Harsh Vardhan Shringla: বেঙ্গালুরুতে আয়োজিত এয়ার ফোর্সের কনক্লেভ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রিংলা। সেখানে তিনি বলেন, বছরের পর বছর ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও পরিণত হয়েছে
নয়া দিল্লি : ভারত-বাংলাদেশ সম্পর্ক (India Relation Relation) এখনও অটুট। বাংলাদেশের সমৃদ্ধি বা অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে ভারত সহযোগী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার এয়ারফোর্সের (Air Force) কনক্লেভ থেকে এমনটাই বার্তা দিলেন
এ দিন তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজও আমাদের দুই দেশের মধ্যে সেতুবন্ধন। তাঁর কথায়, ১৯৭১-এ যতটা নৈতিক ও রাজনৈতিক জয় ছিল, ভারতের জন্য ছিল চূড়ান্ত সামরিক জয়।
নয়া দিল্লি : ভারত-বাংলাদেশ সম্পর্ক (India Relation Relation) এখনও অটুট। বাংলাদেশের সমৃদ্ধি বা অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে ভারত সহযোগী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার এয়ারফোর্সের (Air Force) কনক্লেভ থেকে এমনটাই বার্তা দিলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla)। ৫০ বছর আগে যে সম্পর্কের সূচনা হয়েছিল, আজ তা আরও গভীরে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। বেঙ্গালুরুতে আয়োজিত এয়ার ফোর্সের কনক্লেভ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রিংলা। সেখানে তিনি বলেন, বছরের পর বছর ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও পরিণত হয়েছে।
এ দিন তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজও আমাদের দুই দেশের মধ্যে সেতুবন্ধন। তাঁর কথায়, ১৯৭১-এ যতটা নৈতিক ও রাজনৈতিক জয় ছিল, ভারতের জন্য ছিল চূড়ান্ত সামরিক জয়।
@sonu777 আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে। আর অবশ্যই পোস্টটি বাংলা তে লিখতে হবে। শুধুমাত্র বাংলা ভাষায় লেখা পোস্ট গ্রহণযোগ্য।
পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়মঃ
একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
আশা করছি একটি পরিচিতিমূলক পোস্ট লিখে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যাত্রা শুরু করবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://tv9bangla.com/india/between-the-india-and-bangladesh-is-deeper-than-any-other-strategic-partnership-foreign-secretary-harsh-vardhan-shringla-441880.html
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit