ড্রয়িংঃ সূর্য দিগন্তে হয়তো সম্ভাবনার হাতছানি। 10% @shy-fox & 5% @abb-school.

in hive-129948 •  3 years ago 

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।


১৩ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
২৭ জুন ২০২২ ইং

আজকে আমি একটি ড্রয়িং শেয়ার করবো আপনাদের সাথে। ড্রয়িং এ নতুন হিসেবে মনে হচ্ছে খুব একটা পেরে উঠছি না। তবুও নতুন কিছু শেখার নেশায় সব সময় বুদ হয়ে থাকতে আমার ভালো লাগে।
P20627-193225(1).jpg

আমি আসলে ওই রকম ভাবে বিশেষ কোন বিষয়ে পারদর্শিতা অর্জন করতে পারি নি। আমার একটা কাজ নিয়ে বেশি দিন পড়ে থাকার অভ্যাস কখনো খুব চেষ্টা করেও গড়ে তোলা হয় নি। চাই নি যে, এমন না। মনোযোগ আটকে রাখা খুব বেশি কষ্টের কাজ বলেই আমার কাছে মনে হয়৷ এদিক ওদিক ছোটাছুটি করা সব সময় ভালো না হলেও কিছু কিছু সময় বেশ কাজে দেয়। Robert Kiyosaki এর Reach Dad, Poor Dad যারা পড়ে থাকবেন তারা হয়তো বিষয়টা জানেন। কিভাবে Kiyosaki এর দুই বাবা কিভাবে তাদের দুইরকম চিন্তা দিয়ে দুনিয়াকে আলাদা করে দেখে। যাইহোক আজকে সেদিকে আর যাচ্ছি না। হয়তো অন্য কোন দিন সেটা নিয়ে আলোচনা হবে।

Jack of all trades হয়ে বসে আছি তবে বিয়েটা কারো ঠিক মতোও পড়ানো হয়নি আজ অবদি। যাইহোক আমার কাঁচা হাতের একটি কাঁচা ড্রয়িং আপনাদের কেমন লাগবে বলতে পারছি না তবুও ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতেও পারলাম।

সেই সাথে দিগন্ত অভিমুখে দিনশেষে ডুবতে যাওয়া সূর্যের দৃশ্যটি দেখে খানিক রবীন্দ্রনাথের "কেন" কবিতার দু চার লাইন বেশ মনে হচ্ছে-

অবশিষ্ট অমেয় আলোকধারা
​​ পথহারা,
আদিম দিগন্ত হতে
​​ অক্লান্ত চলেছে ধেয়ে নিরুদ্দেশ স্রোতে।

তবে এখন চলুন তাহলে আমার এ ক্ষুদ্র প্রয়াস চালানোর যন্ত্রাংশগুলো দেখে নেই।

উপকরণসমূহঃ
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- পেন্সিল কাটার
- রুলার
P20627-184543(1).jpg

আর এবার চলুন আমার আনাড়ি হাতে চালানো এসব যন্ত্রাংশ কিভাবে একটি ড্রয়িং করে ফেললো দেখে নেই।

ধাপ ১ঃ
খাতার চার পাশে রুলারের সাহায্য দাগ টেনে দিলাম৷

P20627-184749(1).jpg

ধাপ ২ঃ
এবার একটা সুতার সাহায্যে বৃত্ত অংকন করে মাঝ বরাবর আড়াআড়ি দাগ টেনে নিলাম। সুতা দিয়ে আঁকার কারণ হলো হাতের কাছে তেমন কিছু ছিলো না।

P20627-185324(1).jpg

ধাপ ৩ঃ
এখন ছোট্ট মতো করে একটা সূর্য এঁকে নিলাম এবং তার রশ্নি ছড়িয়ে দিলাম৷
P20627-191746(1).jpg

ধাপ ৪ঃ
এখন সূর্যের দুপাশে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য পাহাড় সদৃশ এঁকে নিয়ে নিলাম৷

P20627-191844(1).jpg

ধাপ ৫ঃ
এই সূর্য পর্যায়ে দিগন্ত অভিমুখে একটি রাস্তা আঁকলাম (একে একপ্রকার সেতুও বলা যাবে)৷

P20627-192254(1).jpg

ধাপ ৬ঃ
এবার সেতুর গোড়ায় কিছু ঘাস এবং নদীতে দুজন মাঝিকে নৌকা দিয়ে নামিয়ে দিলাম।

P20627-192625(1).jpg

ধাপ ৭ঃ
এখানে আমি ড্রয়িং এর সৌন্দর্য বৃদ্ধির জন্য পেন্সিল দিয়ে পাহাড় নদী, ব্রীজ সব জায়গায় হাল্কা আচর দিয়ে কিছুটা গাঢ় করে দিলাম।

P20627-193107(1).jpg

ধাপ ৮ঃ
শেষ ধাপে নীড়ে ফেরা পাখির ঝাঁক এবং নিজের সিগনেচার দিয়ে আমার ক্ষুদ্র প্রচেষ্টার সমাপ্তি ঘটালাম৷

P20627-193225(1).jpg


ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।
ধন্যবাদান্তে, @solaymanspn


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আর্টটি বেশ সুন্দর হয়েছে।
ছোট কিছু সাজেশন দেই,
আঁকার সময় এমন একটি ছবি তুলবেন যাতে হাতের সম্পূর্ণ ছবিটি আসে।

ঠিক আছে আপু এর পর থেকে হাতের সম্পূর্ণ ছবি দিয়ে পোস্ট করবো।
ধন্যবাদ আপু।

অনেক সুন্দর লাগছে ভাইয়া চিত্রাংকন টি। বৃত্তের মাঝে এত সুন্দর একটি চিত্রাঙ্গন দেখতে সত্যিই অনেক ভালো লাগলো। অঙ্কনের প্রসেস গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপু আপনাকে। উৎসাহিত করেছেন আমাকে প্রবলভাবে।

ধন্যবাদ আপু আমাকে উৎসাহ দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।

এই ধরনের পেন্সিল স্কেচ গুলো আমার কাছে বেশ ভালো লাগে। খুব সুন্দর করে পেন্সিল স্কেচ টি উপস্থাপনা করেছেন আপনি। আপনার চিত্রাঙ্কন টি ভালো লেগেছে। সূর্য দিগন্তের ছবিটি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি স্কেচ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

ভাই নতুন হিসেবে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছে। দোয়া করবেন আমার জন্য ভাই৷

সূর্যের দৃশ্যটি সত্যি অসাধারণ হয়েছে। আসলে এরকম পোস্ট দেখলে খুব ভালো লাগে। এই পোস্ট করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে ধন্যবাদ জানাই আপু এত এত করে উৎসাহ দেয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন আপু৷

অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন‌। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপ গুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপু এত এত করে উৎসাহ উদ্দীপনা দেয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন৷

সূর্য দিগন্ত যাওয়ার খুব সুন্দর একটা চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে চিত্রটি আরেকটু বড় হলে ভালো হতো। পেন্সিল স্কেচের আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছব রইল।

জ্বি আপু আমিও চিন্তা করেছি আর্ট করার পর যে চিত্রটি বড় হল্র সুন্দর লাগতো। কিন্তু আবার চেষ্টা না করেই পোস্ট করে দিলাম। ধন্যবাদ আপু আপনাকে৷

এই বইটা আমার কখনো পড়া হয়নি। তবে মনে হচ্ছে বইটি ইংলিশ। ইংলিশ বই গুলো পড়ে আমি দেখতে পাই না। তবে মনে হচ্ছে কাহিনী একটু ভিন্ন ধর্মী।

হ্যাঁ ভাই আপনার আর্টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল।

জ্বি আপু বইটি ইংরেজি। আপু আর্ট টি নতুন হিসেবে যতটুকু পারা যায় করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু আপনাকে৷

আপনার সূর্য ওঠার দৃশ্য টা অনেক সুন্দর হয়েছে। আপনি সূর্য ওঠার দৃশ্য অংকন টা খুব সুন্দর করে ধারাবাহিক ভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে। শুভকামনা আপনার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই৷ চেষ্টা করছি শেখার। দেখি কতদূর পারি। দোয়া করবেন।

আপনার দৃশ্যটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। ধীরে ধীরে আরো ভালো চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

শিখতেছি ভাই আপনাদের কে দেখে। দোয়া করবেন আমার জন্য৷

সূর্য দিগন্তে হয়তো সম্ভাবনার হাতছানি আপনি অনেক সুন্দর ভাবে ছবিটি অংকন করেছেন । আসলেই আপনার ছবিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ।দুই দিকে নদী নদীর মাঝখানে পথ এমন চিত্র অংকন সেমন দেখা যায় না ।ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আপু। সব সময় পাশে থেকে সাহস জুগিয়ে যাবেন বলে আশা করি৷

আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে রুল পেন্সিল দিয়ে সূর্য ওঠার দৃশ্য অঙ্কন করে শেয়ার করেছেন। আপনার চিত্রাংকন দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই ভাই। পাশে থাকবেন এবং ভালোবাসা ফিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন বলে আশা রাখি ভাই৷

অনেক সুন্দর চিত্রাংকন শেয়ার করেছেন ভাইয়া। পেন্সিলের মাধ্যমে খুব সুন্দর ভাবে আপনি আপনার চিত্রাঙ্কন টি ফুটিয়ে তুলেছেন। সেই সাথে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সম্পন্ন পোস্টটি। এ কারণেই মূলত আপনার পোস্ট আমার কাছে ভালো লেগেছে। আরো ভালোভাবে চিত্রাংকন করার চেষ্টা করবেন পরবর্তীতে। এবং আশা করছি খুব ভালোভাবেই কমিউনিটিতে সামনের দিকে এগিয়ে যাবেন।

জ্বি আপু দোয়া করবেন যেন সব সময় আপনাদের পাশে থেকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপু৷

খুবই চমৎকার একটি অঙ্কন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এভাবেই প্রতিনিয়ত সুন্দর সুন্দর অঙ্কন আপনি আমাদের মাঝে শেয়ার করে যাবেন আশা করি। শুভকামনা রইল আপনার জন্য।

চেষ্টা করবো ভাই আরো ভালো ভালো চিত্র উপহার দেয়ার৷ দোয়া করবেন ভাই৷

অনেক সুন্দর একটা পেন্সিল আর্ট করেছেন। আমার কাছে কিন্তু বেশ দুর্দান্ত লেগেছে। পেন্সিলের আর্ট গুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর ডিজাইন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

পেন্সিল ছাড়া আর কিছু ছিলো না আপু। তা নাহলে একটু রঙ চঙ করে দিতাম। ধন্যবাদ আপু৷

একটি বৃত্তের মধ্যে সূর্যাস্তের মুহূর্তের ড্রইং টা আপনি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আসলে ড্রইং টির মধ্যে দিয়ে আপনার ক্রিটিভিটি অনেক সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ড্রয়িং পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ৷ এভাবে৷ পাশে রেখে এগয়ে যেতে সহায়তা করবেন বলে আশা রাখি৷