উত্তরঃ ওয়ালেট সংক্রান্ত কাজ করার জন্য আমরা যে কী ব্যবহার করে থাকি তাকে অ্যাক্টিভ কী বলে। এই কী এর মাধ্যমে আমরা আর্থিক কাজগুলো সম্পন্ন করতে পারি। খুব সহজেই ওয়ালেট থেকে স্টিম এসবিডি ট্রান্সফার করতে পারি। উত্তরঃ যে কী দ্বারা মালিকানা সংক্রান্ত কাজ সম্পন্ন করা যায় তাকে Owner key বলে। ব্লকচেনে আমরা যে আইডিটা দিয়ে কাজ করছি। এটা আমার নিজের প্রমাণ করতে হলে এই কী একান্ত প্রয়োজন। এই কী টা যার হাতে থাকবে সেই আইডিটার মালিকানা দাবি করতে পারবে। ঠিক বিবাহের রেজিস্ট্রি কাগজের মত অথবা বলতে পারি জমির দলিলের মতো। উত্তরঃ প্রাইভেট মেসেজ পাঠাতে বা পেতে চাইলে এবং যেটাকে কোন একটা সংকেতে পরিবর্তন করে পাঠাতে চাইলে যা পরবর্তীতে দেখতে হলে এই কী প্রয়োজন। তাই বলতে পারি প্রাইভেট মেসেজ সংকেত আকারে পরিবর্তন করে পাঠাতে অথবা পরবর্তীতে দেখতে চাইলে এই ম্যামো কী প্রয়োজন।প্রশ্নঃ Posting key এর কাজ কি ?
পোস্টিং কী এর কাজগুলো নিম্নরূপ:
প্রশ্নঃ Active key এর কাজ কি ?
অ্যাক্টিভ কী এর কাজগুলো নিম্নরূপ:
প্রশ্নঃ Owner key এর কাজ কি ?
Owner key এর কাজ সমূহ:
প্রশ্নঃ Memo key এর কাজ কি ?
মেমো কী এর কাজ সমূহ:
প্রশ্নঃ Master password এর কাজ কি ?
প্রশ্নঃ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরী?
প্রশ্নঃ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
প্রশ্নঃ মেমো ফিল্ড এর কাজ কি?
প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
প্রশ্নঃ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
লেভেল ২ হতে আমার অর্জন - By @simransumon
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করতে চলেছি রেভেল ২ এর লিখিত পরীক্ষা। লেভেল ২ এর ক্লাসে শিক্ষকমন্ডলী দ্বারা অনেক কিছু জানতে পেরেছি এবং বেশ কিছুদিন ধরে আমি লেভেল ২ এর লেকচার শীট পড়ে আইডি নিরাপত্তা বিষয়ে অনেক কিছু শিখেছি। এর পর ভাইবা ক্লাসে অংশগ্রহণ করি এবং লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাই। আজকে উপস্থিত হলাম লেভেল ২ এর প্রশ্নপত্রের অ্যানসার দেওয়ার জন্য, আমি যেমনটা বুঝেছি ঠিক সেভাবেই চেষ্টা করব উত্তর তুলে ধরার।
লেভেল ২ ক্লাসে প্রধান শেখার বিষয় আমরা কিভাবে আমাদের আইডিটাকে নিরাপত্তায় রাখবো এবং সঠিক পথে ইনকাম করে পাওয়ার বৃদ্ধির দিকে এগিয়ে যাব। এখানে আইডির বিভিন্ন কি গুলোর কাজ সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি মাস্টার পাসওয়ার্ড এর কাজ এবং কিভাবে পাওয়ার আপ করতে হয়, ডেলিগেশন করতে হয়, পাসওয়ার্ড ও কি গুলোকে সেভ করে রাখতে হয় সেই বিষয়ে যথেষ্ট পরিপূর্ণ ধারণা দেওয়া হয়ে থাকে। আর সে ধারণার প্রেক্ষিতে আজকের প্রশ্ন। ইনশাল্লাহ আমার সাধ্যমত আনসার করার চেষ্টা করব।
উত্তরঃ পোস্ট সংক্রান্ত কাজগুলোর জন্য যে কী (key) ব্যবহার করা হয় তাকে পোস্টিং কী বলে। অর্থাৎ সোশ্যাল অ্যাক্টিভিটি করার জন্য আমরা যে পোস্ট; কমেন্ট; আপভোট; ডাউনভোট; ফলো; আনফলো; শেয়ার বা রিস্টিম করে থাকি তা মূলত পোস্টিং কী এর মাধ্যমে। এটি একটি কম সেনসিটিভ কি, কোন হ্যাকার যদি এই কি পেয়ে থাকে তবে এই কাজগুলোর বেশি আমাকে ক্ষতি করতে পারবে না। তবে উল্টাপাল্টা পোস্ট কমেন্ট করে বিভ্রান্তিতে ফেলতে পারে, তাই আমাদের এই কী কে নিজের মত নিরাপদে রাখতে হবে।
উত্তরঃ আমরা যখন স্টিমিট অ্যাকাউন্ট খুলি, তখন মাস্টার পাসওয়ার্ড সহ বেশ কিছু কী জেনারেট হয়ে থাকে। প্রত্যেকটা কী তার নিজস্ব লেয়ারে সাজানো থাকে। এক একটি কী এর এক এক রকম কাজ। যেমন পোস্টিং কী পোস্ট সংক্রান্ত কাজ করে, কিন্তু এই কী দ্বারা ওয়ালেট এর কাজ হবে না। আবার অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেট সংক্রান্ত কাজ হয়। তবে এই সমস্ত কি গুলো তার নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থিত আর সমস্ত কি গুলোকে নিয়ন্ত্রণ করা মাস্টার পাসওয়ার্ড এর কাজ। যাকে বলা হয় সমস্ত কী এর মাথা। বিভিন্ন লেয়ারে কাজ করে থাকে সেগুলোকে কী বা চাবি বলা হয়। আর মাস্টার পাসওয়ার্ড বলতে বোঝায় পাসওয়ার্ড কে। যা একটা আইডির প্রধান পাস ওয়ার্ড। সমস্ত কী গুলোকে নিয়ন্ত্রণ করা, রিকভার করা সহ একাউন্ট রিকভার করতে এ পাসওয়ার্ড প্রয়োজন।
উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড আমি কিভাবে নিরাপদে রাখবো তা নিম্নরূপঃ
উত্তরঃ আমরা দীর্ঘমেয়াদি কাজের জন্য এই প্লাটফর্মে অংশগ্রহণ করেছি। আমরা আমাদের কাজের রিওয়ার্ড হিসেবে স্টিম অথবা এসবিডি পেয়ে থাকি। সেই লিকুইড স্টিম, স্টিম পাওয়ারে কনভার্ট করা হয় অর্থাৎ steem থেকে steem power (SP) করা হয়। আর এই স্টিম পাওয়ারের বলে আমরা সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারি খুব সহজে। যার যত বেশি স্টিম পাওয়ার রয়েছে সে তত বেশি ডেলিগেশন করতে পারে। অথবা ভালো ভালো পোস্টে ভোট দিয়ে রিওয়ার্ড অর্জন করতে পারে। এক কথায় বলতে পারি যার যত বেশি পাওয়ার তার তত বেশি ইনকাম। হোক সেটা নিজে ভোট দেওয়ার মাধ্যমে অথবা ডেলিগেশন করার মাধ্যমে। আর এই জন্য আমাদের উচিত নিয়মিত সুযোগ সাপেক্ষে পাওয়ার বৃদ্ধি করা। পাওয়ার বৃদ্ধি করা বলতে নিজের সক্রিয়তাকে বৃদ্ধি করা বোঝায়। যার ওয়ালেটে যত বেশি স্টিম পাওয়ার রয়েছে সে তত বেশি ডেলিগেশন করে অথবা ভোট প্রদান করার মাধ্যমে প্রতিনিয়ত অনেক বেশি স্টিম অথবা স্টিম পাওয়ার উপার্জন করতে পারে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আমাদের পাওয়ার আপ করা বড়ই জরুরী।
উত্তরঃ পাওয়ার আপ করা প্রসেস সম্পর্কে আমার যা আইডিয়া তা নিম্নরূপঃ
উত্তরঃ সেভিংস থেকে স্টিম অথবা এসবিডি আমরা যদি উইথড্র দিয়ে থাকি, তাহলে ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়ে যাবে।
উত্তরঃ আমি যদি আমার স্টিমিট একাউন্টের ওয়ালেট থেকে লিকুইড স্টিম কারোর কাছে পাঠাতে চাই, সে ক্ষেত্রে যে সংকেত ব্যবহার করা হয় সেটা মেমো ফিল্ড। মেমো ফিল্ডের কাজ হচ্ছে কোন মেসেজের মাধ্যমে অন্য কাউকে স্টিম গিফট বা ট্রান্সফার আকারে পাঠাতে পারা। তাই বলতে পারি ওয়ালেটের লিকুইড স্টিম বা এসবিডি ট্রান্সফারের ক্ষেত্রে আমরা মেমোফিল্ডে ইহা লিখে পাঠাতে পারি। এছাড়াও এক্সচেঞ্জার ট্রান্সফারের জন্য মেমো ফিল্ড বিশেষ ভূমিকা পালন করে।
উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল করে দেওয়ার ৫ দিন পরে স্টিম পাওয়ার নিজের একাউন্টে চলে আসে।
উত্তরঃ আমি যদি প্রজেক্ট @Heroism কে ২০০ এসপি পূর্বে ডেলিগেশন করে থাকি, তাহলে আবার কিছুদিন পর নতুন করে ১০০ এসপি ডেলিগেশন করতে অবশ্যই পরিমাণে জায়গায় ৩০০ এসপি লিখবো।
আর এরি মধ্য দিয়ে সম্পন্ন করলাম আমার লেভেল ২ এর লিখিত পরীক্ষা। আশা করি আপনারা দোয়া করবেন আমি যেন ভালভাবে পড়ে বুঝে প্রত্যেকটা লেভেল এভাবে পাস করে ভেরিফাইড হতে পারি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
লেভেল টু এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছেন ।যেটা আপনার অনেক বড় অর্জন এই প্লাটফর্ম সম্পর্কে সবারই জানা উচিত। যেটা তাকে কাজ করতে সহায়তা করবে। প্রত্যেকটা বিষয়ের ভিত্তি থাকে সেই ভিত্তি শক্তিশালী হলে কখনো সমস্যা হয় না। আপনি পরবর্তী লেভেলগুলো ভালোভাবে পার করতে পারবেন সেটাই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি জানি তুমি অনেক বেশি বেশি পড়ার চেষ্টা করো প্রত্যেক লেভেলের সিট গুলা কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য তোমার আজ প্রতিনিয়ত রেস্টে থাকার মুহূর্ত। যে কোন মুহূর্তে অসুস্থ হয়ে যাও তারপরেও তোমার প্রচেষ্টা আমার ভালো লাগে। মাঝেমধ্যে এটা বলে থাকো 'শরীর অসুস্থতার কারণে মনোযোগ কম থাকে মাথায় বেশি একটা ধরে না নতুন জিনিস' তবুও আমি তোমার সহায়তা প্রদান করব। এখানে প্রফেসররা শ্রেণীর শিক্ষক আর আমি তোমার নিকটস্থ সহায়ক। দোয়া করি দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে আমার মত কাজ করবে। যথেষ্ট কিছু শিখবে এবং ব্লগার এ ক্যারিয়ার গড়ে তুলবে। কারণ তোমার মধ্যে আমি দুইটা প্রতিভা বেশি লক্ষ্য করেছি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারো আর রেসিপি। এগিয়ে যাও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের মত মেয়েদের আশা থাকলেও তা পূর্ণ হতে একটু সময় লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনার এই লেবেল টু এর লিখিত পরীক্ষা দেখে খুবই ভালো লাগলো৷ অনেকগুলো বিষয় আপনি আপনার ক্লাসগুলো থেকে শিখেছেন যা আপনি আজকের লিখিত পরীক্ষার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন৷ এভাবে পরবর্তী ক্লাসগুলোও শেষ করে একজন ভেরিফাইড মেম্বার হিসেবে দেখার আশা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক কিছু শিখেছি কিন্তু মাথায় রাখতে পারি না🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে হচ্ছে level two খুব সুন্দর ভাবেই বুঝতে পেরেছো। প্রত্যেকটি লেভেলের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো ভালোভাবে মুখস্ত করে রাখতে হবে। যাতে পরবর্তী লেভেল 5 এর মৌখিক পরীক্ষায় সহজেই সাফল্য অর্জন করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit