আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি ভাবলাম যে, আমি যে বিষয়টা জানি। সে বিষয় সম্পর্কে আপনাদের সতর্ক করা আমার একটা নৈতিক দায়িত্ব। কারণ আমরা দিন দিন যত দিন যাচ্ছে, ততোই আমাদের নৈতিকতা ভুলতে বসেছে। কিন্তু মাঝেমধ্যে একটা গিলটিফিল থেকেই যায়। অর্থাৎ আমি কোনো অন্যায় সম্পর্কে জানলে সেটা অবশ্যই সকলকে জানানো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পরে। এতে করে আমি যেমন সাবধান থাকতে পারবো। ঠিক তেমনটাই, আমার আশেপাশের মানুষরাও সাবধান থাকতে পারবে।
বর্তমানে বাংলাদেশের নতুন এক ধরনের স্ক্যাম অনেক বেশি শুরু হয়েছে এবং এই সম্পর্কে অনেক এলার্ট পোস্ট ও দেওয়া হচ্ছে। তাও ভাবলাম যে, আমিও সকলের কাছে ব্যাপারটা তুলে ধরি। যদি ব্যাপারটা কেউ না জেনে থাকে । বর্তমানে এক ধরনের স্ক্যাম বের হয়েছে। সেটা হলো,
ধরুন আপনি কোনো রিক্সায় উঠলেন এবং হঠাৎ করেই সে রিকশাওয়ালা আপনাকে একটি কাগজ মোড়ানো স্বর্ণের টুকরো দিবে এবং আপনাকে এটাই বলবে যে। তার অনেক টাকার প্রয়োজন এবং সে জানে না, এসব কোথায় বিক্রি করতে হয় কিংবা এসবের মূল্য কেমন। আপনি যদি তাকে অল্প কিছু টাকা দেন। তাহলে সেটা সে আপনার কাছে বিক্রি করে দিবে। আর জিনিসটাকে প্রথম দেখাতে আপনার সত্যিকার স্বর্ণ বলেই মনে হবে। এবং যে কাগজটি মোড়ানো থাকবে। সেটা হচ্ছে সেই তথাকথিত স্বর্ণের স্লিপ, যেটা একেবারেই ভুয়া।
এখানে মানুষেরা মূল ধারাটা খায়। অর্থাৎ মানুষজন লোভে পরে সেই স্বর্ণগুলোর জন্য দুই থেকে তিন হাজার টাকা কিংবা আরো বেশি টাকা দিয়ে। এবং তারা পরবর্তীতে যখন স্বর্ণের দোকানে যায়। তখন দেখে যেটা একেবারে ফেইক একটি জিনিস যেটার দাম ১০০ থেকে ২০০ টাকার বেশি হবে না। তাই অন্তত আর যাই হোক রাস্তাঘাটে গিয়ে লোভ দেখাতে গেলে কিন্তু এসব ধরনের ক্ষতির সম্মুখীন হতেই হবে। তাই রাস্তাঘাটে চলার পথে কেউ যদি এই ধরনের কোনো স্বর্ণের বার কিংবা কিছু দিতে চায়। আপনার প্রথম দায়িত্ব হলো সেসব এড়িয়ে চলা এবং তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া। কারণ এসব স্ক্যামারদের জন্যে অনেক মানুষ ই সর্বস্ব হারিয়ে ফেলে।
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এমন সচেতনতামূলক একটি পোস্ট শেয়ার করার জন্য। এমন ঘটনা আসলে প্রায়ই ঘটছে। তাছাড়া কিছু কিছু রিকশাওয়ালা পকেট থেকে ইমিটেশনের কানের দুল বা অন্য কিছু রাস্তায় ফেলে দিয়ে বলে যে,রাস্তা থেকে স্বর্ণ পেয়েছি। তারপর রিকশার যাত্রীকে বলে কেনার জন্য। এমনটা কয়েকবছর আগে আমার মায়ের সাথে ঘটেছিল। যদিও মা কিনেনি,তবে বাসায় এসে আমাকে বলেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit