সেখানে গিয়ে তারা প্রচন্ড পানির স্রোতের সম্মুখীন হল। তারপরও তারা অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সেই গ্রামে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে তারা দেখতে পেলে অনেক মানুষজন পানিতে আটকা পড়েছে। মুগ্ধরা চিন্তা করতে লাগলো এত মানুষজনকে তো একসাথে নেয়া সম্ভব হবে না। তাই তারা প্রথমে কিছু লোককে তাদের নৌকায় উঠালো। কিন্তু লোক উঠতে উঠতে একসময় এমন অবস্থা হোলো। তাদের ভয় করতে লাগলো যেকোনো সময় হয়তো নৌকা ডুবে যাবে। এদিকে যখন নৌকা ছেড়ে দিতে যাবে তখন আরো বেশ কিছু মানুষজন নৌকায় উঠতে বাকি ছিলো।
তাদের ভেতর বেশ কিছু শিশু ও ছিলো। তারাও নৌকায় ওঠার জন্য অনেক কাকুতি মিনতি করতে লাগলো। কিন্তু তখন মুগ্ধদের নৌকায় আর তিল ধরনের জায়গা নেই। শেষ পর্যন্ত তাদেরকে সাথে নিতে না পেরে মুগ্ধদের খুব খারাপ লাগছিলো। তবে তারা যাওয়ার সময় মুগ্ধ এবং তার সাথে থাকা আরো কয়েকজন তাদের লাইফ জ্যাকেট খুলে বাচ্চা গুলোকে দিয়ে দিলো। যাতে করে পানি বাড়লেও বাচ্চাগুলো যেন লাইফ জ্যাকেটের সহায়তায় ভেসে থাকতে পারে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।