নাটক রিভিউ "উড়ে যায় বকপক্ষী" তৃতীয় পর্ব

in hive-129948 •  9 months ago 
আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটক রিভিউ নিয়ে। নাটকের নাম 'উড়ে যায় বকপক্ষী', যা আমার অতি প্রিয় একটি নাটক। নাটকটির মূল পর্ব ২৬ টি। আজ আমি আপনাদের মাঝে তৃতীয় পর্ব রিভিউ আকারে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


Screenshot_20240309_155035.jpg

❤️স্ক্রিনশট: ইউটিউব❤️


নাটকের বিশেষ তথ্যঃ
নামউড়ে যায় বকপক্ষী
রচনাহুমায়ূন আহমেদ
পরিচালকহুমায়ূন আহমেদ
অভিনয়েমেহের আফরোজ শাওন,রিয়াজ,চ্যালেঞ্জার,মাসুম আজিজ,ফারুক আহমেদ,স্বাধীন খসরু,এজাজুল ইসলাম,ড. ইনামুল হক,সালেহ আহমেদ সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরণহাস্যরসাত্মক এবং সামাজিক
পর্বের সংখ্যা২৬
রিভিউতৃতীয় পর্ব
দৈর্ঘ্য২০ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • চ্যালেঞ্জার
  • মেহের আফরোজ শাওন
  • ফারুক আহমেদ
  • মাসুম আজিজ সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

উড়ে যায় বকপক্ষী নাটকের তৃতীয় পর্বের শুরুতে বৈদেশিক বিভিন্ন ডিভাইস নিয়ে গ্রামে এসেছে। তাই তার ডিভাইস গুলো বিভিন্ন মানুষকে এমনকি ছোট বাচ্চাদের বেশ অনুপ্রাণিত করে তোলে। এদিকে এমন একটি সুন্দর ডিভাইস এনেছে যেটা চোখে ধরলে দূরে জিনিস কাছে দেখা যায়,সেটা দেখার জন্য বাচ্চাদের আগমন। আর এই সুযোগকে বৈদেশি তাদের সৎ উপদেশ প্রদান করে। এদিকে গরীব বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থা করে দেযন উনি। আর তার এই সুন্দর কর্মকাণ্ড দেখে গ্রামের জনসাধারণ অনেক আনন্দিত।

Screenshot_20240308-004959.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻


যেহেতু পুষ্পর বাবা গ্রামের গানের দলের ওস্তাদ। তার বাইরে থেকে মানুষ এসে থাকে তাদের গানের দল ভাড়া করার জন্য। ঠিক তেমনি একটি ব্যক্তি এসে উপস্থিত পুষ্পের বাড়িতে। বেশ অনেক কিছু সে প্রশ্ন করে পুষ্পকে কিন্তু প্রশ্নগুলো গ্রহণযোগ্য না হওয়ায় পুষ্প একটু রাগ রাগ হচ্ছিল। এরপর তার বাবার সাথে অচেনা লোকের কথা হল, বায়না টাকা পরিশোধ করলো ৫০০০ টাকা, সোনা নগরে গান করতে যাওয়ার। তবে মনে আঘাত দিয়ে বেশ কয়েকটি কথা প্রশ্ন করল, যা মোটেও বাপ মেয়ের জন্য গ্রহণযোগ্য ছিল না।

Screenshot_20240308-005337.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻


এদিকে মজিদ মিয়ার গানের দল তেমন একটা চলে না। যে কোন মুহূর্তে তার বাসায় মেহমান হিসেবে মানুষ আসে তাই আর্থিক সংকটের কারণে টাকা পয়সা ধার করার উদ্দেশ্যে দলেরই সদস্য দোতারা চাচার বাড়িতে মজিদ উপস্থিত। কিন্তু দেখা যায় তার আর্থিক অবস্থাও তেমন ভালো নয় এদিকেও মাথার সমস্যায় দোকান চালাতে পারে না। তবুও তার মনের মধ্যে রয়েছে এক নিষ্ঠা ওস্তাদ ভক্তি। ওস্তাদের আর্থিক সংকটের কথা শুনে সে ঘরের চাল ডাল দিতে সর্বদা প্রস্তুত।

Screenshot_20240308-005904.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻


নাটকের তৈয়ব আলীর চলাচল সর্বদা উল্টাপাল্টা, কখন কার কি বলে না বলে নিজেরও ঠিক নাই। আর তার কিছু কিছু ব্যবহারে অতিষ্ঠ গ্রামের অনেক মানুষ। এজন্য পথের মধ্যে সোলায়মান মন্ডল তাকে ডেকে এই সমস্ত বিষয়ে প্রশ্ন করে। আর কঠিন শাস্তি দিবে এমন কথা ব্যক্ত করে। তাই হুশিয়ার করে দিয়ে গ্রামের সীমানার মধ্যে কথা বলতে মানা করে। কিন্তু বিষয়টা তৈয়ব অন্য দৃষ্টিতে নেয়। দর্জির দোকান থেকে সুই সুতা দিয়ে মুখ সেলাই করে নিতে চায় তৈয়ব। এমন উদ্ভট বেয়াদবি কথা শুনে সোলায়মান রাগ করে। তবে এরপর থেকে তৈয়ব মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর এমন পাগলামি নাটকের নতুন হাস্যর সৃষ্টি করেছে।

Screenshot_20240308-010711.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻


এদিকে গ্রামের নতুন বউটি মজিদ মিয়ার গানের দলে যুক্ত হতে চায়। এজন্য তার স্বামীর অনেক রাগ। এমন কি সংসার ভেঙে যাওয়ার পর্যায় হতে পারে। কারণ স্বামীর সংসারের স্বামীর কথা না শুনলে যে কোন মুহূর্তে তাকে বিদায় করে দিতে পারে। আর এই কারণে রাগারাগি হয়ে বাবার বাড়িতে রাখতে যাচ্ছে নতুন বউকে।

Screenshot_20240308-011545.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻


নাটকটির এই পর্বের শেষের দিকে দেখা যায় গানের ওস্তাদ মজিদ সকলের মাঝে টাকা ভাগ করে দিচ্ছে। যেহেতু নতুন গানের বায়না পেয়েছে, তাই বাইনার টাকা আগে সবাইকে ভাগ করে দিচ্ছে। তবে টাকা নতুন পুরাতন নিয়ে তৈয়বের মেলা সমস্যা। আর এই প্রথম বৈদেশী তাদের সাথে গানে যুক্ত হয়ে বাইরে কোথাও যেতে যাচ্ছে, তাই নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার অনুভূতিতে আনন্দিত।

Screenshot_20240308-011829.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻


ব্যক্তিগত মতামত:

এ নাটকটি বেশ জনপ্রিয়। গ্রামীণ পরিবেশ ও গানের দল সব মিলে নাটকটি আমারও খুব ভালো লাগে। এই পর্বে বৈদেশীর শিশুদের জ্ঞান দেওয়া ও ভালোবাসার দৃষ্টান্ত ফুটে উঠেছে। পাশাপাশি গানের দল নতুন একটি স্থানে গান করতে যাবে সে আশায় আনন্দিত সকলে। নাটক যত নতুন পর্ব সামনে আসছে ততো তৈয়বের পাগলামি ব্যবহার বেড়েই চলেছে। আর এদিকে দোতারা চাচার মাথার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে নাটকের হাস্যরস আনন্দ। এখানে বৈদেশীর অভিনয় নিখুঁত। তৈয়ব আলীর একাধিক চরিত্র খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এই পর্বে। তাই বলতে পারি নাটকটিতে জনসাধারণের আনন্দ প্রদান করতে তৈয়ব ও বৈদেশীর ভূমিকা অপরিসীম।
ব্যক্তিগত রেটিং:

৮.৭৫/১০

নাটকের লিংক



রিভিউটা ভিজিট করার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

নাটকটি আমার দেখা হয়নি তবে আপনি খুব গুছিয়ে নাটক রিভিউ উপস্থাপন করেছেন। আপনার রিভিউ দেখে নাটক সম্পর্কে অনেকটাই ধারণা পেলাম। এমন রিভিউ উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

দেখার চেষ্টা করবেন ভাইয়া।

Posted using SteemPro Mobile

উড়ে যায় বকপক্ষী বাংলাদেশের নাট্যজগতে অসাধারণ একটি নাটক। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ এর হাতের জাদু রয়েছে এই নাটকে। বেশ ভিন্ন ধারার নাটক এটি। এখনকার নাটকগুলো আর এধরনের হয় না।

Posted using SteemPro Mobile

হ্যাঁ আপু এই নাটকগুলো খুবই ভালো লাগে আমার।

Posted using SteemPro Mobile

নাটকের রিভিউ দেখলে আমার নাটক দেখতে ইচ্ছে করে। এটি দেখেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রিভিউ দেখে মনে হচ্ছে এই নাটকটি অনেক বেশি সুন্দর হবে। আমি সময় করে দেখার চেষ্টা করব। আপনার উপস্থাপনাটাও অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সুযোগ করে নাটকটা দেখবেন ভাইয়া।

Posted using SteemPro Mobile

উড়ে যায় বকপক্ষী এই নাটকটার তৃতীয় পর্বের রিভিউ আপনি আজকে আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন দেখে, এই পর্বটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। দোতারা চাচার মাথার সমস্যার বৃদ্ধির বিষয়টা সত্যি অনেক বেশি হাস্যকর, এমন কি এই বিষয়টা অনেক সুন্দর লেগেছে। এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ খুব ভালো লাগে। গ্রাম্য এরকম নাটক গুলো অনেক বেশি সুন্দর হয়, বিশেষ করে খুবই হাস্যকর হয়ে থাকে। এই নাটকটার সবগুলো পর্ব আশা করছি আপনি আমাদের মাঝে সবসময় শেয়ার করবেন।

হ্যাঁ আপু ঠিক বলেছেন আপনি।

Posted using SteemPro Mobile