আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকের এই টাইটেলটি দেখে হয়তো অনেকেই অবাক হবেন। কারণ আমাদের সম্পর্কে যেটা অনেক বেশি প্রয়োজনীয়। সেটা হচ্ছে, মিষ্টতা। কিন্তু আমি টাইটেলটি যেভাবে লিখলাম। সেখানে মনে হচ্ছে যে মিষ্টতাই বুঝি সম্পর্ক পতনের কোনো একটা কারণ। কিন্তু দুঃখের বিষয় হলো, এটা অনেকটা সঠিক। অর্থাৎ আমি একটু ভালোভাবে বুঝিয়ে বললে হয়তো আপনারা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন।
আমি প্রথমে যেটা বলতে চাই। সেটা হচ্ছে প্রতিটি সম্পর্কেই কিন্তু সবকিছু দরকার রয়েছে। অর্থাৎ হাসি, কান্না, রাগ, অভিমান, ভালোবাসা, ঘৃণা সব কিছুই প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি একটা মানুষকে ভালবাসেন বলেই যে, তার খারাপ দিকগুলো কেউ ভালোবাসতে হবে। তার কিন্তু কোনো মানে নেই। কারণ আপনি তাকে ভালোবাসেন বলেই, তার খারাপ দিকগুলোকে অবশ্যই আপনার তুলে ধরতে হবে। তারই ভালোর জন্য। যাতে সে তার ভুল গুলোকে শুধরে নিতে পারে।
আর যারা আসলে এই খারাপ দিকগুলো মানুষের সামনে তুলে ধরে না। তারা ই অতিরিক্ত মিষ্টি আচরণ করে। আর এই মিষ্টি আচরণটাই ধীরে ধীরে অন্যায়কে সাপোর্ট করার দিকে ধাবিত হয়। আর একটা সম্পর্কে যখন কেউ অন্যায় কে সাপোর্ট করা শুরু করে। তখন কিন্তু আসলে ও সম্পর্কটা কখনোই ভালোভাবে টিকে থাকতে পারে না। কারণ অন্যায় বা ভুল নিয়ে কোনো সম্পর্ক পরিচালিত হতে পারে না।
তাই আমি মনে করি, কেউ যখন কোনো কিছু ভুল করে কিংবা কেউ যখন কোনো অন্যায় কাজ করে। তখন তার সাথে মিষ্টি আচরণ করার কোনো মানেই হয় না। কারণ অনেক সময় শাসন ই পারে যে কোনো ব্যাপারকে শুধরে দিতে কিংবা কঠোর কিছু পদক্ষেপ আমাদের সকলের জীবনে ই প্রয়োজন রয়েছে। যেমন, আমি যদি বলি আমাদের বাবা মা এর সাথে আমাদের সম্পর্কটা তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। অর্থাৎ আমাদের বাবা-মা আমাদেরকে ভালোবাসে না। ব্যাপারটা মোটেও তেমন নয়। কিন্তু তারা আমাদেরকে ভালোবাসে বলেই তারা কিন্তু আমাদের অন্যায়কে কখনোই সাপোর্ট করে না। আর তারা অতিরিক্ত মিষ্টতাও দেখায় না। আর তারা এভাবে অতিরিক্ত মিষ্টতা দেখায় না বলেই কিন্তু, আমাদের জীবনটা এখনো এতোটা সুন্দর রয়েছে।