সামিয়ার অসুস্থতায় হয়েছিলাম বেশ ভোগান্তির শিকার

in hive-129948 •  last month 


আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাবুর অসুস্থতার জন্য বেশ কিছু ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম আর সেই মুহূর্তের ওষুধ খাওয়ানো এবং তার অনুভূতিগুলো শেয়ার করার জন্য। আমি আশা করব, আমার এই পোস্ট আপনাদের বেশ ভালো লাগবে এবং উপকারে আসবে।

IMG_20240713_100648_331.jpg

Photography device: Infinix hot 11s


সন্তান অসুস্থ থাকলে পিতা-মাতা থাকে মনে কষ্টে। আর এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে প্রত্যেকটা পরিবারে। কারণ যখনই সন্তান অসুস্থ হয় তখনই পিতা-মাতা বেশ টেনশনে পড়ে যায় কখন আমার সন্তান সুস্থ হবে। ঠিক এমনটাই হয়েছিল আমার বাচ্চার ক্ষেত্রে। যখন আমার বাবু অসুস্থ হলো তখন আমি খুবই মানসিক টেনশনে পড়ে যাই। তাই প্রথমে একটি ডক্টরকে দেখানো হলো। উনার পরামর্শমতো প্রথমে ইজি মিল্ক নাপা এলাটল খাওয়ানো হলো। আর এভাবে বেশ কয়েকদিন খাওয়ানো চলছিল। ইজ মেলটা বদহজম হলে খাওয়াতে হয়। আর বাকিগুলো সর্দি জ্বরের জন্য। কিন্তু কিছুতেই বাবুর অসুস্থতা যেন দূর হলো না। মাঝে মধ্যে অসুস্থতা কমে আবার বাড়ে। এরপর আরেকটি ডাক্তারের শরণাপন্ন হলাম আমরা।

IMG_20240712_144535_534.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s


পরবর্তী ডাক্তার ছিলেন আমাদের গাংনী সদর হসপিটালের ডক্টর। উনাকে দেখানোর পর উনি এই ঔষধ গুলো দিয়েছিলেন। তার ঔষধ শোভনের পর আমার বাচ্চা মোটামুটি সুস্থতা লাভ করেছিল কিন্তু বেশ কিছু নিয়ম শৃঙ্খলা হয়তো অনুকূলে না থাকায় পুরোপুরি সুস্থ হলো না।

IMG_20240712_144539_475.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s


তবে আমাদের একটা বিশেষ ভুল ছিল তা হচ্ছে আমাদের নিজেরই খালাতো ভাই এই ওষুধগুলো বাবুর জন্য লিখেছিলেন তা কিন্তু খাওয়ানো হতো না। তবে তার প্রেসক্রিপশনটা আমি নজরে রেখে দিয়েছিলাম। এমনকি কিছু ওষুধ কেনা হয়েছিল।

IMG_20240712_144616_593.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s


এরপর লক্ষ্য করে দেখলাম দীর্ঘদিন হয়ে যাচ্ছে কিন্তু বাবু পরিপূর্ণ সুস্থ হচ্ছে না। তাই আত্মীয় স্বজনের মাধ্যমে আরেকটা ডাক্তারের নাম জানতে পারলাম সে ভালো ট্রিটমেন্ট করে থাকেন। আমরা কোন এক শুক্রবারে তার শরণাপন্ন হলাম। মাত্র ২০০ টাকা ভিজিট এর বিনাময় তিনি সুন্দরভাবে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। আমরা আমাদের সিরিয়াল দিলাম। বেশ কিছুটা সময়ের জন্য অপেক্ষা করলাম। আমাদের সিরিয়াল ছিল তিন নম্বরে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত সময় আসে। বেশ অনেক পেশেন্ট উপস্থিত হয়েছে তার কাছে।

