৈরি রান্না খাবার গুলো খুব সুস্বাদু খেতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন

আপু আজকে যেসব খাবারের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে প্রত্যেকটি খাবারই আমার অনেক প্রিয়। আহ্ পাতি হাঁসের মাংসের টেস্টি আলাদা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য দেখে ভালো লাগলো।

অনেকগুলো মজাদার মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।নিশ্চয়ই প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল।এতগুলো খাবারের ফটোগ্রাফি সহ এত সুন্দর ভাবে বর্ণনা করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

আরিব্বাস। এ তো পুরো পঞ্চব্যঞ্জন সমাহার। সবকটি খাবার দেখেই মনে হচ্ছে সাজিয়ে নিয়ে বসে যাই। সিঙ্গারা থেকে শুরু করে সেমাই বা তালের বড়া দেখেই লোভ লেগে গেল। এই পোস্ট থেকে বেরিয়ে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তবে মনে মনে সবকটি থেকে একটু একটু করে আস্বাদন গ্রহণ করে তারপর গেলাম।

একদম তাই

খাবারের ফটোগ্রাফি গুলো খুবই লোভনীয় লাগছে দেখতে।দারুন ফটোগ্রাফি করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেউ অসংখ্য ধন্যবাদ

লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লোভনীয় এই ফটোগ্রাফি গুলো দেখেই যেন আমার খেতে ইচ্ছা করছে। বিশেষ করে নুডুলস দেখে আর লোভ সামলাতে পারছে না।

নুডুলস আমার খুব প্রিয়

ওরে বাপ আপনি তো দেখছি বেশ লোভনীয় কয়েকটি খাবারের ফটোগ্রাফি করেছেন আপু।বেশ মজার খাবার গুলো দেখে খুবই খেতে ইচ্ছে করেছে।প্রতিটি খাবার বাড়ির তৈরি জেনে ভালো লাগলো।আর বাড়ির তৈরি খাবার গুলো যেমন খেতে সুস্বাদু হয় আবার খুবই স্বাস্থ্যসম্মত হয়।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য।

লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ লেগে গেল। সিঙ্গারা গুলো দেখে তো বেশ সুস্বাদু মনে হচ্ছে। এত পারফেক্টলি বাসায় তৈরি করেছেন দেখে ভালো লাগলো। লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

বাসায় তৈরি করা খাবার ভালো লাগে।

ভিন্ন ভিন্ন স্বাদের খাবার খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুবই মজার মজার অনেকগুলো খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে আমার তো খেতে ইচ্ছে করছে। এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

খুব সুন্দর মন্তব্য করেছেন