আমার করা বিগত ৯টি মজাদার নাস্তার রেসিপির রিভিউ || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in hive-129948 •  2 years ago 

♥️ হ্যালো বন্ধুরা,♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কোন রেসিপি, আর্ট কিংবা ড্রাই পোস্ট নিয়ে হাজির হয়নি।

আজকে আমি আপনাদের মাঝে আমার করা বিগত ৯টি মজাদার নাস্তার রেসিপি গুলোর রিভিউ নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি অনেকগুলো রেসিপি করেছি এগুলোর মধ্যে থেকে কিছু মজাদার নাস্তার রেসিপির রিভিউ পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার করা বিগত মজাদার নাস্তার রেসিপি গুলোর ভিতরে সবচেয়ে কোন রেসিপি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। আর আমি আমার রেসিপি ছবি এবং ছবির নিচে পোস্ট লিংক দিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপির রিভিউ পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


IMG_1656248155868.jpg


পোস্ট - ১

  • মচমচে মজাদার স্বাদের রোল পিঠার রেসিপি। এই পিঠটা খেতে সত্যিই অসম্ভব মজাদার এবং মচমচে। খুব অল্প সময়ে পিঠাটি তৈরি করা যায়। খেতে সত্যিই অসম্ভব মজাদার আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝবেন খেতে কতটা মজা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovo5A7nU18G1SeFo7VmXrMQQrnDGgrymF339xzXBqPKhDHWe26w2YeYi7BzR2kj3Lqx1jmyfXK2WwLht8WQKjdmin.jpeg


পোস্ট লিংক


পোস্ট - ২

  • দুর্দান্ত সাথে মুখে লেগে থাকার মত দুধে ভেজানো ফুল পিঠা। এই পিঠা তৈরি করেছিলাম মূলত আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এ পিঠাটি আমি তখন প্রথম তৈরি করেছিলাম। কিন্তু পিঠাটি খেতে যে এতটা মজাদার হবে তা বুঝতে পারিনি। সত্যি মুখে লেগে থাকার মত একটি পিঠা। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপিটি দেখে পিঠাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে সত্যিই অসম্ভব মজাদার।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9X7yXcFbBTDhKckWmWs5QmmNv5tECxeS3cxK9YHmCo6NrZAoXLDdqumP1sNeWAcBNFgxBaqVx7zoZka7bswGf4PQnnA.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৩

  • বাসায় তৈরি সুস্বাদু ও মজাদার চকলেট কেকের রেসিপি। এই কেকটি আমি সম্পূর্ণ গ্যাসের চুলায় তৈরি করেছি। কেকটা কিন্তু একদম সফট হয়েছিলো। খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাসায় এইরকম কেক তৈরি করে খেয়ে দেখতে পারেন। বিকেলের নাস্তা হিসেবে পারফেক্ট একটি নাস্তা।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TzPNLAZD393bhDK5scfrAAkz7LSqjr1bCR3RNxpvxG99WuD8EKic3cA9WhRk5BFUfURza76EBB22mbXjtS3RsKcEHU.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৪

  • কাঁচা আলু দিয়ে সুস্বাদু বিকেলের নাস্তার রেসিপি। কাঁচা আলু দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় তা আমার এই রেসিপিটি তৈরি করার পর বুঝতে পারলাম। সত্যিই অসম্ভব মজাদার এই নাস্তাটি খেতে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TbnsWsZLEcQDrbqn1PU4Y78vft9F3RXW2HhT3s6DDFCdvz2XirjBLJgNTVrDuJZvS4z3PmuDs2LWYLdcChTFDrAxKY.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৫

  • বাঁধাকপি, গাজর ও ডিম দিয়ে সুস্বাদু বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তাটা টমেটো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। বিকেলের নাস্তা হিসেবে সত্যিই পারফেক্ট একটা রেসিপি।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9ZqwumwaSKsv6unnwoCUTuBukctLy3NCKUEQq7JkdqjB2Nb7Jt8fSLsj6iiEigcNqacf92UDu2hr2qYwHJKwDdZdBNW.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৬

  • খুব সহজে পাওয়া রুটি ও ডিম দিয়ে সুস্বাদু বিকেলের নাস্তার রেসিপি। এই রেসিপিটি খেতে আমার খুবই ভালো লাগে। আমি প্রায় সময় বিকেল বেলায় রেসিপি তৈরি করি। আমার বাচ্চারা ও খেতে খুব পছন্দ করে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TgYiiR1vBXN66H8on1SunBru9u1tqCRv4DbUtUbZHLYb4ofqp42DC2mwgnzErC3uDmEQw44gTsvmLSyC9UxSpWw7Pt.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৭

  • পেয়াজু তো আমরা সবাই খাই এবং সবার খুবই পছন্দের একটি রেসিপি। বিকেলবেলা সস দিয়ে পিয়াজু খেতে খুবই ভালো লাগে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VbQA5FhD3bmSr99W8mfd1jJBCh7L7muXM1aMGXuvcLjRDUTgJ4XDZY9CGfYxBxWN1og5HjGZiPEjw895jCzxz
RPDuY.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৮

  • আলুর চপের সুস্বাদু রেসিপি। আলুর চপের রেসিপিটি আমরা বেশির ভাগই রোজার মাসে ইফতারির সাথে খায়। খেতে খুবই সুস্বাদু এবং মজাদার এবং বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায়।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9aGerBeEUQKNqk1rbUjsNeniC2g8YLQDyVd1jQyMNdoaUn1wjFxgxZzDCnxJsGcCEcuhuwRMAj2cBQ3t62fZUF3kvRk.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৯

  • লাচ্ছা সেমাইয়ের সুস্বাদু ফিঙ্গার রোল রেসিপি। এই রেসিপিটি আমি মূলত করেছি আমার বাংলা ব্লগের আরো একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এভাবে সেমাই দিয়ে ফিঙ্গার রোল রেসিপি এই প্রথম করেছি তবে খেতে যে এতটা মজাদার হবে বুঝতে পারিনি। সত্যিই অসম্ভব মজাদার ছিল সেমাইয়ের ফিঙ্গার রেসিপি।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqYqR3AKubFA8A3mCV2dKYbPDfbqo9Zqu5d82jXQ1c3xpeQTnnAfNVQBDiiR4N6ATZ8YCmrH2E7Rg8b36bALb1hx.jpeg


পোস্ট লিংক

আশা করি আমার করা বিগত নাস্তার রেসিপির রিভিউ পোস্টটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে-@sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সব গুলো রেসিপি দারুন ছিলো আপু। তবে বেশি ভালো লেগেছে আমার কাছে আপনার করা প্রথম দুইটা রেসিপি আর শেষের সেমাই এর রোল এর রেসিপিটি। ধন্যবাদ এতো সুন্দর কিছু রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার নয়টি রেসিপি পোস্টটি চমৎকার ছিল আপু ।কোনটি রেখে কোনটি ভালো বলবো বুঝতে পারতেছি না । তবে আমার কাছে ফিঙ্গার রুল রেসিপিটি খুবই ভালো লেগেছে । বাসায় এরকম ভাবে বানিয়ে খেতে খুবই মজা হয় । সবগুলো রেসিপি একসাথে দেখতে পেয়ে ভালোই লাগলো । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য ।

আপনার মন্তব্যটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

চমৎকার চমৎকার রেসিপি শেয়ার করেছেন। সব গুলো এক সাথে দেখে ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার সবগুলো রেসিপি খুব ভাল ছিল। কোনটি রেখে কোনটি কথা বলবো বুঝে উঠতে পারছিনা। আপনি সব সময় আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন। বিশেষ করে আমার কাছে বাঁধাকপি ও গাজর দিয়ে তৈরিঝাল পিঠাগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে আপনার সুস্বাদু রেসিপি গুলো আবার দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে সুস্বাদুরেসিপি গুলো আবার আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার তৈরি করা এই রেসিপির সবগুলো প্রায় আমার দেখা হয়েছে। আপনি সব সময় সুন্দর সুন্দর রেসিপিগুলো আমাদের মাঝে শেয়ার করেন। আর আপু এতো লোভনীয় ও মজাদার খাবার গুলো দেখে লোভ সামলাতে পারছিনাহ।

দুর্দান্ত হয়েছে সব গুলো রেসিপি। শুভকামনা রইল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

মজার মজার সব ছবি দেখলে খাওয়ার প্রতি লোভ বেড়ে যায়। আপনি অনেক লোভনীয় সব রেসিপি রিভিউ আকারে আমাদের মাঝে তুলে ধরেছেন। সবগুলো রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হয়েছে।

তাহলে ভাইয়া রেসিপি দেখে তৈরি করে খেয়ে ফেলুন। আপনার এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার এসিবি পোস্টগুলো আবারও একসাথে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনার প্রত্যেকটা রেসিপি পোষ্ট অসাধারণ ছিল। বিশেষ করে কেক তৈরী রেসিপি আমার খুবই ভালো লেগেছে। একসাথে আমাদের সাথে আবারো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

বরাবরই আপনার রেসিপি পোষ্ট গুলা দেখে লোভে পড়ে যাই পূর্ববর্তী পোস্ট গুলা আজকে নতুন করে আমাদের মাঝে রিভিউ আকারে তুলে ধরেছেন পোস্টটি দেখে নতুন করে আবারো লোভে পড়ে গেলাম প্রত্যেকটা রেসিপি প্রায় আমার দেখার সুযোগ হয়েছে খুবই লোভনীয় মজাদার ছিল

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

  ·  2 years ago (edited)

ওরে বাবা দেখে মনে হচ্ছে কোন রেস্টুরেন্টে সাজিয়ে রেখেছে। আসলে এতগুলো খাবার একসাথে দেখলে তো খেতে ইচ্ছে করবে। আমার কাছে আবার এই ধরনের নাস্তা গুলো খেতে ভীষণ ভালো লাগে। শুধু খেতে না তৈরি করতেও ভালো লাগে। প্রত্যেকটা রেসিপি অসাধারণ ছিল কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো বুঝতে পারছি। আমার কাছে কোন তারচেয়ে কোনোটা কম নয়। একসাথে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।

আপু আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার নিজের হাতে তৈরি করা বিগত ৯ টি নাস্তার রেসিপি পোষ্ট দেখে বেশ ভালই লাগছে। সবগুলো পোষ্ট দেখা হয়নি, তবে আজকের রিভিউ পোস্ট এর মাধ্যমে এক পলক দেখে নিলাম। অসাধারন এবং ইউনিক রেসিপিগুলো আমাদেরকে উপহার দিয়েছেন। সবগুলো রেসিপি পোস্ট দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

কোনটা রেখে কোনটার কথা বলবো! সবগুলো রেসিপি ছিলো কোয়ালিটি সম্পন্ন। আপনার রেসিপি গুলো আমার অনেক ভালো লাগে। তবে বেশি ভালো লেগেছে প্রতিযোগিতার লাচ্ছা সেমাই রেসিপিটি। শুভকামনা রইলো।

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল আশা করছি এভাবে সব সময় পাশে থাকবেন।

খুব ভালো হয়েছে আপু আপনি বেছে বেছে বিকালের নাস্তার রেসিপি গুলো রিভিউ পোস্ট করলেন । এর ফলে একসঙ্গে সবগুলো পোস্ট দেখার সুযোগ হল। বিকালের নাস্তার চিন্তায় আসলেই ভাল লাগে। কি বানাবো কি বানাবো অবস্থা। আপনার এই পোস্টটি দেখে খুব উপকার হলো। সবগুলো নাস্তাই মনে হচ্ছে খুব মজাদার হয়েছিল।

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার এই রিভিউ দেখেই বোঝা যায় আপনি অনেক মজাদার মজাদার রেসিপি আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে থাকেন আপনার রেসিপিগুলো দেখলেই জিভে জল এসে যায়। পরবর্তীতে এ রকম মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন আশা করি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার সব নাস্তার রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো ☺️
বিকেলে নাস্তা খাওয়ার আগে একবার দেখে নিয়ে যেকোন একটি তৈরি করা যাবে🤗
দারুন আইডিয়া ছিল আপু।
দোয়া রইল 🥀

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

৯টি মজাদার নাস্তার রেসিপির রিভিউ দেখে খুবই ভালো লাগলো। আপনার পোস্টগুলোর মধ্যে 6 নাম্বার পোস্টটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার নাস্তার রেসিপি গুলো চমৎকার ছিল। বাড়িতে মেহমান আসলে এ ধরনের নাস্তা পরিবেশন করলে মনে ভারি খুশি হবেন। পাউরুটি ও ডিম দিয়ে ভাজা রেসিপি টি আমার খুব প্রিয় তা স্বল্প পরিশ্রমে আমি বানিয়ে খাই। আপনার শেয়ারইট এর সবগুলো পোস্ট আমার খুব ভালো লেগেছে। একসাথে পেয়ে সত্যিই খুব ভাল লাগল। ভবিষ্যতে অনেক কাজে দিবে। এত কষ্ট করে সবগুলো পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

আপনার মন্তব্যটি পরে আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমি মনে করি আপনার এই রিভিউ পোস্ট নতুন ইউজারদের জন্য সবচেয়ে বেশি উপকার আসবে। তারা বেশি অনুপ্রাণিত হবে এজন্য যে একজন ইউজার অনেকগুলো রেসিপি প্রস্তুত করেছিল দিনকে দিন এবং সেগুলো একদিনে রিভিউ করে দেখিয়েছে। এর ভেতরে তাদের থাকবে অনেক শিক্ষনীয় মনোভাব।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার উপস্থাপন করা নয়টি রেসিপি খুবই চমৎকার প্রত্যেকের রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে তবে 5 নম্বর রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে রেসিপি গুলোর বর্ণনা দিয়েছেন ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপু আপনার রেসিপি পোষ্ট গুলো আমি আগেও দেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছিল আপনার পোস্টগুলো। আপনার পোস্টগুলোর একত্রিত রিভিউ পোষ্ট দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। কোনটা রেখে কোনটা বেশি অনেক বেশি মজাদার বলব, এটা বলা খুবই কঠিন। কারন আমার মতে আপনার প্রতিটি রেসিপি দুর্দান্ত। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার ভাবে আপনার শেয়ার করা বিগত ৯টি মজাদার নাস্তার রেসিপির রিভিউ শেয়ার করলেন আপু।

নাস্তার রেসিপি গুলোর ভিতরে সবচেয়ে কোন রেসিপি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আপনার শেয়ার করা নাস্তার রেসিপি গুলোর মধ্য থেকে আমার কাছে লাচ্চা সেমাইয়ের সুস্বাদু ফিঙ্গার রোল তৈরি করার পদ্ধতি এবং ফুল পিঠা তৈরি করার পদ্ধতিটি খুবই ভালো লেগেছে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার রেসিপি পোস্ট গুলো অসম্ভব সুন্দর হয় আপু। সত্যি বলছি আপনি একদম প্রফেশনালদের মত তৈরি করেন। আসলে মেয়েদের এটি সুবিধা। তারা রান্নাবান্না খুব ভালো পারে। হিহিহি