আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে সোশ্যাল মিডিয়াতে একটা লেখা পড়তে পড়তে অর্থাৎ একটা লেখা পড়ছিলাম। তখন হঠাৎ করেই আমার মাথায় আসলো এই পোস্টটি লেখার কথা। অর্থাৎ আমার নিজের চিন্তা ভাবনা গুলো ওই লেখার সাথে অনেকটাই মিলে যাচ্ছিলো। তাই ভাবলাম যে ওই বিষয়টি সম্পর্কে আমার নিজের মতামত আপনাদের সকলের সাথে তুলে ধরা যাক,
আমার টাইটেলে যে ব্যাপারটি লিখছেন। সেটা হচ্ছে, মূল ব্যাপার। অর্থাৎ গৃহপালিত পশু পাখির উপকারিতা আমাদের জীবনে অনেক। আর এখানে গৃহপালিত বলতে আমি কুকুর, বিড়াল হাঁস, মুরগি কিংবা আমরা সচরাচর যে গৃহপালিত পশুগুলো রাখি। এসবের কথাই আমি বুঝিয়েছি। একটা প্রতিবেদনে আমি দেখলাম যে, যারা বেড়াল পালে ওদের মন অনেক ভালো থাকে বেশিরভাগ সময় এবং আরো এমন কিছু ব্যাপার দেখেছি। যেটার কারণে গৃহপালিত পশুর মানুষের অনেক প্রয়োজন বলেই আমার মনে হয়েছে।
কারণ এই ব্যাপারগুলো একেবারে সাইন্টিফিকালি প্রুভেন। কারণ যাদের ঘরে বিড়াল, কুকুর পাখি এই ধরনের পশু-পাখি গুলো থাকে। তারা সব সময় আসলে এদেরকে নিয়েই ব্যস্ত থাকে। যার কারণে তাদের জীবনে ডিপ্রেশন নামক ব্যাপারটি খুব কম আছে এবং এটাই জরিপে পাওয়া গিয়েছে। ব্যাপারটি পড়ে আমি নিজেও কিছুটা অবাক হয়েছি। তবে পরবর্তীতে যখন ভাবলাম। তখন ব্যাপারটা মনে হলো একেবারে সঠিক কথা লিখেছেন। কারণ সত্যিই আমাদের চারপাশে যখন কোনো অবলা প্রাণী থাকে। তখন আমরা তাদের সাথেই সময় কাটাতে বেশি পছন্দ করি আর আমরা যখন আমাদের কোনো পছন্দের কাজ করি, পছন্দের কোনো কিছু পাই। তখন কিন্তু আমাদের মন আপনা আপনি ভালো হয়ে যায়। আর এভাবে করেই আসলে একটা মানুষের জীবনে ডিপ্রেশন আর আসতে পারে না। সত্যিই খুব সুইট মনে হয়েছে আমার কাছে ব্যাপারটি।
আমার নিজের বাসাতেও আমি বেশ কয়েকদিন একটি বিড়াল পেলেছিলাম। কিন্তু ঘরে আসলে রাখার জায়গার অভাবে পরে তাকে দিয়ে দিতে হয়েছিলো এবং এ ব্যাপারে আমার অনেক দিন মন খারাপ ছিলো।তবে প্রতিবেদনে যে লেখাটি লিখেছে অর্থাৎ আমার টাইটেলের লেখাটি শতভাগ সত্য।
猫是世界最可爱的小可爱
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit