লাইফ স্টাইল :- ঈদের কেনাকাটার মুহূর্ত।

in hive-129948 •  9 months ago 

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আসলে আমি আজকে আপনাদের মাঝে আমার ঈদের কেনাকাটা করার কিছু মুহূর্ত শেয়ার করব।

ঈদ মানে আনন্দ..!
ঈদ মানেই মার্কেটিং..🛍️
ঈদ মানে শপিং..😃হি হি হি

20240403_111308.jpg

যেহেতু ঈদের মার্কেটিং করব তাই অনেক সময় লাগবে, তাই ইফতারের পরপর আমরা তাড়াতাড়ি শপিং করতে বের হয়ে গেলাম। তারপর আমি প্রথমে একটা খুব সুন্দর শপিং মলে গেলাম। শপিং মলটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। ডেকোরেশন গুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। ডেকোরেশন গুলো দেখতে সত্যিই অসাধারণ ছিল।

20240403_110950.jpg

20240403_105944.jpg

তো প্রথমে আমি আমার মেয়ের জন্য ড্রেস কিনতে একটা দোকানে গেলাম। এখানে বড় থেকে ছোটদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস সাজানো ছিল। তবে দুর্ভাগ্যবশত সেখানে আমার মেয়ের সাইজের কোন ড্রেস ছিল না। তাই আমরা হাঁটতে হাঁটতে অন্য শপিংমলে চলে গেলাম।

20240403_110251.jpg

তারপর আমরা অন্য একটা দোকানে গেলাম। সেখানে আমার মেয়ের জন্য অনেকগুলো ড্রেস পছন্দ করলাম। আর তার মধ্যে থেকে আমার মেয়ে একটা পার্পল কালারের খুব সুন্দর ড্রেস নিয়ে নিল। ড্রেসটা সত্যি বলতে দেখতে খুবই সুন্দর। আর আমার কাছেও খুব ভালো লেগেছে। তারপর আমি সেখান থেকে আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে নিলাম। আর আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিলাম।

20240331_201353.jpg

20240331_204827.jpg

তারপর আমি আমার ননদের ছেলে মেয়ের জন্য কিছু ড্রেস কেনাকাটা করলাম। এরপর আমরা চলে গেলাম কসমেটিক্স এর দিকে। তো একটা কসমেটিক্সের দোকানে ঢুকে গেলাম। এখানে খুব সুন্দর সুন্দর কিছু কসমেটিকস ছিল। সেখান থেকে আমার মেয়ে তার জন্য একটা রিং, ব্রেসলেট, মেহেদী আর আরো কিছু জিনিস নিয়ে নিল।

20240331_200405.jpg

20240331_200507.jpg

তারপর আমরা শপিং শেষ করে বাসায় আসার সময় আমার ছেলে বায়না ধরলো সে হাওয়াই মিঠাই খাবে। তাই আমি ওদের দুই ভাই বোনের জন্য দুটো হাওয়াই মিঠাই নিয়ে নিলাম। হাওয়াই মিঠাই পেয়ে তো আমার ছেলে খুশিতে আত্মহারা! তারপর ওরা দুজন হাওয়াই মিঠাই এগুলো খেতে খেতে বাসায় আসলো।

20240406_222610.jpg

20240406_222514.jpg

20240406_222447.jpg

তারপর আমরা বাসায় এসে আমাদের ঈদের ড্রেস গুলো দেখছিলাম। তখনই আমার মনে পড়লো ড্রেসগুলোর একটা ছবি তোলাই যায়। তাই ড্রেসগুলোর কিছু ছবি তুলে নিলাম।

20240403_124928.jpg

20240403_124853.jpg

20240403_124943.jpg

এরপর আমি আমার শাশুড়ির জন্য কেনা কাপড় ও আমার ননদের ছেলে মেয়ের জন্য কেনা জমা কাপড় গুলোর কিছু ছবি তুলে নিলাম। এভাবে আমি আমার ঈদের শপিং সেরে ফেললাম। তবে কিছুদিন পর কিন্তু আপনাদের সাথে ঈদের আনন্দের মুহূর্ত শেয়ার করবো।

এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল মানুষ মাত্রই হয় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।

ফটোগ্রাফার : @sshifa

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

গুগল ম্যাপ লোকেশন : XCR5+8V Gazipur

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুজন সন্তান আছে, বাংলাকে ভালবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু, ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে প্রতিটি শপিং মল এখন খুব সুন্দর করে ডেকোরেশন করে, যাতে করে সকলেই মনের আনন্দে ঈদের কেনাকাটা করে। আমাদের এদিকেও শপিংমল গুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে, যা দেখে আমার কাছেও ভীষণ ভালো লাগে। যাইহোক আপু, ঈদ উপলক্ষে আপনি ও আপনার পরিবারের জন্য বেশ ভালই কেনাকাটা করেছেন, তা ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি। বেশ স্বাচ্ছন্দভাবে ঈদের কেনাকাটা শেষ করেছেন দেখে খুব ভালো লাগলো। ঈদ কেনাকাটা নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য নতুন কাপড় কেনা হয় আর আপনি তো পরিবারের সব সদস্যদের জন্যই কেনাকাটা করেছেন। ঈদের কেনাকাটার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ঈদের কেনাকাটার কিছু মুহূর্ত। আসলে ছোট্ট বাচ্চাদের ঈদে নতুন পোশাক কিনে দিলে খুশিতে বেশ আত্মহারা হয়। বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস ক্রয় করেছেন দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার ছেলে এবং মেয়ে হাওয়াই মিঠা খাওয়ার জন্য আবদার করেছিল আপনি হাওয়াই মিঠা নিয়ে এসে দেওয়ার পরে ছেলে খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি নিজের জন্য কেনাকাটার পাশাপাশি অনেকের জন্যই দেখছি কেনাকাটা করেছেন। বর্তমান সময়ে যদিও সকল কিছুর অনেক বেশি দাম তারপরেও সবার জন্য কেনাকাটা করার চেষ্টা করেছেন জেনে খুশি হলাম। বর্তমান সময়ে প্রায় সকলেই কেনাকাটা করছেন আপনি মার্কেটে গিয়ে কেনাকাটা করার মুহূর্তটা আমাদের মাঝে চমৎকারভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ঈদ আসতে আসতে মানুষের মধ্যে আলাদা একটা আনন্দ আসে। আর রমজান ঈদে সবাই কিনা কাটা নিয়ে ব্যস্ত থাকে। যদিও আপনারা ইফতারের পরে মার্কেটে গেলেন কেনাকাটা করতে। এবং আপনার মেয়ের জন্য ড্রেস এবং ছেলের জন্য পাঞ্জাবি কিনেছেন। এবং অন্যান্য জিনিসও কিনেছেন পছন্দ করে। আর ঈদের সময় মানুষের বিডের কারণে অনেক সময় পছন্দ করতে একটু কষ্ট হয়। যা হোক পছন্দ করে কিনা কাটা করেছেন এটাই বড় কথা। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনারা একেবারে ভালো করেছেন ইফতারের পর পর শপিং করার জন্য বের হয়ে। তখন যদি শপিং করতে যাওয়া হয় তাহলে ভালোই লাগে। পছন্দ মত দেখছি ভালোই কেনাকাটা করেছিলেন। ঈদের শপিং করার আনন্দটা সব থেকে আলাদা রকমের হয়ে থাকে। সবার জন্য কেনাকাটা করেছেন, মনে হচ্ছে সবার খুবই পছন্দ হয়েছিল ঈদের শপিং। ঈদের জন্য সবাই এখন কেনাকাটা করছে অনেক বেশি। শপিংমল গুলোতে তো অনেক বেশি ভিড়। তবুও কেনাকাটা তো করতেই হবে। আমাদের কেনাকাটা ও শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে। আপনাদের সবার কেনাকাটা দেখে অনেক ভালো লাগলো।

শপিং মলের ডেকোরেশনটা আসলেই বেশ সুন্দর লাগলো আপু। আপনি কেনাকাটা করতে গিয়ে যে আপনার বাচ্চাদের জন্য, আপনার জন্য এবং আপনার ননদের ছেলে মেয়েদের জন্য ড্রেস কেনাকাটা করলেন, জেনে ভালো লাগলো। আপনার কেনা সমস্ত কাপড়-চোপড় কিংবা শাড়ি আসলেই বেশ সুন্দর হয়েছে দেখতে । ভালো লাগলো আপনার শপিং করার অভিজ্ঞতা জেনে।