ছাদ বাগানের ফুলের সৌন্দর্য। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো? আমিও ভালো আছি।

দারুন সুন্দর একটা মিষ্টি সকাল শুরু হয়েছে। একেতো ছুটির দিন বাইরে ঠান্ডা আবহাওয়া ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে দিনটা বেশ ভালো লাগছে। আর সাপ্তাহিক ছুটির দিন দিয়েছে অফুরন্ত সময়, তাইতো বেশ খানিকটা সময় কাটালাম ছাদের ফুল বাগানে। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখে মনটা ভাল হয়ে গেল তাই ভাবলাম আপনাদের কে ও দেখার সুযোগ করে দেই আমার ছাদ বাগানের ফুলগুলো নিশ্চয়ই ভাল লাগবে আপনাদের ও।

20220603_113403.jpg

এ্যাডেনিয়াম

20220603_113351.jpg

এ্যাডেনিয়াম

এ্যাডেনিয়াম বিদেশি ফুল। খুব যত্নে ফোটে সুঘ্রান একেবারে মন মাতানো। একবার ফুটলে পাঁচ থেকে সাতদিন সতেজ থাকে।


20220603_113031.jpg

অ্যারোমেটিক বেলি

অ্যারোমেটিক বেলি একবার ফুটতে ধরলে প্রায় মাসখানেক গাছে থাকে। দারুন সুন্দর এই ফুলের তেমন যত্নের দরকার হয়না তবে রোদ খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানী আর রোদ পেলর প্রচুর পরিমাণে ফুল ফোটে।


20220603_112756.jpg

মুসুন্ডা


এই ফুল সারা বছরই ফোটে তেমন যত্নের দরকার হয়না। পাতা জাতীয় ফুল সারাবছরই ফোটে।


20220603_113038.jpg

20220603_112826.jpg

অলকানন্দা

হলদে সোনালী আভার ফুল সূর্যের দিকে মুখ করে থাকে যত্নের বাড়াবাড়ি নেই ফুলের তেমন ঘ্রাণও নেই।


এছাড়া বাগানে ফুটে আছে নানা রঙের জবা, বেলী, জুই মসরোজ, কাবেরি, সন্ধ্যা মালতি গোলাপ সহ নানা রঙের ফুল। নাগরিক ব্যস্ততার এই শহরে ছাদ বাগানের ফোটা ফুল মনকে দেয় ভিন্ন রকম প্রশান্তি।

20220603_113018.jpg


কাবেরী

20220603_112925.jpg

রঙ্গন

20220603_112918.jpg


কছমছ

20220603_112906.jpg


মসরোজ

20220603_112733.jpg


সন্ধ্যা মালতী

20220603_112947.jpg

বেলী

20220603_112838.jpg

জবা


আমি সোনিয়া বাংলাদেশি বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে গান শুনে বই পড়ে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছাদে ফুল বাগানে ফটোগ্রাফি গুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিভিন্ন ধরনের ফুল দেখে খুব ভালো লাগলো। অত্যান্ত অসাধারণ হয়েছে।অলকানন্দা ও বেশি ফুল দেখে সত্যি ভালো লাগলো। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি হলের মধ্যে প্রত্যেকটা ফুল আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে টবের মধ্যে রনগণের ফুলটি অসাধারণ লেগেছে। ফুলের ফটোগ্রফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকেও।

ছাদ বাগানের ফুলের সৌন্দর্য ঠিক বলেছেন আপু। চমৎকার চমৎকার ফুলের গাছ লাগিয়েছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ আপনাকে।

আপু আপনার ফোনের ফটোগ্রাফি গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। ছাদে তো ভালোই ফুলবাগান করেছেন। আপনার ছাদ বাগানের ফুলের ফটোগ্রাফি গুলো সত্যি খুব চমৎকার হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল । আপু আপনি বেলিফুলের নিচে জবা ফুলের নাম লিখেছেন জবা ফুলের নিচে বেলি ফুলের নাম বোধহয় ভুলে হয়ে গেছে। পারলে একটু ঠিক করে নেবেন। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

এমন মিষ্টি সময় গুলো উপভোগ করতে খুবই ভালো লাগে আপু মনি.. ঝির ঝিম বৃষ্টি এমনতো সময় সুয়ে সুয়ে মোবাইল চালানোর মজাই আলাদা রকম, যাইহোক আপনার ছাদ বাগানের ফুলের সৌন্দর্য দেখে মন ভরে গেলো, এতো সুন্দর একটি পরিবেশ শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শুভকামনা রইলো।

ধন্যবাদ আপনাকে।

ছাদ বাগানে খুবই সুন্দর ফুলের বাগান করেছেন, সত্যি দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ফুলের বর্ণনা দিয়েছেন, ফটোগ্রাফি এবং বর্ণনা অসাধারণ ছিল।

ধন্যবাদ আপনাকে।

সবগুলো ফুলের ছবি অনেক ভাল লেগেছে আমার কাছে বিশেষ করে হলুদ রঙের ফুলটি আর বেলি ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। রাতের বেলায় কিন্তু বেলি ফুলের অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়।

মাঝে মাঝে ঘরে এনে রাখি বেলির গাছ ঘরটা সুগন্ধে ভরে ওঠে। ধন্যবাদ আপনাকে।

আপনার ছাদ বাগানটি সত্যি অসাধারণ আপু। এরকম ছাদের উপর বাগান করতে বেশ ভালই লাগ। আমার বাসার ছাদের উপরেও এরকম একটি বাগান রয়েছে ৷ যাইহোক ছবিগুলো খুব সুন্দর ভাবে ধারন করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

ফুল বাগান করা আমারও খুব শখ। আপনি আপনার ছাদ বাগানে তো দারুন কিছু ফুল ফুলের চাষ করেছেন। আসলে এরকম ফুল থাকলে সেখানে যেতেও খুব ভালো লাগে। আর আপনি আপনার ফুল গাছের দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

ছাদে ফুল গাছের বাগান করা এটা অনেক ভালো একটা পদক্ষেপ বলে আমি মনে করি। আসলে আমার নিজেরও বাগান আছে আছে বাসায়। তবে ঢাকাতে ছাদে উঠা নিষেধ তাই বারান্দাতে কিছু গাছ লাগিয়েছি।

ধন্যবাদ আপনাকে।

বেশ চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে ফুল গুলো। সন্ধ্যামালতী ফুল গুলো আমাদের বাসার বারান্দায়ও আছে। সন্ধ্যামালতী ফুল আমাদের বারান্দায় গোলাপি গুলো রয়েছে। কিন্তু হলুদ গুলো নেই। আমার কাছে কাবেরি ফুলগুলো খুব ইউনিক লেগেছে। চমৎকার লেগেসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য।

ছাদে বাগান করেছেন ফুলের খুবই ভালো লাগলো অনেক ধরনের ফুল দিয়ে বাগান বাগান সাজিয়ে তুলেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে। আমারও একটি ফুলের বাগান আছে তবে ছাদে নয় বাড়ির আঙ্গিনায়।

আপু আপনার ছাদ বাগান তো একেবারে ফুলে ফুলে ছেয়ে আছে। এত প্রকারের ফুল সাধারণত একসঙ্গে ফুটতে দেখা যায় না। একসময় আমারও অল্প অল্প বাগান করার শখ ছিল কিন্তু এখন আর একেবারেই নেই। আপনার ছাদ বাগান দেখে খুব ভালো লাগলো বিশেষ করে অলকানন্দা ফুলটি আমার খুবই প্রিয়। ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য

আপনি খুবই চমৎকার ভাবে ছাদ বাগানের ফুলের সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। বিকেল সময়টাতে এখানে সময় কাটাতো অনেক বেশি ভালো লাগে নিশ্চয়ই।

একটু ক্লান্তি বোধ করলেই ছুটে যাই ছাদে নিমিষেই মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে।

আপনি দেখছি ছাদ টাকে একদম ফুলের বাগান বানিয়ে ফেলেছেন আপু।খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো দারুন করে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

বাহ এককথায় অসাধারণ। আপনি যে অনেক সৌখিন সেটা আপনার ছাদ বাগানের ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। কত সুন্দর সুন্দর ফুলের গাছ। মুসুন্ডা এবং অলকানন্দা টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

ধন্যবাদ আপনাকেও।

ধন্যবাদ আপনাকেও।

আপনার ছাদ বাগানে বেশ অনেক ধরনের ফুল গাছ রয়েছে দেখলাম। প্রত্যেকটি ফুল বেশ সতেজ এবং সুন্দর লাগছে দেখতে। অ্যারোমেটিক বেলি এ ফুলটি সাথে এই প্রথম পরিচিত হলাম।

ধন্যবাদ আপনাকে।

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা জবা ফুল সন্ধ্যামালতী ফুল এবং কসমস ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।

ছাদ বাগানের ফুলের সৌন্দর্য তা ভালই উপভোগ করলাম। আসলে অনেক ভালো লাগলো ছাদের উপরে এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন ফুলের বাগান তৈরীর মাধ্যমে যেটা দেখে ভালো লাগলো।