বাংলা রোমান্টিক সাইরি ও বাংলা দুঃখের শায়রি ১০০০+ বাংলা শায়েরী

in hive-129948 •  last year  (edited)

রোমান্টিক ও দুঃখের শায়েরি

কতগুলি রোমান্টিক ও দুঃখের শায়েরি দেওয়া রইলো।

চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা..!

হয়তাে ভুল করে তােকে
চেয়ে ছিলাম।
আমি জানতাম না।
তুই অনেকটা দামি।

কষ্টটা যখন সীমা
ছাড়িয়ে যায়…
তখন মানুষ কাঁদে না
চুপ হয়ে যায়।

এই পৃথিবীতে যারা যত
বেশি কষ্ট দিতে জানে।
তারাই পৃথিবীতে ততো
বেশি ভালো থাকে।
আজব পৃথীবি!

যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।

বনের পাখি মায়ার টানে
ফিরে আসে নীড়ে,
মনের মানুষ ফেরেনা আর,
গেলে বাঁধন ছিড়ে।

শুধু স্পর্শে নয়
অনুভবেও ভালোবাসা যায়
হোক না দুরত্ব তাতে কি এসে যায়..

ভেবেছিলাম ডাইরিতে
লিখবো ভালোবাসার গল্প!
কিন্তু লিখতে হচ্ছে
হাজারো কষ্টের গল্প।

যৌবনে দেহের তৃষ্ণা মিটাতে নয়,
বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন
হিসাবে তোমাকে চাই!

সম্পর্ক যত এগোতে থাকে,
Capture.JPG

ততই ফুরিয়ে যায় কথা।

এক সময়ে এসে থেকে যায়

শুধু নীরবতা।

মাঝে মাঝে সম্পর্ক এমন
হয়ে যায়,
যাতে দূরে গেলেও কষ্ট হয়।
আর পাশে থাকলেও কষ্ট হয়।

যতো দূরেই যাই না কেন,
আমি আছি তোমার পাশেই।
তাকিয়ে দেখো আকাশ পানে,
যদি আমায় পরে মনে।

সময়ের সাথে সাথে যদি
ভালোবাসা কমে যায়,
বুঝে নিও এটা কখনো
ভালোবাসা ছিলো না।
এটা ছিলো সময়ের প্রয়োজনে
একটু ভালো লাগা।

ধরতে গিয়ে প্রজাপতি,
হারিয়ে গেলাম বনে!
একজন কে ভালােবেসে
কষ্ট পেলাম মনে!

ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না..
চলে তো গেলে তুমি
দিয়ে মোরে যাতনা।

রাগ আর তুফান, দুটোই এক
শান্ত হলে বোঝা যায়
কতটা ক্ষতি হয়েছে!!

মিথ্যে হাসি ঝুলিয়ে রাখি মুখে,
তবুও এ মন আগের মতাে শান্ত না,
ভাঙলাে হৃদয়,বুঝলাে না কেউ,
সবাই শুধু মিথ্যে দিলাে সান্ত্বনা..!

রোম্যান্টিক বাংলা শায়েরী
কতগুলি রোম্যান্টিক বাংলা শায়েরী দেওয়া রইলো।

কেউ কেউ পুড়ছে বলেই,
কেউ কেউ আলাে পায়!
কেউ কেউ পূর্ন শুধু,
কারাে কারাে শুন্যতায়।

যদি ভাবনা-চিন্তারও LOCK DOWN হত
তাহলে অনেক ভাল হত।

আজ আর মনে পরে না
পুরানো সেই দিনের কথা।
ভুলেও গেছি আজ পুরোনো
দিনের সেই সকল ব্যাথা।

স্বার্থের দুনিয়া বস
যাকে তুমি ভাববে প্রিয়জন।
সেই তােমাকে বুঝিয়ে দেবে
তুমি ছিলে তার প্রয়ােজন!

দিন যায় দিন আসে,
সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে,
তাতে কি যায় আসে।

স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে!

নয়ন তােমারে পায় না দেখিতে
রয়েছ তুমি নয়নে নয়নে।
হৃদয় তােমারে পায় না জানিতে,
হ্নদয়ে তুমি রয়েছ গােপনে।

কারো মনে আঘাত দিও না,
সুখী হতে পারবে না।
ভালবাসতে না পারলে
অভিনয় করো না।
মনে রেখো কারো চোখের জল
তোমার জীবনে অভিশাপ
হয়ে ঝরতে পারে।

আছি আর কয় দিন,
চলে যাবাে একদিন!
ভালােবাসি তােমায়
বলবাে না কোনােদিন!
যে দিন যাবাে চলে,
ক্ষমা করে দিও মােরে!
হয়তাে কষ্ট দিয়েছি তােমাকে,
হাসি মুখে বিদায় দিও আমাকে!

সুখের নাম জীবন নয়..
কষ্ট কে জয় করে বেঁচে
থাকার নামই জীবন।

কষ্টে ভরা জীবন আমার
দুঃখে ভরা মন…
আমি যে এক আজব ছেলে
দুঃখেও হাসি সারাক্ষন।

আমি সেই পাখি..
যার বাসা নেই,
আমি সেই আকাশ..
যার বুকে চাদ নেই,
আমি সেই সাগর..
যার তীরে জল নেই,
আমি সেই মানুষ..
যার ভালোবাসা নেই!

কতগুলি Romantic Shayari ideas দেওয়া রইলো ।

মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আশা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।

জীবন নিয়ে গল্প
লেখা খুব সহজ।
কিন্তু গল্পের মতাে করে
জীবন সাজানাে খুব কঠিন।

আমি আর তােমাকে বিরক্ত করব না।
আমি বিদায় নিচ্ছি তােমার কাছ থেকে
ভালাে থেকো, সুখে থেকো
আর কখনাে ফিরে আসবাে না!

বেইমান কখনো অপরিচিত
মানুষজন হয় না!!
নিজের খুব পরিচিত কাছের
মানুষ গুলোই বেইমান হয়।

মনটাও কি জিনিস
বুকের মধ্যে তাে থাকে
কিন্তু আয়ত্বে থাকে না।

পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা…
সবার নেই।

দুঃখের এই জীবনে
দুঃখ আমার সাথী!
দুঃখ কে ভাগ করে নিতে..
হলো না কেউ রাজি।

সে এক সময় ছিল
আর এখন এক সময়!
যার পুরাে পৃথিবী একসময়
আমি ছিলাম
এখন তার পৃথিবী অন্য কেউ।

এই শহরে ঘুরতে থাকা
প্রতিটা মানুষ জীবিত নয়!!
কারো কারো আত্মার মৃত্যু
হয়েছে অনেক আগেই…

সুখে ছিলাম ভালোই ছিলাম,
যখন ছিলাম একা।
চলে যখন যাবেই তুমি,
দিয়ে ছিলে কেন দেখা।

সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই।
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই।

চলে গেলে চলে যাবে
পিছু আর ডাকবো না।
কথা যদি না বলো
মনে আর রাখবো না।

কষ্ট গুলো বুকে নিয়ে
কেঁদেছি কতো রাত।
একবিন্দু সুখ নিয়ে
বারায়নি কেউ হাত।
সার্থের টানে দূরে আজ,
আপন ছিলো যতো।
আজো আমি বড়ো একা
সেই দিনের মত।

রোমান্টিক সাইরি
কতগুলি রোমান্টিক সাইরি দেওয়া রইলো ।

মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ,
বুকে কতটা কান্না চাপা থাকে
জানতে পারেনা কেউ ।

যেটা ভাগ্যে নেই…
সেটা কাঁদলেও পাওয়া যায় না!

নিজের থেকে ও বেশি
ভালোবেসে ছিলাম যারে।
অনেক দূরে চলে গেলো সে,
দূঃখ দিয়ে মোরে।

যে জীবনে সপ্ন দেখার
আগেই সপ্ন ভেঙ্গে যায়।
আশা করার আগেই
সব নিরাশা হয়ে যায়।
থমকে যায় জীবনের সব গতি।
কি করে টানবো বলো
জীবনের এই ইতি।

কখনাে কখনাে
দূরে সরে যাওয়াটাই
সমাধান!

কে রাখে কার খোঁজ..
নতুন পেলে সবাই নিখোঁজ।

ভালোলাগা থেকে জন্ম
নেয় ভালোবাসা।
আর তার মাঝে গড়ে
ওঠে ছোট ছোট আশা।

দেখ মনে হতে পারে আমি খামখেয়ালী বা রাগী,
কিন্তু তোকে অনেক ভালোবাসি তাই
তোর খেয়ালটাও রাখি।

জানি একসাথে কাটানো সময়গুলো
আসবেনা আর ফিরে।
তবুও মন চাইছে ফিরে যেতে
অতীত স্মৃতির ভীড়ে!

যেখান থেকে আবেগ শেষ,
শেখান থেকে শুরু জীবনের
আসল মানে।

যাদের রাগ বেশি,
তারা রাগের মাথায় অনেক
কিছু বলে দেয়…
কিন্তু রাগ কমে গেলে তারাই
আবার সবচেয়ে বেশি কষ্ট পায়!

ভালোবাসা মানে তোমার কাছে যাওয়া,
নানান অজুহাতে তোমায় কাছে পাওয়া…
ভালোবাসা মানে তোমার চোখে চোখ,
মিষ্টি ঠোঁটের হাসিতে স্বর্গীয় উপভোগ …

প্রচন্ড অপমান নিয়ে
যারা হারিয়ে যায়!!
তারা শত অনুরােধেও
আর ফিরে আসে না!!

যার জন্য এতো আয়োজন,
কখনো সে বুঝলো না,
তাকে আমার কতটা প্রয়োজন।

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয়তো গিয়েছি হেরে,
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে!!

পাশাপাশি বাজবে শঙ্খ
সবার ঘরে ঘরে।
তুমি নববধূর বেশে যেদিন
পা রাখবে আমার দ্বারে।

নিম্নচাপের হাওয়ার মতো,
বইছ তুমি বুকের পাশে…
যে হাওয়াতে ঝলসে যাওয়া,
শহর জুড়ে বৃষ্টি আসে।

নতুন বছরে পুরানাে প্রেমে
নতুন করে ডুবি।
নতুন বছরে তােকে
আবার নতুন করে খুঁজি।

ট্রেন ছেড়ে আসে,
একা থাকে প্লাটফর্ম,
যাকে নিয়ে বাঁচার ইচ্ছা,
দেখো তারও থাকার ইচ্ছা কম।

ব্যাথা সবসময় কান্না দিয়ে
প্রকাশ করা যায় না ,
কিছু কিছু সময় সেটা
হাঁসি দিয়ে প্রকাশ করতে হয়।

তোমার উঠোনে জোৎস্না বিলাস,
আমার দেওয়ালে রোদ।
জমিয়ে রেখেছি বুকের ভেতর,
তোমার অভাব বোধ।
নাইবা কিছু , দেওয়ার আছে
দেব অনুভূতি..!!!!
হৃদয়ে রেখো আমার ক্ষনিকের স্মৃতি…

পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা…
সবার নেই।

আজ আমার শূন্যতায় আমায় ডাকে বারবার,
আজ তুমি অন্য কারো জানি হবেনা আমার।

ভালোবাসা এমন একটা জিনিস
যা ভাবলে শেষ হয়না,
আর না ভাবলে ঘুম হয়না।
প্রিয়জন কাছে থাকলে বুঝা যায়না,
আর দূরে গেলে মন মানে না।

তােমার বাবার শাসানিতে
ভয় আমার নাই।
বুকে পেয়েছি তােমায় আমি।
আর কি আমার চাই?

কি হবে ভালোবেসে.!
ছেড়ে তো যাবেই প্রয়োজন শেষে.!

কি অদ্ভুত বাস্তবতা তাইনা!
চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষ গুলোই
একটা সময় চোখ খুলে দেয়।

কিছু না, এই কথার মাঝে
অনেক কিছু লুকিয়ে থাকে,
কখনো থাকে রাগ,
কখনো থাকে, না বলা কষ্ট,
আবার কখনো থাকে
আবেগ মিশ্রিত ভালোবাসা।

বন্ধু তো সবারই থাকে,
তবে জড়িয়ে ধরে কাঁদতে
পারার মত
বন্ধু খুব কম থাকে।

মজার ছলে করা অপমান গুলো,
এখন আর বুঝতে অসুবিধা হয় না…

আমি আর বেঁচে নেই,
তোমার এই ছোট্ট শহরে,
মনে যদি পড়ে আমায়,
তবে আগলে রেখো বুকের ভেতরে।

কেউই কষ্ট সহ্য করিতে আগ্রহী নয়,
কিন্তু সকলকেই ইহা সহ্য করিতে হয়।

Main Title

01. Sub Title

This is the most basic template for beginners using markdown for the first time. By simply editing the text between the check emojis, anyone can create great blog content as if using an editor.

Use an asterisk mark to provide emphasis, such as italics or bold.

Create lists with a dash:

  • Item 01
  • Item 02
  • Item 03
Use back ticks
to create a block of code


✅Description✅


✅ ➊ You can write comments or thoughts about the above photo here. ➋ Edit the content between the check emojis, and delete the check emojis at the beginning and end. ➌ The check emoji is marked for the purpose of letting users know which part needs to be corrected.✅

  1. ✅Item 01✅
  2. ✅Item 02✅
  3. ✅Item 03✅



✅Header1✅✅Header2✅✅Header3✅
✅Sub Title 01✅✅Description✅
✅Sub Title 02✅✅Description✅
✅Sub Title 03✅✅Description✅




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি আর বেঁচে নেই,
তোমার এই ছোট্ট শহরে,
মনে যদি পড়ে আমায়,
তবে আগলে রেখো বুকের ভেতরে।

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: Unknown