IMG_20240712_153254_384.jpg

IMG_20240712_153233_623.jpg

IMG_20240712_153247_677.jpg

IMG_20240712_153308_741.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s


এরপর আমাদের ডাকা হল। আমারও ডাক্তারের রুমে প্রবেশ করলাম। ডাক্তার জানতে চাইলেন কতদিন বাবুর এ অবস্থা। বেশ পরীক্ষা নিরীক্ষা করে বললেন বাবুর তেমন বেশি সমস্যা নাই। প্রেসক্রিপশন লিখে দিলেন। এতোটুকুই আশ্বাস দিলেন টেনশন কম পরবর্তী সপ্তাহে যেন দেখা করি। এরপর তার প্রেসক্রিপশন ধরে আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের গেস্ট যিনি ছিলেন তার প্রেসক্রিপশন এর সাথে হুবহু মিল রয়েছে তার ঔষধ গুলোতে, তবে কোম্পানি আলাদা আলাদা এটাই লক্ষ্য করেছি।

IMG_20240712_153311_245.jpg

IMG_20240712_153410_578.jpg

IMG_20240712_153223_233.jpg

IMG_20240712_153640_226.jpg

IMG_20240712_154430_244.jpg

IMG_20240712_154533_945.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s


পরবর্তীতে ডাক্তারের দেওয়া এই ঔষধ গুলো সম্পন্ন কেনা হলো। কিন্তু খাওয়ানোর সময় আমরা আমাদের জ্ঞান মোতাবেক বুঝে শুনে এই ডাক্তারের দেওয়া আর আমাদের গেস্ট এর দেওয়া ডেস্লর কিড, ambox, গ্যাস নীল, জলি নরসাল এই চারটা ঔষধ ব্যবহার করলাম। জলি নার্চলটা নাকের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গ্যাস নিলটা বাচ্চার পেটের গ্যাসের জন্য দারুন কাজ করেছিল। আর সে মুহূর্তে আমার বাবুর প্রচণ্ড কাশি ছিল। আমব্রুক্স ও ডেসলর কিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এক্ষেত্রে। তবে আমবক্স কম থাকায় লিভোস্টার ব্যবহার করেছিলাম। আর এই ঔষধ গুলোর মাধ্যমেই মহান সৃষ্টিকর্তা আমার বাবুকে দ্রুত সুস্থ করেছিলেন। যাইহোক আশা করব আপনারা আপনাদের ছয় মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আমার এই পোস্ট অনুসরণ করতে পারেন। আপনাদের সুবিধার্থেই সুন্দর ভাবে তুলে ধরলাম। আপনারা সবাই আমার ছোট আম্মুটার জন্য দোয়া করবেন, যেন মহান সৃষ্টিকর্তা সর্বদা তাকে সুস্থ রাখেন এবং হাসিখুশি রাখেন। ভালো থাকবেন সবাই।

IMG_20240712_195400_680.jpg

IMG_20240713_100723_247.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s



পোস্ট বিবরণ


পরিচিতিবিশেষ তথ্য
নাম@simransumon
ফটোগ্রাফি ডিভাইসMobile
ব্লগিং মোবাইলInfinix Hot 11s
আমার বাসামেহেরপুর
What3words LocationGangni-Mehepur
আমার বয়স২২ বছর
আমার ইচ্ছেআমার বাংলা ব্লগে ব্লগ করা


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়


আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য @sumon09 এর পরিবার। আমার বাসা গাংনী-মেহেরপুর। আমার জন্ম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও রেসিপি করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

ছেলেমেয়েরা অসুস্থ হয়ে গেলে বাবা-মাকে অনেক কষ্ট করতে হয়। দোয়া করি যেন আপনাদের মেয়ে দ্রুত সুস্থ হয়ে যায়। কিছুদিন আগে আবু রায়হান ও অসুস্থ হয়ে গিয়েছিল তাকে ডাক্তার দেখিয়ে এখন সুস্থ হয়ে গিয়েছে।

আমার বাবু আবার অসুস্থ

এটা অবশ্য ঠিক বলেছেন আপনি সন্তান অসুস্থ থাকলে পিতা-মাতা ভালো থাকতে পারে না। অসুস্থতার সময় গুলোতে বাবা-মা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আপু আপনার মেয়ে অসুস্থ হয়েছে শুনে সত্যিই খারাপ লাগলো।

সুস্থ হয়েছিল আবার অসুস্থ হয়েছে টিকা দিয়ে