বয়লার মুরগির মাংসের রেসিপি

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ওল এর সাথে মুরগির মাংস রান্না করে দেখানোর জন্য। আসুন আমরা রান্নার কাজ শুরু করি।

IMG_20231124_200026.jpg

প্রয়োজনীয় উপাদান সমূহ:
ক্রমিক নম্বরউপাদানপরিমান
১.ঝাল১০ পিচ
২.লবণপরিমাণ মতো
৩.পেঁয়াজ৩ পিচ
৪.রসুনতিন পিচ
৫.গরম মসলা৮ পিচ
৬.মসলা বাকলাছয় খন্ড
৭.লবঙ্গচার পিচ
৮.তেজপাতা৫ পিচ
৯.পানিপরিমান মত
১০.ওল৩ পোয়া
১১.বাটা ঝালপরিমাণ মতো
১২.হলুদের গোড়াএক চা চামচ
১৩.মুরগির মাংস১ কেজি
১৪.অন্যান্য কিছুপ্রয়োজন মত

IMG_20231124_180213.jpg

রান্না ধাপ সমূহ:


ধাপ 1️⃣

প্রথমে আমি আমার প্রয়োজনীয় উপাদান গুলো প্রস্তুত করে চুলার পাড়ে নিয়ে উপস্থিত হলাম। তালিকা দেখে বুঝে গেছেন কতগুলো উপাদান সংরক্ষণ করেছি মাংস রান্না করার জন্য। পিঁয়াজ রসুন বিনানো থেকে শুরু করে প্রত্যেকটা উপাদান খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ পরিপাটি করে নিয়ে চুলার পাড়ে উপস্থিত হলাম। এদিকে মুরগির মাংস ছুলেকুটে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিয়ে রেডি হয়েছে।

IMG_20231124_175401.jpg


ধাপ 2️⃣

রান্না করার জন্য প্রথমে গ্যাসের চুলার উপর পাতিল বসিয়ে দিলাম। এবার তার মধ্যে নির্দিষ্ট পরিমাণে তেল ঢেলে দিলাম।

IMG_20231124_180850.jpg


ধাপ 3️⃣

এবার গরম তেলের মধ্যে যাবতীয় মসলাগুলো সব দিয়ে দিলাম। কিছুটা সময়ের জন্য আমি মসলা জাতীয় উপাদান গুলো তেলের মধ্যে ভেজে নিলাম। ভিন্ন আইটেমে রান্না করতে জানি কিন্তু আমাদের পরিবারে আগে সমস্ত মসলা তেলের মধ্যে ভেজে না নিলে সে রেসিপি পছন্দ করে না, তাই ঠিক এই কার্যক্রমে কাজ শুরু করলাম। এতে মাংস রেসিপি খুবই বাসনা এবং সুস্বাদু হতে পারে। যা ফ্যামিলিতে সবাই খেতে পছন্দ করে। যাইহোক কিছুটা সময়ের মধ্যে মসলাগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেল।

IMG_20231124_181104.jpg


ধাপ 4️⃣

এবার আমি মাংসগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ মসলা জাতীয় উপাদান গুলো ভাজা হয়ে গেছে তাই তার উপরে মাংস দিয়ে রান্নার কার্যক্রম শুরু করলাম। একদিকে গ্যাসের চুলা জ্বলতে থাকল আরেকদিকে আমি আমার কাজ চালিয়ে যেতে থাকলাম।

IMG_20231124_181210.jpg

ধাপ 5️⃣

খুন্তি দিয়ে মসলাগুলোর সাথে মাংস খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে থাকলাম। এতে করে সমস্ত মসলার উপাদান মাংসের সাথে লেগে যেতে থাকলো আর সিদ্ধ হতে থাকলো। ঠিক এভাবেই বেশ কিছুটা সময় আমি আমার কাজ চালিয়ে যেতে থাকলাম। একটি মুহূর্তে মাংস যথেষ্ট সিদ্ধ হয়ে আসলো।

IMG_20231124_181409.jpg


ধাপ 6️⃣

এরপর আমি প্রেসার কুকারের পাতিল এর মধ্যে ওলের ফালি গুলো দিয়ে দিলাম। এরপর মাংসের সাথে মিক্সার করতে থাকলাম খুন্তি দিয়ে। এতে করে ওলের গায়ে সমস্ত মসলা জাতীয় উপাদান লেগে যেতে থাকলো। এবার এক কাপ পরিমাণ পানি ওর মধ্যে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে মুখ আটকে দিলাম। কিছুটা সময়ের জন্য অপেক্ষা করলাম মাংস রান্না হওয়ার জন্য। ঠিক কিছুক্ষণ পর যখন মাংস রান্না প্রেশার কুকারের মধ্যে হয়ে গেল প্রেসার কুকার তার সাউন্ড করতে থাকলো। এরপর লাইন অফ করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলেদিলাম।

IMG_20231124_181544.jpg

IMG_20231124_181702.jpg

ধাপ 7️⃣

এবার প্রেসার কুকারের পাতিল থেকে আমার রান্না তরকারি একটি সুন্দর প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর এভাবে আমার রান্নার কার্যক্রম সম্পন্ন হল।

IMG_20231124_200015.jpg

শেষ কথা

এরপর এই রেসিপি খাওয়ার সময় আমি আমার ফ্যামিলির সবার মাঝে বিতরণ করলাম। এভাবে আমার কার্যক্রম সম্পন্ন হল। অবশেষে সকলের কাছে বেশ প্রশংসা পেলাম।

পোস্ট বিবরণ


আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@simransumon
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলitel vision 1
ক্যামেরা8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২০ বছর
আমার ইচ্ছেআমার বাংলা ব্লগে ব্লগ করা

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


ব্লগটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি এবং রেসিপি করতে বেশি পছন্দ করে থাকি। পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

বয়লার মুরগির রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবি সুন্দরভাবে রেসিপিটি তৈরি করেছেন। এই রেসিপি ধাপ গুলো দেখে খুব ভালো লেগেছে আমার। আসলে বয়লার মুরগির রেসিপি বেশি ঝাল দিয়ে তৈরি করলে মজাদার লাগে বেশি।

Posted using SteemPro Mobile

হ্যাঁ আমি সব রকমের রেসিপি করতে পারি মুরগির মাংস

ওল দিয়ে কখনো এরকম বয়লার মুরগী রান্না করা হয়নি । কোন মুরগির মাংস এভাবে ওল দিয়ে কখনো রান্না করিনি সবসময় আলু দিয়ে রান্না করেছি। জানি না এভাবে করলে কেমন লাগে খেতে । তবে আপনার কাছ থেকে শিখে নিলাম নতুন একটি রেসিপি কালারটা অনেক সুন্দর হয়েছে ।

একদিন রান্না করে দেখুন খুবই ভালো লাগবে আপু

মুরগির মাংসের রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যদিও অন্যান্য মাংসের চেয়ে মুরগির মাংস আমার কাছে একটু বেশি পছন্দ। যাইহোক কিভাবে মুরগির মাংসের রেসিপি তৈরি করতে হয় আজকে পর্যায়ক্রমে সেটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

হ্যাঁ মুরগির মাংস মোটামুটি সকলেই পছন্দ করে থাকে।

ওল দিয়ে ব্রয়লার মাংস রেসিপি ইউনিক মনে হচ্ছে। কখনো দেখিনি এরকম সুন্দর একটি রেসিপি।রেসিপিটি ভীষণ লোভনীয় লাগছে।ধাপে ধাপে তৈরি পদ্ধতি দারুণ ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

সেটা তো বলতে পারব না তবে আমাদের পরিবারে প্রত্যেক বছর এভাবে রান্না করা হয়।