আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে আপনাদের সাথে ছোটবেলার অনেক স্মৃতি শেয়ার করতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আসলে নিজের শৈশব সম্পর্কে ভাবতে আমার মনে হয়, সকলের ই ভালো লাগে। আর নিজের শৈশব সম্পর্কে ভাবতে গেলে আসলে অনেকটা নস্টালজিক হয়ে যাই। কারণ সেই ছোটবেলা, সেই ছোটবেলার দুষ্টুমি, সেই ছোটবেলার স্মৃতিগুলো সত্যি এতোটাই মধুর ছিলো যে, এখন মনে পরলেই মনটা খারাপ হয়ে যায়। কারণ বর্তমানে ঝামেলা সেই ছোটবেলায় ছিলো না। সেই ছোটবেলায় শুধু ছিল আনন্দ এবং আনন্দ বেদনা বলতে শুধুমাত্র ওই যে ওই পড়াশোনার সময়টা আমাদের জন্য বেদনার ছিলো একটু। অর্থাৎ ছোটবেলায় বেশিরভাগ সময় আমরা আমাদের জীবনটা অনেক বেশি আনন্দে কাটিয়েছি।
ছোটবেলার স্মৃতির মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটি স্মৃতি হলো ' হাওয়াই মিঠাই '। কারণ আমি হাওয়াই মিঠাই খেতে অসম্ভব বেশি পছন্দ করতাম। তাই যখন স্কুলে যেতাম। তখন স্কুলে আম্মু টিফিন দিয়ে দিতো। সে কারণেই কখনোই টাকা দিতো না। কারণ আমাদের পরিবারের ছোটদের হাতে টাকা দেওয়া একেবারেই নিষিদ্ধ ছিলো। কিন্তু আমি প্রায় প্রতিদিনই অনেক কষ্টে, অনেক কান্নাকাটি চিৎকার চেঁচামেচি রিকোয়েস্ট করার পরে ১০ টাকা দিতো। সেটা দিয়ে আমি হাওয়াই মিঠাই খেতাম। এগুলো বোধহয় ক্লাস ১ এর কথা!
এখন ভাবলেও কেমন হাসি পায় যে, সামান্য দু পিস সবাই মিঠাই খাওয়ার জন্য আমি কথা শুনেছি! এতো বকা শুনেছি! এতো মার খেয়েছি, কারণ দাঁতে পোকা হয়ে যেতো এসব খেতে খেতে।আসলে ছোটবেলার স্মৃতিগুলো সত্যি মধুর। আর ছোটবেলায় আমাদের মেন্টালিটি ছিলো এতোটাই সাদা যে, আমাদের সাথে কোনো খারাপ কিছু করলেও আমাদের সাথে,সেটা চোখ দিয়ে দেখতে পেতাম না। কারণ আমরা আমাদের সহজ সরল চোখ দিয়ে যেটা দেখতাম, সেটাকেই ভালো বলেই বিশ্বাস করতাম।
আমার তো মনে হয় যে, হাওয়ার মিটাই অনেকেই পছন্দ করে। তবে যেটা একটু হাস্যকর ব্যাপার। সেটা হচ্ছে, এই হাওয়ায় মিঠাই এখনো আমি অনেক পছন্দ করি। যদিও এটা বাচ্চাদের খাবার হওয়াতে বর্তমানে রাস্তাঘাটে কিংবা কোনো স্ট্রিট ফুল হিসেবে খাওয়া সম্ভব হয় না। কারণ অনেকেই তাকিয়ে থাকে। আর মনে মনে কি বলে, সেটা আর না ই বা বললাম। তবে আজকে হঠাৎ সে হাওয়াই মিঠাই এর কথা মনে পরে যাওয়াতে আমার এখন আবারো খেতে ইচ্ছে করছে। ইশশশ কত্তদিন খাইনা!