আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি । শুরুতেই জানাই সবাইকে দূর্গা পূজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আমাদের বাঙালীদের জন্য সবচেয়ে দূর্গা পূজা বড় অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে নানা রকম খাবারের আয়োজন করে থাকে। নতুন পোশাক পরে পরিবারের সবাই মিলে মন্ডবে ঠাকুর দেখার আনন্দটাই আলাদা। পূজার মার্কেট করার কিছু অনুভূতি শিয়ার করছি।
শারদীয় শুভেচ্ছা
আমি আর সুমি দুজনে বাসা থেকে বেড়িয়ে পরলাম দুপুরে। সি এন জি করে আমরা মধুপুর এর উদ্দেশ্য যাত্রা শুরু করলাম।
গাড়িতে বসে সিদ্ধান্ত করলাম কার জন্য কি কি কিনা যায়।
তারিখঃ ০২-১০-২০২২
সময়ঃ দুপুর ৩ টা ১০ মিনিট
স্থানঃ মধুপুর গড়, মধুপুর, টাংগাইল।
একই দিনে আমার শশুর-শাশুড়ী ও বৌদি আসবে মধুপুর ,আমরা একসাথে মার্কেট করবো। আমরা কিছু ক্ষন আগেই পৌঁছে যায়। মার্কেটে বন্ধুর দোকানে বসে আড্ডা দেই। সবাই একত্রে হওয়ার পর আমরা শিক্ষক সমতি মাকের্টে যায়।
তারিখঃ ০২-১০-২০২২
সময়ঃ দুপুর ৪ টা ০৫ মিনিট
স্থানঃ শিক্ষক সমতি মার্কেট, মধুপুর, টাংগাইল।
প্রথমে বৌদি ও সুমির জন্য জামা কিনবো। অনেক গুলো জামা দেখানো পর পছন্দ হলো। আমি মনে মনে ভাবছিলাম মহিলাদের নিয়ে মার্কেট করাটা অনেক কষ্টের একটি কাজ।ছেলেদের মার্কেট করা কোন জামেলা নেই সহজে করা যায়।
তারিখঃ ০২-১০-২০২২
সময়ঃ দুপুর ৪ টা ৩০ মিনিট
স্থানঃ শিক্ষক সমতি মার্কেট, মধুপুর, টাংগাইল।
মা ও শাশুড়ী মায়ের জন্য দুইটি ইন্ডিয়ান শাড়ী পছন্দ করলো সুমি। শাড়ী গুলো দেখতে খুব সুন্দর কিন্তু আমি শাড়ূীর ছবি তুলকেই ভূলে গিয়েছিলাম।
তারিখঃ ০২-১০-২০২২
সময়ঃ দুপুর ৪ টা ৫২ মিনিট
স্থানঃ শিক্ষক সমতি মার্কেট, মধুপুর, টাংগাইল।
বন্ধুর দোকান হতে কিছু কসমেটিক্স কিনে তারা, আমার জন্য একটা পারফিউম নেই।
তারিখঃ ০২-১০-২০২২
সময়ঃ দুপুর ৫ টা ২২২ মিনিট
স্থানঃ শিক্ষক সমতি মার্কেট, মধুপুর, টাংগাইল।
আমার, বাবার ও শশুরের জন্য শার্ট, পেন্ট, জুতা কিনতে বেশী সময় লাগে নাই। তাদের চার ভাগের এক ভাগ সময়ও লাগে নাই। সব শেষে আমরা রেস্টুরেন্ট এ কিছু খেয়ে যার যার বাড়ী চলে আসি।
তারিখঃ ০২-১০-২০২২
সময়ঃ দুপুর ৬ টা ১২ মিনিট
স্থানঃ মধুপুর, টাংগাইল।
ক্যামেরা পরিচিতি :
ক্যামেরা | OPPO |
---|---|
মডেল | OPPO A1K |
ফটোগ্রাফার | @sparkprotap |
আধার কেটেছে আলো আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক।।
শারদের ছোঁয়ায় মনের সব আঁধার, কলুষতা দূর হোক।।
মায়ের কৃপায় জীবন আলোকিত হোক, শারদীয় শুভেচ্ছা।।
অনেক কিছু কিনে ফেলেছেন তো। আপনার পুজো শুভ কাটুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক কিছু কিনে ফেলেছেন তো। আপনার পুজো শুভ কাটুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পূজার শুভেচ্ছা ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টের টাইটেলে মনে হয় বানান ভুল আছে। ওটা ঠিক করতে পারেন যদি ইচ্ছে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ছুটি দেওয়া হয়েছিলো। কিন্তু ছুটি শেষ হাওয়ার পর একদিন পোস্ট করে আবার ইনএক্টিভ আপনি। আপনি আমার সাথে যোগাযোগ করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit