আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আমি এমন একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে ঘটনাটি সম্প্রতি অনেক বেশি ভাইরাল হয়েছে বাংলাদেশ কিংবা ইন্ডিয়া যেখানেই বলি না কেনো। মোটামুটি দুই দেশের একটা খুব মুখরচোখ একটা ঘটনা বললেই চলে এবং ঘটনাটি আর কিছুই নয়। ঘটনাটি হলো, একজন বিসিএস ক্যাডারের ছেলে বেশ অনেক অনেক টাকা দিয়ে কোরবানি দিয়েছে। যাই হোক সেটা আমি আপনাদের সাথে অন্য একটা পোস্টে শেয়ার করবো।আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি কিংবা আজকের লেখালেখি শুরু করছি। সেটার দিকেই ফোকাস করা যাক।
আসলে আমরা এতোদিন সকলেই ভাবতাম যে, কেনো সকলেই বিসিএসের দিকে ছুটে। কারণ আমরা সকলেই জানি বিসিএস এর সর্বোচ্চ বেতন হয়তো এক লক্ষ কিংবা ১ লক্ষ ২০ হাজার এমন হয়ে থাকে। অর্থাৎ একেবারে অতিরিক্ত বেতন এমনটা নয়, যেভাবে করে আসলে মানুষ সেটার পিছনে ছুটে। কিন্তু এতোদিন পরে আসলে আসল রহস্য বুঝতে পারলাম।
কারণ বিসিএস ক্যাডারপ্রাপ্ত যে সকল মানুষদের বেতন ১ লক্ষ টাকার মতোন। তাদের মেয়ে যখন চার কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে,তাও বাইরের দেশে। তাহলে আসলে তাদের ইনকাম সোর্সটা কতোটা সমৃদ্ধশালী এবং কতোটা অগণিত, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
তার মানে হলো বিসিএস এর ওই এক লক্ষ টাকা বেতন টা শুধুমাত্র আমাদের সকলের চোখের সামনে দেওয়া একটা আয়না। আর এই আয়নার পেছনে চলতে থাকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন। অর্থাৎ টাকাগুলো যে তাদের ইনকামের নয়, টাকাগুলো আমার আপনার মতো জনসাধারণের আয়করের টাকা,যা বলার অপেক্ষা রাখে না । যে টাকা গুলা আমার, আপনার বাবা মায়েরা না খেয়ে সরকারকে দিয়ে দিচ্ছে।
আর সরকারি খাতের সেসব টাকা নিয়ে চলে যাচ্ছে এই ধরনের কিছু অসাধু বিসিএস ক্যাডার এর নিয়োগপ্রাপ্ত লোকজনদের হাতে । আর এই কারণেই আসলে বারবার ট্রল করে ব্যাপারটা বলা হচ্ছে যে, এক বিসিএস এই বাজিমাত। কথাটির অর্থ হলো, সামান্য কিছু টাকার বেতনের চাকরি নিয়ে কোটি কোটি টাকার লাইফ স্টাইল লিড করা।
বাবা এক লক্ষ টাকা বেতনের চাকরি করলেও মেয়েরা কোটি টাকার গাড়িতে চড়ে বেড়ায় এই ব্যাপারটা সত্যিই হাস্যকর লাগে। আসলে যারা বিসিএস ক্যাডার তারা বিভিন্ন সেক্টর থেকেই নিজের অবৈধ টাকা উপার্জন করে। সেই জন্যই সবাই বিসিএস এর পেছনে দৌড়ায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit