পুস্পা মুভি রিভিউ...

in hive-129948 •  2 years ago  (edited)

আমার বাংলা ব্লগ এর সকল সদস্য ও এডমিন পেনেলের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার, মুসলিম ভাই বোনদের জানাই আদাব ও অন্যান্য ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
আমার কিছু ভূল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক আজকে যে বিষয় নিয়ে কন্টেন্ট লিখা, তাহলো মুভি রিভিউ।

পুষ্পা_চলচ্চিত্রের_পোস্টার.png

মুভির নামঃ পুস্পা
পরিচালকঃ সুকুমার
প্রযোজকঃ ওয়াই নবীন, ওয়াই রবি শঙ্কর
শ্রেষ্ঠাংশেঃ অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফজিল
প্রযোজনা কোম্পানিঃ মৈত্রী মুভি মেকার্স, মুত্তামশেট্টি মিডিয়া
দৈর্ঘ্যঃ ২ ঘণ্টা ৫৯ মিনিট
দেশঃ ভারত
ভাষাঃ প্যান ইন্ডিয়ান
সোর্সঃ
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE:%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9C

পুস্পা মুভি রিভিউ
পুস্পা ছবি মূলত লাল চন্দন কাঠ নিয়ে। যার চাহিদা অনেক, আমাদের বাড়ি মধুপুর গড়ের কিছু দূরে আনুমানিক ১০/১২ কিলোমিটার হবে। সেখানে একটা লাল চন্দন গাছ পাওয়া গেছে। পুলিশ গাছটাকে খুবই পাহারা দিয়ে রাখছে।
যাই মুভির কথায় আসি।
মুভির নায়ক অল্লু অর্জুন, মুভিতে তার নাম পুস্পা। সে খুবই কষ্টে বড় হয়েছে, ছোট বেলায় তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরেই তাঁদেরকে বাড়ি থেকে বের করে দেয়। স্কুলে ভর্তি হতেও তাঁর বাধা দেয় তাঁর পূর্বের পরিবার এর সৎ ভাই।

1.1.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

পুস্পা ছোট থেকেই কাজ করে, পাহাড়ে গাছ কাঁটে। লাল চন্দন গাছ চুরাই পথে পাচার করে। বেশ কিছু দিন মহাজনের সাথে তাঁর ব্যবসা চলতে থাকে। বেশ কয়েকবার পুলিশের সাথে মারামারি চলে, জেল ও খাটে।

2.JPG
3.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

একবার একট্রাক লাল চন্দন পুস্পা লুকিয়ে রাখে। পুলিশ তাকে জেলে নিয়ে যায়। উপর মহলের লোক এসে তাঁর কাছে কাঠ চায়। পুস্পা একটা ঠিল করতে বলে। আমাকে জেল থেকে ছাড়াতে হবে ও ৩ লক্ষ্য টাকা দিতে হবে। রেন্ডি পরিবার তার সর্তে রাজি হন।
4.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

কাঠ গুলো বিদেশে যায় বেশ কয়েকটি ধাপে। প্রথমে পুস্পার দল গাছ কেঁটে রেন্ডি পরিবার এর কাছে বিক্রি করে। দুইটা চেক পোষ্ট পার করে মঙ্গল সিন এর কাছে দেয়। মঙ্গল সিন ১৫ টা চেক পোষ্ট পার করে চেন্নাই পাঠায়। চেন্নাই থেকে বিদেশ চলে যায় লাল চন্দন যার অনেক মূল্য।
রেন্ডি পরিবার তাকে অফার করে, তাঁর সাথে কাজ করার জন্য। পুস্পা তাদের বলে ৪% পাটনার হবে। পুস্পা দুধ পরিবহন গাড়ি কাজে লাগায়। উপরে দুধ নিচে কাঠ নিয়ে যায়। পুলিশ চেক করে দেখে দুধ।
7.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

পুষ্পা এক দিন তাঁর কাছে কিছু কাঠ পুলিশের হাত থেকে বাঁচায়। সে গাছ গুলো নদীতে বাসিয়ে দেয়। নদীতে দিয়া সুইচ গেট অফ করে দেয়। তাঁর পাটনার তাঁর প্রতি বিশ্বাস আরো বেড়ে যায়।

12.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ঐ দিকে মঙ্গল সিন তাঁদের সাথে পতারনা করে, বেশী দামে বিক্রি করে কম এর কথা বলে। একদিন পুস্পা সব কিছু জেনে যায়। ২ কোটি রুপি বিক্রি করে ২৫ লাখ রুপির কথা বলে।

6.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

পুস্পা তাঁর গ্রামের একটা মেয়েকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়।

7-1.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

9.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

10.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

10-1.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
সব কিছু পাকাও হয়ে যায় মাঝ পথে তাঁর সৎ ভাই বিয়ে হতে দেয় না।

12.1.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
রেন্ডি পরিবার ও পুস্পা মঙ্গল সিনের সাথে ব্যবসা বন্ধ করে সরাসরি বিদেশী ভায়ার এর সাথে কাজ করে। বেস টাকা ইনকাম করে। মঙ্গল সিন এদিকে তাদের উপর ক্ষেপে রয়েছে।

6.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
তাঁদের দলের ২ জন সব খবর পুলিশের কাছে বলে দিত। তাঁদের খোঁজে ১ জন-কে রেন্ডি গ্রুপ মেরে ফেলে, আরেকজন তার হবো শশুর। একদিন জলি রেন্ডি তাঁর নায়িকা-কে ১ রাত থাকার জোড় করে না হলে তাঁর বাবা-কে মেরে ফেলার হুমকি দেয়। এই কথা পুস্পা-কে বলে দেয়, আর কই যাও নায়কা-কে সাজিয়ে নিয়ে যায় তাঁর কাছে। সেখানেই তাকে মেরে আসে পুস্পা। মারার কথা রেন্ডি পরিবার জানতো না, একদিন পুস্পাদের কথা জেনে যায় রেন্ডি পরিবার। পুস্পার কাছে টাকা আছে তাই রেন্ডি পরিবার কিছু করে না। সব টাকা নিয়ে পুস্পার উপর আক্রমন করে রেন্ডি গ্রুপ।

144.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

অন্য দিকে মঙ্গল সিন দল নিয়ে তাঁদের মারতে আসে পুস্পা সুযোগে সৎ ব্যবহার করে। সবাইকে লিড দিত এম. এলে, সে একটা ভাগ পেতো। মঙ্গল সিন তাঁর কাছে মিথ্যা বলেছে সব গুমড় ফাস করে দেয় পুস্পা। পুস্পা এম এলে কে আরো বেশি দিবে অফার করে। পুস্পার কথায় এম এলে রাজি হয়, হয়ে যায় সে কিং। নতুন পুলিশ-কে লজ্জা পুস্পা, পরে বিয়ে করে নেয়।

11-1.JPG
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

মতামতঃ
সব শেষে আমার মনে হয় পুস্পা ২ আসবে। কারন মুভিটির শেষ ফিনিশিং দেয়া হয় নাই। মুভিটি দেখে আমার খুবই ভালো লেগেছে, মুভিটি আমি তিন বার দেখেছি। যে পুস্পা মুভিটি দেখেছেন কার কেমন লেগেছে মতামত জানিয়ে যাবেন।

ব্যক্তিগত রেটিং ৯/১০

মুভির ট্রেলারঃ-

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই মুভিটি যখন বের হয়েছিল তখন চারদিকে শুধু এই মুভিটির কথাই চলত এবং এই মুভিটির গানও চলতো শুধু। এই মুভিটি আমি দেখেছিলাম খুবই দারুণ একটি মুভি এটি। আপনি খুব সুন্দর ভাবে এই মুভিটির রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

এই মুভিটা বেশ জনপ্রিয় এখন বলা যায়। তবে আমাদের কমিউনিটির মুভি রিভিউ এর কিছু নিয়ম আছে। এখানে মুভি সম্পর্কে আপনার মতামত আপনি দেননি। এবং মুভির গানের লিংক না দিলেও হবে সমস্যা নাই। মোটামুটি কাহিনী টা বেশ ভালোভাবে লিখেছেন। তবে বেশ অগোছালো ছিল।

আপনার বানানের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আপনি কিছু বানান লিখেছেন যার ফলে লাইনের অর্থই পরিবর্তন হয়ে গিয়েছে। ভুল বানান গুলো অতি সত্বর ঠিক করুন।

কিছু কিছু কমন বানান ভূল হয়ে গেছে, তার জন্য দুঃখিত। সব পুনরায় রিভিশন দিয়ে ঠিক করে দিবো।
সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ...

অন্নান
তার
মাহাজনের
ঠিল

অসংখ্য বানান ভুল আছে। সেগুলো ঠিক করুন। মুভির ট্রেলারকে টাইটেল লিখেছেন।

আমি ঠিক করে দিবো ভাই, ভূল গুলো ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ..

খুবই জনপ্রিয় একটি মুভি রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রথম যখন এই মুভি রিভিউ হয় তখন সবার মুখে মুখে একটা কথাই ছিল সেটা হচ্ছে মেঝুকেগা নেহি হাহাহা। চমৎকার ভাবে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।