||বন্ধুদের সাথে একত্রিত হয়ে ইফতার এর আয়োজন||১০%@সাই - ফক্স এবং৫%এবিবি- স্কুল

in hive-129948 •  3 years ago 

আসসলামুআলাইকুম,আদাব রমাদ্বান এর শুভেচ্ছা রইলো।



20 april 2022
৭ই বৈশাখ ১৪২৯


আজকে রমাদ্বান উপলক্ষে বন্ধু বান্ধব এর সঙ্গে ইফতারি করার মুহূর্ত আপনাদের সামনে নিয়ে আসলাম ।

20220420_000117_0000.png

              Canva দিয়ে তৈরি 

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ময় পহেলা বৈশাখ এর দিন ছিল। সকল বন্ধু বান্ধব মিলে ঠিক করি সব সময় তো মেস এ থাকি তো সবাই মিলে কোথাও বসে ইফতার এর আয়োজন করলে কেমন হয় । সকল এর সম্মতি দেয় তো আমরা সবাই ঠিক করি দিনাজপুর বড় মাঠ এ গিয়ে ইফতারি করবো ।

সবাই রেডি হয়ে আমার মেস এর নিচে এসে আমাকে ডাক দেয়।আমিও পাঞ্জাবি পায়জামা পরে প্রস্তুত হয়ে নিচে যাই দেখি সবাই সেরকম ভাবে রেডি হয়ে আসছে যাক দেখেই ভালো লাগলো কারণ সবাই মেস এ কেউ লুঙ্গি পরে আমার কেউ সর্ট পেন্ট পরে থাকে সেরকম ভাবে সাজগোজ দেখা যায় না ।তাদের প্রস্তুতি আমার বেশ ভালই ঠেকলো ,আমাদের মেস এর পাশেই রেলওয়ে লাইন তাই সবাই ওখানেই বসে থাকলাম কিছুক্ষণ ,হটাৎ আমি তসবি কে বললাম বন্ধু একটা সেলফি নেও অনেকদিন হয় আমরা একসাথে কোথাও ঘুরতে বের হই না ।তাই সে একত্রে একটা সেলফি নেয় ।

20220414_174350.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

সেলফি নেওয়ার পর আমার একটু মেস এ কাজ পরে যায় তাই আমি ,মেহেদী, তামিম সহ মেস এ ঢুকি ।মেহেদী আর তামিম ৫ তলায় যায় ।মেহেদীর রুম পঞ্চম তোলা আর আমি থাকি তৃতীয় তলায়,তাই তারা পঞ্চম তলায় যায় ।এর আগে একটি কথা তামিম কে আমি ফোন দিয়ে বলি আজ ইফতার এর আয়োজন করছি ।সে প্রথম এ আসতে চায় না পরে জোর করলে সে আসে ।তার আসায় আমরা বেশ খুশি হয়েছিলাম কারণ একসাথেই ঘুরাঘুরি করি ।আমাদের টিম এর মাঝে কেউ না থাকলে কি ভালো লাগে তাই তার আসায় বেশ আনন্দ আনুভব করেছি। যাই হোক আমার কাজ সেরে আমি পঞ্চম তলায় যাই ।আমাদের পঞ্চম তলায় ছাদ তো আমি তাদের ডাক দেই যে ছাদ এ যাই ।ছাদ এ যাওয়ার কারণ হলো আমাদের মেস এর পাশেই মেয়েদের মেস তারা বিকেল বেলায় তাদের ছাদ এ উঠে আমরাও তাদের ছাদ এ তাকাই থাকি যাকে বলে এক প্রকার লাইন মারা ।আমরা সবাই একটু সেজে গুঁজে থাকায় বেশ উৎসাহ নিয়ে যাই ছাদে।উঠে দেখি ছাদ এ কেউ নেই তাই মেহেদী বললো কয়েকটা ছবি নেই তার উৎসাহ মত দিয়ে আমরাও ছবি তুলতে শুরু করি ।

IMG-20220414-WA0006.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

IMG-20220414-WA0003.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

IMG-20220414-WA0011.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

এরপর শামীম আমাকে নিচে ডাক দেয় আমরাও ছবি তোলা বাদ দিয়ে নিচে যাই। নিচে গিয়ে দেখি আমাদের উপর সেই রাগ করছে সবাই কারণ আমরা ছবি তুলতে তুলতে দেরি করে ফেলেছি ।তারা সব খাবার দাবার নিয়ে অটো নেয় বড় মাঠ এর উদ্দেশে,একসময় বড় মাঠ এর সামনে অটো দার করলে আমরা অটো থেকে নেমে সবাই ঠিক করি মাঠ এর মাঝখানে বসবো এরপর সবাই মিলে মাঠ এর মাঝখানে বসি ।মাঝখানে বসে ঠিক করতে পারছি না যে গোল আকৃতি ভাবে বসবো নাকি লম্বা ভাবে সবাই বিভিন্ন মত পোষণ করেন।অবশেষে ঠিক হয় লম্বা ভাবে বসবো ,মাঠ এ বসেই একেকজন বিভিন্ন রকম ফাজলামি শুরু করে কারণ সব বন্ধু একত্রিত হইসি।

IMG-20220414-WA0007.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

20220414_182402.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

20220414_182428.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

মাঠ এ একসময় বসে থাকতে থাকতে হটাৎ সৌরভ আসে আমরা অবাক হই কারণ সে যে আসবে আমরা ভাবতেই অবাক হই ,কারণ সে আমাদের মাঝে ছিল অন্য ধর্মের সে আসতে বেশ খুশি হই সকলে এরপর আমাদের মাঝে বলা হয় মোনাজাত ধরতে প্রথম এ কেউ ধরতে চায় না পরে আরাফাত সাহস করে ধরে মোনাজাত ধরে একসময় একজন ফাজলামি করে হাঁচি দিলে অনেক এর হাসি বের হয় সব বন্ধু বান্ধব একত্রিত হলে যা হয় । মোনাজাত শেষ করে ইফতার বিতরণ শুরু হয় ।ইফতার পেয়ে সৌরভ তো রোজা ছিল না তাই সে আযান এর আগেই খেতে থাকে তাকে আমরা বকা দেই সে একটু ফাজিল টাইপ এর তো যার কারণে ফাজলামি করে ।অতঃপর আযান দেয় বড় মাঠ এর কাছে এক মসজিদ এ আযান দেয় সময় এর আগেই তাই অনেক এ আযান শুনে খেতে লাগে আমি অবশ্য সময় এর পর খাইতে লাগলাম আমি বললাম এখনও সময় হয় নি এই নিয়ে অনেক হাসাহাসি হয় । এরপর সন্ধ্যা হয় সন্ধ্যা রাতের বড় মাঠ এর ডেকোরেশন অনেক সুন্দর ছিল।

20220414_190046.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

20220414_190046.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp



এরপর সবাই মিলে রেললাইন দিয়ে হাঁটতে হাটতে মেস এর দিকে রওনা হই।সেখানে অনেক ভালো ছিল মুহূর্তটা ,দিন চলে যায় কিন্তূ এই মুহূর্ত গুলো আর ফিরে আসে না ।অনেক মিস করবো এই দিনগুলো জীবন এ আর কখনো ফিরে আসবে কি না ।




পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।



UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (1).png

ডিভাইসস্যামসাং m 21
অবস্থানদিনাজপুর বড় মাঠ

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (1).png

আল্লাহ হাফেজ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png

নিজের সম্পর্কে কিছু কথা :

আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আমি একজন স্বাধীন চিত্ত প্রিয় মানুষ।আমি আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক ।আমি শিখতে এসেছি,আমি জানি শেখার কোনো শেষ নেই ।আমি মনে করি একটি ভালো ব্যাবহার পাল্টে দিতে পারে একটা মানুষ এর জীবন এর গতি পথ।

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqV7bbT3PhNfbHgyNngzcyCFw4TfaYm77TpqjAhtBLDYqvnas1GJLaFNNDWGS9...22RNB6YYmubtV5ucT8CTAdBzgh1XcPwSUYwzsUqZqhthEoc4g9w5HwvGi5etUzsPu7tB5KHo6ZRM6yzvhPX1XkLzAW6FCmTui5rkeXccbTyAe5DycanVRkyZ9g.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে বন্ধুদের সাথে ইফতারি করার মজাই আলাদা রকম, আবার সেটি যদি হয় খোলা আকাশের নিচে, তাহলে অনেক রকম একটি ফিলিংস তৈরি হায়, যাই হোক ভাইয়া আপনি অনেক সুন্দর একটি মূহুর্ত অতিবাহিত করেছেন, দোয়া রইলো সামনের দিকে গুলো যেনো এভাবেই হাসি খুশি কাটে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

জানিনা ভাইয়া এই বন্ধুদের আর কখনো পাবো কিনা দোয়া রাখবেন আমাদের জন্য অনেক ধন্যবাদ আপনাকে

ভালো ছিল সেই দিনের এই ইফতার মাহফিল টি। আর সবার সাথে সেই দিনে আড্ডাটা বেশ ভালই জমে ছিল। ধন্যবাদ আপনাকে ব্যাপার গুলো সুন্দর মত গুছিয়ে তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য।

খুবই সুন্দর ইফতারের আয়োজন করেছেন আপনারা। সব বন্ধুরা মিলে এভাবে একত্রিত ইফতারের আয়োজন করে সমাজের মানুষকে খাওয়ালে অনেক সওয়াব পাওয়া যায়, সামাজিক বন্ধন সৃষ্টি হয়।

তা ঠিক অনেক মানুষ ইফতার করতে পারেনা তাই আমাদের উচিত সকল এ মিলে ইফতার এর আয়োজন করা

আসলে সবাই মিলে ইফতার করা মুহূর্তটা খুব অসাধারণ হয়। আপনি বন্ধুদের সাথে ইফতারের মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে পার করেছেন। দেখে খুব ভালো লাগলো। সবাই মিলে ইফতার করার আনন্দটাও অন্য রকম হয়ে থাকে। এত অসাধারন পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমার পুরো পোস্টটি পড়ার জন্য

সৌরভ ভাই কাজটা একদম ঠিক করে নাই রোজা না থাকলেও আযানের আগে খাওয়াটার উচিত হয় নাই। যদিও হয়তো সে মজার ছলে খাইছে। তবে এমন কাজ ন করাই ভলো। ইফতার পার্টি বন্ধুদের সাথে ভালোই হইছে।

আমরা সেটা মনে কিছু করি নাই সে আমাদের ক্লোজ ফ্রেন্ড তো অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য।

এমনিতেই ইফতার একা একা করতে ভালো লাগে না বন্ধুদের সাথে হলে তো আর কথাই নাই আনন্দের মাত্রাটা অনেক বেড়ে যায়। আপনার ইফতার মাহফিল টা বেশ ভালো ছিল আর মনে হচ্ছে অনেক আনন্দই হয়েছে। আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমার পুরো পোস্টটি পড়ার জন্য আর বন্ধুর সাথে ইফতার করে ভালই মজা করেছি

সৌরভের বিষয়টি শুনে ভালো লাগল। তোমরা ইফতার এবং সেহরি কর কেননা এর মধ্যে রয়েছে কল‍্যাণ।সে যে ধর্মেরই হোক না কেন তার সঙ্গে ইফতার করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। বন্ধুবান্ধবদের সাথে ইফতার পার্টিটা খুব উপভোগ করেছেন।

হ্যাঁ ভাই কথা ঠিক বলেছেন সবাই একসাথে ইফতার করার মজাই আলাদা

সব বন্ধুরা একসাথে মিলে ইফতার করার মজাই যেন অন্যরকম। প্রতিবছরে আমরাও সব বন্ধুরা একসাথে ইফতার করি। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ ভাইয়া সবাই একসাথে ইফতার করলে অনেক মজা হয়।

পহেলা বৈশাখের দিন অনেক ভালো ইফতার পার্টি ছিল। এমনিতে একা ইফতার করতে ভালো লাগেনা। যদি সাথে বন্ধুরা থাকে তাহলে তো ইফতার জমে যায়। আর সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। আপনি অনেক সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার পুরো পোস্টটি পড়ার জন্য।

মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে এরকম একত্রিত হয়ে ইফতার করার মজাই আলাদা। দেখেই বোঝা যাচ্ছে বন্ধুদের সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন ইফতার মুহূর্তে। আমরা মাঝে মাঝে এরকম মুহূর্ত অতিবাহিত করে বন্ধুদের সঙ্গে। আপনার এই‌ মুহূর্ত দেখে বন্ধুদের কে খুব মিস করছি। শেয়ার করার জন্য ধন্যবাদ

হ্যাঁ ভাই বন্ধুদের সঙ্গে মজা করে ইফতার করার আনন্দই আলাদা।

বন্ধুদের সাথে একসাথে ইফতার করার মজাই আলাদা। আপনি আপনার বন্ধুদের সাথে খুব ভালো সময় কাটিয়েছেন দেখে মনে হচ্ছে ।আপনি এভাবে আমার বাংলা ব্লগে নিয়মিত হন ।আপনার সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে

অনেক ধন্যবাদ ভাইয়া আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব