চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচের রিভিউ

in hive-129948 •  6 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল আইপিএলের ৩৪ নম্বর ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। টসে জিতে লখনৌ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে চেন্নাই সুপার কিংস মাত্র চার রানে তাদের প্রথম উইকেট হারায়। তারপরে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক পর্যায়ে তারা ৯০ রানে ৫ উইকেট হারিয়ে বসে। তখন মনে হচ্ছিলো চেন্নাই দেড়শ রানও হয়তো পার করতে পারবে না। কিন্তু তারপরে রবীন্দ্র যাদেজার সাথে মঈন আলী এবং মহেন্দ্র সিং ধোনির দুটো পার্টনারশিপ শেষ পর্যন্ত চেন্নাইকে ১৭৬ রান পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে। এদিন রবীন্দ্র জাদেজা ৪০ বলে ৫৭ করে নট আউট থাকেন। আর অপর প্রান্ত থেকে মইন আলী করেন ২০ বলে ৩০ রান আর শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি একটি ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ৯ বলে তিনি ২৮ রান করেন।

Screenshot_20240420_234526.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Eno gaming চ্যানেল থেকে

জবাবে ব্যাটিং করতে নেমে লখনৌয়ের দুই ওপেনার দুর্দান্ত সূচনা এনে দেন। মাত্র ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে তারা ১৩৪ রানের ওপেনিং পার্টনারশিপ উপহার দেন। মূলত সেখানেই ম্যাচটা শেষ হয়ে যায়। লখনৌয়ের দুই ওপেনার ডি কক আর কে এল রাহুল যথাক্রমে ৫৪ এবং ৮২ রান করেন আউট হয়ে গেলে নিকোলাস পুরান এবং মার্কাস স্টয়নিস বাদবাকি কাজটুকু শেষ করেন। শেষ পর্যন্ত লখনৌ ১৭.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ৫৩ বলে ৮২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে কে এল রাহুল ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস এর রানটা অনেক কম হয়ে গিয়েছিলো। যার ফলে লখনৌ ম্যাচটি খুব সহজে জিতে যায়।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!