DIY - এসো নিজে করি : রঙিন কাগজের একটি সাপ তৈরি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি সাপ তৈরি করেছি। আশা করি আজকের কাগজের তৈরি সাপ আপনাদের কাছে ভালো লাগবে। এই সাপ কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।


20220126_074210.jpg

প্রয়োজনীয় উপকরন :

  • রঙ্গিন কাগজ
  • কালো জেল পেন
  • পেন্সিল
  • আঠা
  • কাঁচি

20220126_083616.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • প্রথমে আমি একটি হলুদ কাগজ নিয়ে কাগজটির মাঝখান বরাবর একটি ভাজ দিয়ে দিলাম। এভাবে কাগজটিকে আরো দুইবার ভাজ দিয়ে নিলাম।
20220125_195821.jpg20220125_195902.jpg
20220125_195923.jpg20220125_200005.jpg

ধাপ - ২

  • এরপর আমি কাগজটির ভাজ খুলে ভাজের দাগ অনুযায়ী কাগজটি কেটে নিলাম। এভাবে আমি গোলাপি কাগজটি ও কেটে নিলাম।
20220125_200040.jpg20220125_200620.jpg

ধাপ - ৩

  • তারপর আমি কেটে রাখা হলুদ কাগজ নিয়ে এর একপাশের অংশ আঠা লাগিয়ে একটি গোলাপি কাগজ উপরে লাগিয়ে দিলাম।
20220125_200714.jpg20220125_200742.jpg

ধাপ - ৪

  • তারপর একটি কাগজের উপর আরেকটি কাগজ উল্টিয়ে ভাজ করে দিলাম। এইভাবে অনেকক্ষন ভাজ করলাম।
20220125_200811.jpg20220125_200815.jpg
20220125_201734.jpg20220125_201740.jpg

ধাপ - ৫

  • এইভাবে ভাজ দিতে দিতে যখন দুটো কাগজ শেষ পর্যায়ে চলে আসবে তখন আঠা লাগিয়ে আরো দুটো কাগজ জোড়া লাগিয়ে দিলাম।
20220125_202126.jpg20220125_202145.jpg
20220125_202218.jpg

ধাপ - ৬

  • তারপর আবার ভাজ করলাম। এভাবে সবগুলো কাগজ জোড়া লাগিয়ে ভাজ করে নিলাম। এরপর যখন ভাজ দিতে দিতে কাগজটি শেষ হয়ে যাবে তখন কাগজটির সমান করে কেটে আঠা দিয়ে একটি কাগজ জোড়া লাগিয়ে দিলাম। আরেকটি কাগজ একটু বাড়তি রাখলাম।
20220125_203156.jpg20220125_203204.jpg
20220125_203238.jpg20220125_203259.jpg

ধাপ - ৭

  • তারপর সাপের মুখ বানানোর জন্য একটি গোলাপি কালারের কাগজ গোল করে কেটে নিলাম। এরপর চোখ বানানোর জন্য ছোট ছোট দুটি গোল সাদা কাগজ কেটে নিলাম। এরপর সাপের জিব্বা বানানোর জন্য একটি লাল কাগজের মাঝখানে চিকন করে কেটে নিলাম।
20220125_204117.jpg20220125_204213.jpg
20220125_211954.jpg20220125_212736.jpg

ধাপ - ৮

  • এরপর সাপের মুখ বানানোর জন্য যে গোল কাগজ কেটে নিয়েছি সেই কাগজের নিচের অংশে কালো জেল পেন দিয়ে দুটো ফুটা দিয়ে কি দিলাম। এরপর সাপের জিব্বার জন্য যে কাগজটি কেটে নিলাম সে কাগজটি আঠা দিয়ে গোল কাগজের সাথে লাগিয়ে দিলাম। এরপর সাপের চোখ বানানোর জন্য যে দুটো সাদা গোল কাগজ কেটে নিয়েছি সেই কাগজ গুলোর উপরে কালো জেল পেন দিয়ে চোখের মতো এঁকে নিলাম। তারপর আঠা দিয়ে সাপের মুখের মধ্যে চোখ দুটো লাগিয়ে দিলাম এরপর তৈরি হয়ে গেল সাপের একটি মুখ।
20220125_212715.jpg20220125_213019.jpg
20220125_213227.jpg

ধাপ - ৯

  • এরপর সাপের মুখটি সাপের যে শরীরটা তৈরি করেছে তার সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
20220125_213307.jpg20220125_213423.jpg

ধাপ - ১০

  • এরপর সাপের লেজ বানানোর জন্য একটি গোলাপি কাগজ কেটে নিয়ে সাপের শরীরের পিছনের অংশে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
20220125_213611.jpg20220125_213701.jpg

শেষ ধাপ

  • এভাবেই আমি সাপটি তৈরি সম্পূর্ণ করলাম। আর কিছু ছবি তুলে নিলাম।

20220126_071015.jpg

20220126_071135.jpg

20220126_070929.jpg

আশা করি আমার রঙ্গিন কাগজের সাপ তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি রঙিন কাগজের একটি সাপ তৈরি করেছেন দারুন হয়েছে দেখে তো ভয় পেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দারুন হয়েছে আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সাপ দেখে আমি ভয় পেয়ে গেলাম। হাহাহা, আসলেই অনেক সুন্দর হয়েছে, একদম সত্যিকারের সাপের মতই লাগছে। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আশা করি এভাবে সব সময় পাশে থাকবেন।

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি সাপ তৈরি করলেন আপু। সব দেখে একটু ভয় পেয়েছিলাম। খুব সুন্দর ভাবে সাপটি একটু একটু করে তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি এরকম অরিগামি দেখতে খুবই ভালো লাগে। ছোটরা এগুলা দিয়ে খেলতে খুবই পছন্দ করবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপু আপনি অনেক ভয়ানক একটা সাপ তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে সাপ তৈরি। এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আপু। প্রতিটা ধাপ নিখুঁতভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ওরে বাবা ভয় পেয়েছিলুম তো হিহিহি। অনেক সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা রঙিন কাগজের এর সাপটি। অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ।

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

কাগজ দিয়ে অসাধারণ একটি সাপ তৈরি করলেন। সাপটাকে দেখতে তো একেবারেই সত্যি কারের সাপের মতো মনে হচ্ছে। আসলেই অনেক সময় দিয়ে আপনি এই সাপটাকে অনেক নিখুঁত ভাবে তৈরি করলেন। না তৈরি করা এই সাপটা আমার খুবই ভালো লাগলো দেখে। আমার ছোট ভাগ্নেকে দিলে মনে হয় অনেক মজা পাবে ও। ভাবতেছি আমিও একটা তৈরি করব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই আপু একটি তৈরি করে আপনার ভাগ্নেকে দিবেন সত্যিই খুব খুশি হবে।

রঙিন কাগজ দিয়ে সাপ তৈরীর চেষ্টা যথেষ্ট ভাল ছিল আপু। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সাপ তৈরি করলেন। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে সাপের মাথার অংশ খুব সুন্দরভাবে তৈরি করেছেন যেটা থেকে বেশি ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি এভাবে সব সময় পাশে থাকবেন।

বাহ আপু রঙিন পেপার দিয়ে অনেক সু্ন্দর একটি সাপ তৈরি করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে আপনি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

এত সুন্দর করে একটি মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এটা কি সাপ। এনাকন্ডা নাতো? হা হা আইডিয়া দেখে ভাল লাগলো। কালারফুল কাগজের সাপ। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি সার তৈরি করেছেন। দেখিতো রীতিমত ভয় পেয়ে গেছি। এবং অনেক সুন্দর করে বিস্তারিত লিখেছেন। এত সুন্দর একটি রঙিন কাগজের সাপ তৈরি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

সাপটি আসলেই সুন্দর হয়েছে 😍।
বেশ দক্ষতার সাথে তৈরি করেছেন বোঝাই যাচ্ছে। তবে সাপ আমার ভয় লাগে ☺️
যাক সবমিলিয়ে অসাধারণ পোস্ট।
শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রথমে দেখে আমি ভেবেছিলাম সত্যিই কোন সাপ। 🤣🤣
আসলেই অসাধারণ হয়েছে আপনার ডাই প্রজেক্ট টি। সাপটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর আপনি খুব সুন্দর ভাবে এটি ধাপে ধাপে বর্ননা দিয়েছেন যা দেখে সাপটি তৈরি করা সম্ভব।

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি সব সময় পাশে থাকবেন।

আমার তিন বছরের একটি ছেলে আছে। সাপটা ওর খুবই পছন্দ হয়েছে। বাচ্চাদের খেলনা হিসেবে দারুন সুন্দর হয়েছে সাপটি। কৌশল গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

যদি পাঠিয়ে দিতে পারতাম তাহলে আপনার বাচ্চার জন্য পাঠিয়ে দিতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

খুবই সুন্দর একটি সাপ তৈরি করলেন রঙ্গিন কাগজ দিয়ে। ছোট বাচ্চারা যদিও খেলতে ভয় পাবে, খেলতে খেলতে অনেকটা সাহস হয়ে যাবে, কিন্তু তারা অনেক মজা করে খেলবে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম একটি রঙ্গিন কাগজ দিয়ে সাপ তৈরি করে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনি অনেক সুন্দর ভাবে সাপটি বানিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। নতুন একটি বিষয় শিখলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনাকে।

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি সাপ তৈরি করেছেন আপু। রঙিন কাগজ ব্যবহার করেও যে এরকম ভাবে সাপ তৈরি করা যায় সেটা আমি আপনার পোস্ট না দেখলে বুঝতেই পারতাম না। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের সাপ টি দেখতে একদম সত্যি কারের সাপের মতন দেখাচ্ছে। ধন্যবাদ এরকম একটি রঙিন কাগজের সাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সাপের নাম শুনলেই সব সময় ভয়ে জড়োসড়ো হয়ে যাই আমি। কিন্তু এই প্রথম সাপ দেখে ইচ্ছে করছে যে মাথায় হাত বুলিয়ে দেই। হিহিহিহি 🥰। খুব সুন্দর ছিল দিদি।

যাক তাও তো আপনার ভয়টা ভাঙ্গাতে পেরেছি হিহিহিহি😍। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে একটি সাপ তৈরি করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপু লাল বর্ণের রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি সাপ তৈরি করেছেন।সাপের প্রথমে মাথার অংশতে সুন্দর ডিজাইন করেছেন।সাপটি বানানোর পদ্ধতিও ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মূল্যবান মন্তব্যটি করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ওয়াও খুব সুন্দর হয়েছে আপনার সাপটি 🐍। তবে আমি সাপ কে আবার খুব ভয় পাই । খুব সুন্দর করে আপু রঙিন কাগজ দিয়ে সাপটি বানিয়েছেন আপনার প্রশংসা করতেই হয় । ধন্যবাদ আপু

এই সাপ দেখে ভয় পাওয়ার কোন কারণ নেই। কারণ এটি একটি কাগজের তৈরি সাপ। মন্তব্য করা অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্লে জন্য শুভকামনা রইল।

আমি ছবিতে দেখতে পাচ্ছি রঙিন কাগজ দিয়ে একটি অসাধারণ সাপ তৈরি করেছেন আপনি। সাপ দেখলে আসলে আমার অনেক ভয় করে। কিন্তু এটাতো কাগজের সাপ তাই কোন ভয় পাইনি। কাগজ দিয়ে সাপের সব ছবিগুলো ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।