প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।
আজকে আমি আপনাদের সামনে একটা অন্য রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি।ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় আমরা কেউ বলতে পারিনা।আমি এবছর স্নাতক ভর্তি পরিক্ষার্থী ছিলাম।অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি।কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়ে কোথাও হয়নি।কারন আমি ডাক্তার হউয়ার স্বপ্ন দেখতাম। যেহেতু, সেটা হতে পারিনি তাই হতাশায় কোথাও ভর্তি হতে পারিনি।শেষ একটা পরীক্ষা ছিল। কিন্তু দেশের অবস্থা জটিল হওয়ায় বাতিল হয়ে যায়।আমার প্রস্তুতি ভালো ছিল ৫ দিন আগে বলে দেয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ পরীক্ষা।আবার হতাশ হলাম।অনেক দিন হয়ে গেছে ধৈর্য্য হারিয়ে ফেলি।পড়তেও পারছিলাম না।হুট করে কয়েকদিন আগে ডেট দিয়ে দেয় পরীক্ষার।কয়েকদিন সময়,কোনমতে রিভিশন দিয়ে রউনা হই ঢাকার উদ্দেশ্যে।এখানকার বাস স্টপ থেকে বাস উঠে যায়।যাওয়ার পথে ভাবলাম আপনাদের সাথে আমার জীবনের শেষ স্নাতক ভর্তি পরীক্ষার জার্নি আপনাদের মাঝে তুলে ধরি।আশা করি আপনাদের ভালো লাগবে।চলেন দেখি ভাগ্য এইবার আমার সহায় হয় নাকি।অবশ্য আমি বেসরকারি একটা ভার্সিটিতে সিএসই তে ভর্তি আছি।কথা না বেশি বলে চলেন আপনাদের দেখাই।
অবস্থান
প্রথমেই বাসা থেকে বাবা মার দোয়া নিয়ে রিকশায় উঠে চলে গেলাম আমাদের এই ছোট শহরের ঢাকাগামী বাস স্টপে।গিয়েই দেখি বাস একটা দাড়িয়ে আছে ২০ মিনিট পর ছাড়বে।দ্রুত উঠে গেলাম বাস এ।উহ আপনাদের বলাই হয়নি আমি আমার বাবার সাথে যাচ্ছি।বাসা থেকে বের হউয়ার সময় আমার আদোরের ছোট বোন পিছ ধরে আমাদের সাথে যাবে।পরীক্ষা আগামীকাল,আমরা যাচ্ছি ফুফির বাসায়। বাসার পাশেই আমার সিট পরেছে।ফুফির একটা ছোট মেয়ে আছে তার সাথে মূলত আমার বোনের দেখা করার ইচ্ছা। তাই সে কি কান্না, বাধ্য হয়ে নিয়ে গেলাম সাথে।ঠিক ২ টায় আমাদের বাস ছাড়লো।
অবস্থান
কিছুদূর গিয়ে দেখি আমরা যমুনা সেতুর উপরে এসে পড়েছি।আমাদের যমুনা নদীর উপর দিয়ে নতুন ট্রেন সেতু হচ্ছে। এটা বাংলাদেশের দীর্ঘতম ট্রেন সেতু। দেখতে পেলাম তারই কাজ চলছে এখনো শেষ হয়নি।নদীর ঢেউ, ঠান্ডা বাতাস, জানালার ধারের সীট সত্যিই দারুণ মুহুর্তের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।ব্রিজ পার হলাম। জানালা দিয়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করতে করতে ফুফির বাসায় পৌছালাম দীর্ঘ ৪ঘন্টার জার্নি শেষ করে। বাসায় গিয়ে দেখি ফুফি অনেক খুশি। ১ বছর পর তার বাসায় গেলাম।খেয়ে দেয়ে বিশ্রাম নিলাম তারাতাড়ি ঘুমিয়ে গেলাম। যেহেতু সকালে পরীক্ষা।
অবস্থান
সকালে উঠে কিছুটা বই দেখে রউনা হলাম পরীক্ষার উদ্দেশ্যে।পথে দেখি অনেক লোকজন সবাই পরিক্ষার্থী। একটা অটো রিকশায় উঠে বসলাম।বাসার খুব কাছেই কৃষি বিশ্ববিদ্যালয়।অবশেষে আসলাম পরীক্ষার হলে।মনের মধ্যে হাল্কা ভয় কাজ করতেছিল। শেষ পরীক্ষা, আমি পারবো তো?
অবস্থান
ঢুকতেই দেখি হাজার হাজার মানুষ। মানুষ ভিড়ে সামনে আগানো যাচ্ছে না।ভলেন্টিয়াররা ভিড় কমানোর চেষ্টা করছেন এবং সুশৃঙ্খল ভাবে সব কিছু হয় সেই চেষ্টা করছেন।আমি আমার হল রুম দেখে চলে গেলাম সেই বিল্ডিং এর নিচে।দেখি সবাই সারি সারি বসে আছে।কেউ বই দেখছেন।কেউ খাবার খাচ্ছেন।কারন সারা দেশ থেকে মানুষ এখানে এসেছেন।আমি লাইনে দাঁড়ালাম।চেকিং শেষ করে পরীক্ষা দিতে ঢুকলাম।আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিয়েছি।দেখি ভাগ্যে কি আছে। ভাগ্যে যদি থাকে এখানে পড়ার সুযোগ পাবো।১ ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে আমার এই বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ নজরে আসে।
অবস্থান
বিশাল জায়গা জুড়ে আছে এই বিশ্ববিদ্যালয়। সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস বইছে অনবরত। নানা রকম গাছের সমাহার। একটা মুর্তি রয়েছে মাঝখানে।রাস্তা গুলো পরিস্কার পরিছন্ন।
অবস্থান
কিছুদূর আগাতেই চোখে পড়লো একটা ঝড়না কি সুন্দর।তার পাশেই পদ্ম পুকুড় রয়েছে এটা যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় তাই প্রকৃতির সব ছোয়া এখানে তুলে ধরা আছে।আমার অনেক ভালো লেগেছে পুরো পরিবেশটা। এক বুক আশা নিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আবার রউনা দিলাম।বাড়ি আসতে আসতে প্রায় রাত হয়ে গেছিলো।
আজ আর নয়,অন্য দিন অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | রেডমি নোট ৯ |
ধরণ | ফটোগ্রাফি ✨ |
অবস্থান | সিরাজগঞ্জ - বাংলাদেশ। |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভর্তি পরীক্ষার জন্য আপনি ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন এবং সেখানে ভ্রমণ করে বিভিন্ন দৃষ্টিতে ফটো ধারণ করেছেন আর আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। তবে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটে নামটা ভেঙে দেওয়া হয়েছে হয়তো পাঁচে আগস্ট এর পর। যা হোক অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন এই পোষ্টের মধ্য দিয়ে। সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/JannatulF57996/status/1851976919753056681?t=Fq6-zxkjifyOlIqRSf4t2Q&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ঢাকা গিয়েছেন জেনে ভালো লাগলো। আশা করছি আপনি ভালো কিছুই করবেন। আশা করছি ভালো কিছুই হবে। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit