যার ফলে শুরু হয়েছিলো রীতিমতো এক মানবিক বিপর্যয়ের। এমনিতেই দেশে একটা অস্থিরতা বিরাজ করছে। নতুন একটা সরকার কেবল ক্ষমতা বুঝে নিয়েছে। তারা এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। তার ভেতরে এই বন্যা বাংলাদেশের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। তবে বন্যার খবরটা সারাদেশে ছড়িয়ে পড়লে যে দৃশ্যের অবতারণা হয়। সেটা বাংলাদেশী হিসেবে আমাকে মুগ্ধ করেছে। দেশের মানুষের এই বিপদের সময় দেশের সর্বস্তরের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে।
সেটা এক দারুন ইতিবাচক ব্যাপার। বহুদিন হোলো বাংলাদেশের মানুষের ভেতরে এমন ঐক্য দেখা যায় নাই। দেশের প্রত্যেকটা মানুষ আন্তরিকভাবে ঐ সমস্ত অঞ্চলের বন্যার্তদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে নোয়াখালী ফেনী অঞ্চলে হাজার হাজার স্বেচ্ছাসেবী গিয়েছে বন্যার্তদের সাহায্য করার জন্য।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আসলেই নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষের অবস্থা একেবারেই শোচনীয় ছিলো বন্যার সময়। তবে সারা দেশের বিভিন্ন জায়গার মানুষ তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে বলে,তারা কোনোমতে বেঁচে থাকতে পেরেছিল তখন। নয়তো তাদের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যেতো। সবাই মিলেমিশে যেকোনো কাজ করলে,যেকোনো কাজ সহজভাবে করা যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit