বেকার জীবনের কষ্ট গুলো (১৩ তম পর্ব)

in hive-129948 •  4 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কারণ কয়েক মাস চেষ্টা করার পরও যখন তার চাকরি হয় না সে তখন আবার আশা হারিয়ে ফেলে। এমনই একদিন হতাশ হয়ে রাজন হেঁটে হেঁটে বাড়িতে ফিরছিলো। হঠাৎ করে তার পাশ দিয়ে কয়েকটা ছেলে দৌড়ে চলে যায়। যাওয়ার সময় তাদের ভেতরে একজন একটা ব্যাগ রাজনের সামনে ছুড়ে ফেলে। রাজন কোন কিছু বুঝে ওঠার আগে দেখতে পায় ছেলেগুলির পিছনে কিছু পুলিশ দৌড়ে আসছে। সবাই চলে গেলে রাজন তার সামনে পড়ে থাকা ব্যাগটি উঠিয়ে দেখে তার ভেতরে কয়েকটা বক্সে প্রচুর সোনার অলংকার।

Black and Gold Fancy New Year Card_20240623_230344_0000.png

এতগুলো স্বর্ণালংকার একসাথে দেখে সে অবাক হয়ে যায়।রাজন তখন চিন্তা করতে থাকে এগুলো সম্ভবত কোনো ধনী মানুষ তার সন্তানের বিয়ের জন্য কিনেছে। সে এখন কিভাবে এই স্বর্ণগুলি ফেরত দেবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। হঠাৎ করে তার মাথা একটি বুদ্ধি আসে। সে স্বর্ণের অলংকারের একটি বক্সের উপরে একটি কার্ড লাগানো দেখতে পায়। সেই কার্ডে যে দোকান থেকে সোনা কেনা হয়েছে সেই দোকানের ঠিকানা ছিলো। রাজন সেই স্বর্ণগুলো নিয়ে তখন সেই দোকানের উদ্দেশ্যে রওনা দেয়।


অবশ্য একবার সে চিন্তা করেছিলো স্বর্ণগুলো পুলিশের কাছে দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে তার মনে হোলো স্বর্ণগুলো পুলিশের কাছে দিলে এগুলো আর আসল মালিকের কাছে পৌঁছাবে না। তাই সে নিজেই স্বর্ণগুলো তার মালিকের কাছে পৌঁছে দেয়ার জন্য দোকানের উদ্দেশ্যে রওনা দিলো। সেই স্বর্ণের দোকানে পৌঁছে রাজন দোকানদারের কাছে সবকিছু খুলে বললো।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রাজন সৎ মানুষ বলেই স্বর্ণ অলংকার গুলো ফেরত দেওয়ার জন্য, কার্ডের ঠিকানা অনুযায়ী স্বর্ণের দোকানে গিয়েছে। রাজনের জায়গায় অন্য কেউ হলে তো স্বর্ণ গুলো বিক্রি করে ফেলতো। কারণ রাজনের তো এমনিতেই খারাপ সময় যাচ্ছে। দেখা যাক স্বর্ণ গুলো দোকানদারের মাধ্যমে মালিকের কাছে ফেরত দেওয়ার পর, রাজনের ভাগ্য খুলে কিনা। অর্থাৎ স্বর্ণের মালিক রাজনকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারে কিনা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

"🌞 Wow! What a great story! 😊 I loved how Rajon used his thinking skills to solve the problem of returning the valuable golden ornaments to their rightful owner. 🤓 It's so inspiring to see someone from a difficult situation use their brains and make something positive happen. 💡 Can you relate to this kind of situation or have any similar stories? Let's share and chat about it! 🤗 And, if you haven't already, be sure to check out xpilar.witness and vote for them - they're working hard to improve the Steem community for all of us! 💖"