কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা বেশ কিছু সুন্দর সুন্দর চিত্র আপনাদের মাঝে উপস্থাপন করব। মনে করি,প্রাকৃতিক পরিবেশের এই সুন্দর ফটো গুলো আপনাদের ভাল লাগবে।
প্রথমে আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা মিষ্টি কুমড়ার লতা। আমরা জানি প্রত্যেকটা শাক সবজি গাছের মধ্যে সৌন্দর্য রয়েছে রয়েছে তার নিজস্ব আকার আকৃতি। তবে কিছু লতা জাতীয় গাছে আমরা লক্ষ্য করে থাকি অনেক হুল থাকে, এছাড়াও থাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জড়িয়ে জড়িয়ে চলার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য শুর মতো জিনিস। ঠিক তেমনি লক্ষ্য করা যাই মিষ্টি কুমড়োর গাছে আছে। এই গাছের অন্যান্য জায়গার চেয়ে ডগায় বেশ সৌন্দর্য লক্ষণীয়। নতুন পাতা গজানোর মুহূর্ত গায়ে অনেক হুল থাকে, আর সবকিছু মিলে বেশ দারুন লাগে।
পুইশাকের ডগায় যেন সূর্যের আহ্বান সাড়া ফেলেছে। তাইতো সূর্যমামা কে দেখে সেও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা মাথা খাড়া করে দিয়েছে। সবুজ ঢাল ঢাল পাতা গুলো যেন ডানা মিলেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কতটা রঙিন ভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে আরো বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা। এমন ঘন সবুজ আর মোটা পুই শাকগুলো দেখলেই ইচ্ছে করে সাথে সাথে তুলে নিয়ে রান্না করি এবং পরিবারের সবাইকে খাওয়ায়।
এ সময়ে আমরা পথ চলতে প্রায় কাশফুল লক্ষ্য করে থাকি। রাস্তার পাশে ফসলের জমির পাশে যে কোন জায়গায় কাশফুলগুলো আকাশের পান যেন তাকিয়ে রয়েছে মুক্ত মনে। আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়া এই কাশফুলকে দোলা দিয়ে যায় যেন স্বাগত জানাই। আর এভাবেই যেন শীতের আগমনে বার্তা সকলের মাঝে জানাতে চাই কাশফুলগুলো। এদিকে আকাশে ভেসে বেড়ানো মেঘগুলোকে অভ্যর্থনা জানাই কাশফুলে। আর এভাবেই শরতের দিনকাল যেন হয়ে ওঠে ফুল ও মেঘে মনমুগ্ধকর।
এটা গ্রামের রাস্তা পেরিয়ে যেতেই ঘন সবুজ ফসলের সমাহো, যে ফসলের মাঠে বিভিন্ন রকমের ফসলের দেখা মেলে সাথে রয়েছে অনেক রকমের শাকসবজির গাছ। একদিকে কৃষক ভাইয়েরা তাদের কৃষিকাজে ব্যস্ত রয়েছেন। যতটা দূর থেকে লক্ষ্য করে বুঝতে পারছিলাম ফসলের জমি থেকে ওল সবজি উত্তোলন করছেন এবং বাস্তবজাই করে রাস্তায় এনে রাখছেন। একপাশে গরু ছাগলের খাবার ঘাস আর একপাশে বেগুন পটল হলুদের গাছ। আরো রয়েছে ঝাল গাছ এবং শীতকালীন ফসল। মাঝেমধ্যে এমন সবুজ প্রকৃতির এরিয়ার মধ্যে ঘুরাঘুরি করতে যাওয়া এবং কিছুটা সময়ের জন্য নিরব পরিবেশে শীতল বাতাস অনুভব করার মধ্যে অন্যরকম প্রশান্তি আছে।
আকাশের সাদা মেঘগুলো যেন ফসলের মাঠ কে ছুয়ে যেতে চাই। চিরসবুজ ফসলের মাঠ উপরে সাদা সাদা মেঘ যেন রাঙিয়ে তুলেছে এই বাংলার স্নেহময়ী মা মাতৃভূমিকে। যতই দেখছিলাম ততই যেন মুগ্ধ হচ্ছিলাম এমন অপরূপ দৃশ্য দেখে। যখন ক্যামেরাবন্দি করছিলাম মনে হচ্ছিল ভিন্ন কোন দেশের সৌন্দর্য উপভোগ করছি নিজের দেশে বসে। কারণ ভিন্ন দেশের চেয়ে আমাদের দেশের সৌন্দর্য কম নয়।
লোডশেডিং এর হাত থেকে বাঁচতে কৃষি কাজে এসেছে আধুনিকতার ছোঁয়া। যেখানে সৌর প্যানেলের মাধ্যমে মটর দিয়ে খুব সহজেই মাটির নিচ থেকে পানি উত্তোলন করা যায় স্যালো মেশিনের মত। আর সৌর সেটআপটা দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। কত সুন্দর ভাবে সেট করে রাখা হয়েছে যেন সূর্যের আলো সঠিকভাবে প্যানেলের উপর পড়ে এবং মোটর চালাতে সক্ষম হয়। আর এভাবেই লোডশেডিং এর হাত থেকে রক্ষা পেয়ে বেঁচে যায় অনেক ফসলের জমির ফসল। প্রচন্ড গরমের মুহূর্তে এ যেন ফসল কে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি।
বেশ কিছুদিন ধরে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর পুকুরগুলো পানিতে পানিতে পরিপূর্ণ। পুকুরে এমন বেশি পানি পেলে পাতি হাঁস গুলো বেশ আনন্দে থাকেন। কারণ এই হাঁসগুলো সব সময় পানিতে ভেসে বেড়াতে এবং চড়াই করতে পছন্দ করে। তাই আমি লক্ষ্য করে দেখেছি পুকুরগুলোতে পাতি হাঁস গুলো খুব আনন্দের সাথে খেলা করে এবং তাদের খাবার সংরক্ষণ করে।
এখানে দুইটা কলা গাছ খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে বড় কাজটায় অনেক বড় একটি কলার কাইন পড়েছে। হয়তো এই কলা গুলো একটা সময় পেকে যাবে তখন পাশের ছোট চারা গাছটা বড় হয়ে যাবে। আর এভাবেই বিভিন্ন রকমের গাছ তার নিজের বংশবিস্তার করতেই থাকে এবং নিজেদের টিকিয়ে রাখে। পুকুর পাড়ে কলা গাছটা বেশ সুস্থ সবল এবং দেখার মত। তাই অনেক বড় কাইন হয়েছে যেখানে অনেক কলা ধরেছে। আর এভাবেই আমাদের সবুজ শ্যামল বাংলার প্রকৃতি ফুল ফল ও ফসলে ভরা।
পোস্ট সংক্রান্ত তথ্য
ক্যাটাগরি | Random photography |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | অ্যান্ড্রয়েড মোবাইল |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
What3words location | মেহেরপুর |
ক্রেডিট | Simransumon |
দেশ | বাংলাদেশ |
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।
দারুন দারুন সব ফটোগ্রাফি তুলে ধরেছেন আপু। আপনার তুলে ধরা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে কাশ ফুলের ফটোগ্রাফিটি দেখতে অসাধারণ হয়েছে। এই প্রথম এই বছরে কাশ ফুল দেখলাম। এখনো সামনে থেকে কাশ ফুলের সৌন্দর্য্য দেখার সুযোগ হয়ে ওঠেনি। দেখে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করে পাশে থাকবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছ। প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা এমন চিত্রগুলো আমার খুব ভালো লাগে। যেখানে সবুজ ফসলের মাঠ শাকসবজি দেখতে পারা যায় মন খুলে। এমন পরিবেশগুলো আমাদের সকলের জন্য ভালোলাগার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য দেখে ভালো লাগলো আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভাবে প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা ফটোগ্রাফি শেয়ার করেছ। বেশ ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে। যেন মন ছুঁয়ে যাওয়ার মত ছেলে প্রত্যেকটা ফটোগ্রাফি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করার জন্য তোমাকে ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করতে পারলে আসলেই অনেক ভালো লাগে। আর আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করেছে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে তো খুবই ভালো লাগছে। বিশেষ করে কাশফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশ অনেক রকমের জিনিসই দেখতে পেলাম। যেগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। শাক-সবজি, নীল আকাশ, প্রাকৃতিক পরিবেশ, পুকুর হাঁস সবকিছুই আপনি ফটোগ্রাফির মধ্যে ফুটিয়ে তুলেছেন যেগুলো অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করলাম সুন্দরভাবে পোস্ট সাজাতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি তো বেশ চমৎকার কিছু সবুজ প্রকৃতি থেকে চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর এই ধরনের ফটোগ্রাফি দেখলে মন ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit