সবজির সমন্বয়ে মুরগির মাংস রান্না

in hive-129948 •  11 months ago  (edited)
আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ওলের সমন্বয়ে বয়লার মুরগির মাংস রেসিপি তৈরি নিয়ে। আশা করি আমার এই মাংস তরকারি তৈরি করাটা আপনাদের ভালো লাগবে।

IMG-20231228-WA0025.jpg


প্রয়োজনীয় উপাদান সমূহ:
ক্রমিক নম্বরউপাদানপরিমান
১.ঝালের গুড়াপ্রয়োজন মতো
২.লবণপরিমাণ মতো
৩.পেঁয়াজ২ পিচ
৪.রসুন১ পিচ
৫.গরম মসলাবেশ কিছু
৬.মসলা বাকলাবেশ কিছু খন্ড
৭.লবঙ্গচার পিচ
৮.তেজপাতা৫ পিচ
৯.পানিপরিমান মত
১০.ওলহাঁপ কেজি
১১.ধনিয়া গুড়াপরিমাণ মতো
১২.হলুদ গুঁড়াপরিমাণ মতো
১৩.তেলপরিমাণ মতো


রান্না ধাপ সমূহ:


ধাপ 1️⃣

রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি প্রয়োজনীয় উপাদান গুলো সঠিক মাত্রায় সুন্দরভাবে গুছিয়ে চুলার পাড়ে উপস্থিত হলাম। মাংস রান্না করতেছি সমস্ত মসলাগুলো লাগবে সেগুলো রেডি করলাম। মুরগির মাংস ভালোভাবে ধুয়ে একটি গামলায় করে নিয়ে এলাম।
IMG-20240117-WA0004.jpgIMG-20240117-WA0003.jpg


ধাপ 2️⃣

মাংস রান্নার জন্য চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে আমাদের সমস্ত মসলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, তাই কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে দিলাম। এটিকে চুলা অন করেছি তাই তেল গরম হতে থাকলে।

IMG-20240117-WA0002.jpg


ধাপ 3️⃣

ঝাল পেঁয়াজ লবণসহ সমস্ত মসলার উপাদান গুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর কিছুক্ষণ ধরে জ্বাল দিতে থাকলাম। সেগুলো খুব ভালোভাবে একত্রে ভাজি হয়ে গেল।

IMG-20240117-WA0001.jpg


ধাপ 4️⃣

এবার কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম।

IMG-20240117-WA0005.jpg


ধাপ 5️⃣

এরপর মাংসগুলো মসলা জাতীয় উপাদানের সাথে মিক্সচার করতে থাকলাম। আর এভাবে আমার মাংস রান্না চলতে থাকলো। একটি পর্যায়ে মাংস যথেষ্ট সিদ্ধ হল।

IMG-20240117-WA0006.jpg


ধাপ 6️⃣

মানুষের মধ্যে ওল দিব তাই রান্না করতে বসেই ছুঁলে কুটে ধুয়ে ফেললাম। এরপর সিদ্ধ মাংসের মধ্যে ওলের ফালি গুলো দিয়ে দিলাম। এরপর আবারো মাংসের সাথে ওলগুলো মিক্সচার করতে থাকলাম,যেন সমস্ত মসলা গুলো ওলের সাথে লাগে।
IMG-20240117-WA0000.jpgIMG-20240117-WA0007.jpg


ধাপ 7️⃣

মাংস আর ওল ব্যাপক সিদ্ধ হতে থাকলো। ঠিক এমন একটি মুহূর্তে হালকা ঝোলঝোল করতে হবে তাই পানি দেওয়ার পালা।

IMG-20240117-WA0008.jpg


ধাপ 8️⃣

এবার তরকারির মধ্যে এক কাপ পরিমাণ পানি দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভালোভাবে সমস্ত উপাদান সিদ্ধ হতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি চুলাই জ্বাল দিতে থাকলাম।

IMG-20240117-WA0024.jpg


ধাপ 9️⃣

বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে ফেললাম। ঝাল লবণ ঠিক হয়েছে কিনা পরীক্ষা করলাম। এরপর সবকিছু ঠিকঠাক হয়েছে দেখার পর আস্তে আস্তে চুলার জ্বাল কমিয়ে দিলাম। রান্নার কার্যক্রম প্রায় শেষের দিকে হয়ে আসলো।

IMG-20240117-WA0011.jpg


শেষ ধাপ

রান্নার শেষ পর্যায়ে চুলা থেকে কড়াইটি নামিয়ে ফেললাম। সুন্দর একটি গামলার মধ্যে তরকারিগুলো নামিয়ে নিলাম। আর এভাবেই আমার রান্নার কার্যক্রম শেষ হলো।

IMG_20240314_130836.jpg


রেসিপি পরিবেশন:

অবশেষে খাওয়ার টাইমে পরিবারের সদস্যদের মাঝে আমি এই রেসিপি পরিবেশন করলাম। আর এভাবেই আমার রেসিপি কার্যক্রম শেষ হলো। অবশেষে সবার মুখে আমি এই রেসিপি বিষয়ে বেশ প্রশংসা শুনতে পেলাম।


পোস্ট বিবরণ


আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@simransumon
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলitel vision 1
ক্যামেরা8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২০ বছর
আমার ইচ্ছেআমার বাংলা ব্লগে ব্লগ করা

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


ব্লগটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি এবং রেসিপি করতে বেশি পছন্দ করে থাকি। পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার রেসিপির কালার দেখে তো যে কেউ খেতে চাইবে। অনেক সুন্দর করে গুছিয়ে পোস্ট উপহার দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

তা অবশ্য ঠিক বলেছেন।

Posted using SteemPro Mobile

আপু সবজি সমন্বয়ে অনেক সুন্দর মুরগির মাংস রান্না করেছেন দেখে লোভনীয় লাগছে। মুরগির মাংসের রেসিপি আমি অনেক বেশি পছন্দ করি। মুরগির মাংস রান্নার প্রতিটি ধাপ আমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

সবজি দিয়ে মুরগির মাংস রান্না করলে সেগুলো খেতে খুবই সুন্দর লাগে। আমি লক্ষ্য করে দেখেছি মুরগির মাংসের সাথে যে কোন জিনিস ব্যবহার করলেই সেটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপনি।

Posted using SteemPro Mobile

আপনি সবজি দিয়ে মুরগির মাংস রান্না করলেন। ওল দিয়ে মুরগির মাংস কখনো রান্না করা হয়নি। আশা করি খেতে খুবই সুস্বাদু ছিল। কারণ ভিন্ন ভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু ছিল। অনেক ভালো লেগেছে আপু ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

একদিন তৈরি করে দেখো না খুব ভালো লাগবে।

Posted using SteemPro Mobile

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ৷ মুরগির মাংস এমনিতেই অনেক পছন্দের আমার ৷ আপনি তো দেখছি সবজীর সমন্বয় মুরগির মাংস আরো বেশি লোভনীয় এবং মজাদার ভাবে রান্না করেছেন ৷ আপনার এমন ইউনিক রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

আপনাকেউ অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

মুরগির মাংস রান্না বেশ দুর্দান্ত হয়েছে। মুরগির মাংস আমার খুব পছন্দের । আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে মুরগির মাংস রান্না করেছেন খুবই অসাধারণ হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য পড়ে অনেক খুশি হলাম

Posted using SteemPro Mobile

মুরগির মাংসের অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।
মুরগির মাংস আমারও খুব প্রিয়।
আপনার প্রস্তুত করার রেসিপি দেখে খুব লোভ হচ্ছে জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

হ্যাঁ ভাইয়া অনেক সুস্বাদু ছিল।

Posted using SteemPro Mobile

বাহ আপনি তো খুব মজাদার মুরগির মাংস রেসিপি করেছেন। সবজির সমন্বয়ে মুরগির মাংস রেসিপি দেখেই খুব ভালো লাগলো। তবে মুরগির মাংস ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। সত্যি বলতে আপনার এই রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

হ্যাঁ ভাই সিমটা আমাদের পরিবারের।

Posted using SteemPro Mobile

সবজির সমন্বয়ে মুরগির মাংস রান্না দারুন লেগেছে আমার কাছে । এই ধরনের রেসিপিগুলো খেতে অনেক মজা । অনেক সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন । যেটা সবার কাছে খুবই প্রিয়। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Posted using SteemPro Mobile

আপু আপনি ওলকচু দিয়ে খুব সুন্দর ভাবে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন। আপনার টাইটেলে যদি "ওলকচু দিয়ে মুরগির মাংসের রেসিপি" লিখতেন তাহলে পড়তে খুব ইউনিক লাগতো। যাই হোক আপনার রেসিপি কিন্তু দারুণ হয়েছে। এভাবে ওলকচু দিয়ে কখনো মুরগির মাংস খাওয়া হয়নি। আপনার এই রেসিপি ইউনিক লেগেছে। রেসিপির কালার খুব সুন্দর এসেছে আর দেখে মনে হচ্ছে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

সুযোগ করে একদিন তৈরি করে দেখবেন ভালো লাগবে।

Posted using SteemPro Mobile

আজকে আপনি খুব সুন্দর করে সবজির সমন্বয়ে চমৎকার মুরগির মাংস রেসিপি করেছেন। মুরগির মাংস খেতে আমার কাছে খুব ভালো লাগে। বর্তমান সময়ে সবাই মুরগির মাংস অনেক বেশি খেয়ে থাকে। তবে আপনার রেসিপির কালার দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

তাই বুঝি আপু। হ্যাঁ মুরগির মাংস আমারও খুব প্রিয়।

Posted using SteemPro Mobile