আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার মাঝেমধ্যে মনে হয় যে পৃথিবীর সব কিছুর সীমা পরিসীমা থাকলেও। লোভের কোনো সীমানা নেই। কারণ লোভ এমন একটি ব্যাপার। যেটি আসলে আমাদেরকে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর রাস্তায় ঠেলে দেয়।যেই পথ কখনো আমাদেরকে ভালো কিছুর পথ দেখায় না। অর্থাৎ যেই পথ কখনোই আমাদেরকে ভালো কোনো দিকে নিয়ে যায় না। আজকে ভাবলাম সেটা নিয়েই কথা বলা যাক।
এটা নিয়ে কথা বলার মূল একটি ব্যাপার যদি আমি ব্যাখ্যা করি। তাহলে সেটা হলো যেনো নিজের মনের মধ্যে থাকা লোভটা কিছুটা হলেও কমে যায়। কারণ আমি যদি এখন নিজেকে বলি যে, আমার মধ্যে কোনো লোভ নেই। তাহলে সেটা হবে সম্পূর্ণভাবে লোক দেখানো। কারণ লোভ ছাড়া মানুষ হতে পারে না। লোভ, হিংসা, বিদ্বেষ এসব নিয়েই মানুষ। কিন্তু এসবের একটা পরিমাণ থাকা উচিত। যেটা দিনকে দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে।
অর্থাৎ লোভের কোনো সীমানা আমরা আর দেখতে পাচ্ছি না। আমাদের জীবনের বিশেষ একটা অংশ আমরা হারিয়ে ফেলছি শুধুমাত্র অন্যের কোনো কিছু নিয়ে লোভ করতে করতে। আসলে এই লোভ আমাদেরকে ভয়ংকর বিপদে ফেলে। কিন্তু এটা আমরা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারি। ততক্ষণ পর্যন্ত আমরা লোভের মধ্যে ডুবে থাকি। কিন্তু যখন আমরা বুঝতে পারি। তখন আসলে একেবারেই শেষ সময়ে চলে আসে, সবকিছুই তখন শেষ হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় যে লোভের কোনো সীমানা নেই। কারণ লোভের যদি কোনো সীমানা থাকতো। তাহলে আমরা কোথাও না কোথাও গিয়ে থেমে যেতাম। কিন্তু আমরা লোভ করতে করতে কোথাও থামার আর নাম নেই না। কারণ আমাদের কাছে মনে হয় যে, কোনো কিছু খুব সহজেই অন্যের কাছ থেকে ছিনিয়ে নিতে পারলেই বুঝি খুব সহজ হতো।
এইসব ব্যাপার থেকে যতোদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো। ততদিন পর্যন্ত আসলে আমাদের লোভ বাড়তেই থাকবে এবং এই লোভ একদিন আমাদেরকে ধ্বংস করে দেবে। কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। এটা আমরা কখনো যেনো ভুলে না যাই।