রক্ষক ই ভক্ষক!

in hive-129948 •  3 months ago 
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ মনে হচ্ছে। কারণ বর্তমান পরিস্থিতিতে প্রায় সকল রক্ষক ই ভক্ষকের পর্যায়ে চলে গিয়েছে। অর্থাৎ সমাজের যে দিকটায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভালোর জন্য। সেদিকেই দেখা যাচ্ছে, সে কি করে দুই নাম্বারি করে টাকা নিবে সেই ধান্দায় থাকছে।

আসলে রক্ষক ই যখন ভক্ষক হয়ে যায়। তখন আসলে সমাজ ততো অনিশ্চিত হয়ে যায়। কারণ ধরুন আপনার বাড়িটা একজনের হাত দ্বারা পরিচালিত হয় এবং সে ই যদি বাড়ির ক্ষতি করা শুরু করে। তাহলে কিন্তু আপনি হাজার চাইলেও সে বাড়িটিকে ক্ষতির হাত থেকে আর বাঁচাতে পারবেন না।তার কারণ, যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। সে ই যদি ক্ষতি চায়। তাহলে অন্য আর ১০ জনের কিছুই করার থাকে না। আমাদের সমাজের ব্যাপারেও ঠিক তেমনি হয়েছে। যেমন, একজন বর্তমানে বাংলাদেশের পুলিশ কর্মকর্তার এতো এতো ধন সম্পদের কথা বেরিয়ে আসছে যে, মানুষের তাই চক্ষু চরক কাজ।

কারণ বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে ও পুলিশ কর্মকর্তাকে কিনে নি। এমনকি রাঙ্গামাটিতেও তার অনেক অনেক জমির হদিস পাওয়া গিয়েছে। এমনকি এর বেশিরভাগ ই সে মানুষকে ভয় দেখিয়ে কিনেছে, একেবারে পানির দামে। তাহলে আপনি ভাবুন যাদের কাছে আমরা বিচার চাইতে যাই। তারা ই যদি ব্যক্তি জীবনে এতোটা খারাপ হয়। তাহলে সে আসলে সমাজের জন্য কোন ভালো বিচারটা করতে পারবে! আসলে আমার মতে কোনো ভালো বিচার ই।করতে পারবে না।

এভাবে যখন কোনো দেশের রক্ষকেরা ভক্ষক এ পরিণত হয়। তখন আসলে ওই দেশের অবনতি কেউ ঠেকাতে পারে না। ঠিক যেমনটা, বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা। আসলে বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টরেই এখন অনেক বেশি ভক্ষক এ ভরে গিয়েছে। খুব দ্রুত যদি না এসব অপসারণ করা হয়। তাহলে দেশটা একেবারে বিক্রি হয়ে যাবে, খারাপ মানুষদের কাছে। আসলে মানুষ আইনকে অনেক বেশি মান্য করতে চলতো। কিন্তু বর্তমানে আইন মোটেও তার নিজের অবস্থান আর ধরে রাখেনি। যার কারণে মানুষ এখন আইনকেই ঘৃণা করা শুরু করেছে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের দেশের পুলিশদের কারণেই মানুষ এখন আইনকে শ্রদ্ধা করে না। কারণ তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাস। তাইতো আমাদের দেশটা দিনদিন রসাতলে যাচ্ছে। ভাবতেও অবাক লাগে, যে পুলিশ মানুষের বন্ধু হওয়ার কথা,তারা হচ্ছে এক আতঙ্কের নাম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

"When we see individuals amassing wealth at an alarming rate, often at the expense of others, it's natural to question their character. A society where the protectors become predators is a warning sign that something is amiss 🚨. The same applies to our beloved Bangladesh, where many sectors have been compromised by unscrupulous elements ⚠️. If we don't act quickly to rectify this situation, our nation may be sold off to those who would exploit its resources 💸.

It's time for us to stand up and demand accountability from those in power 🗣️. We must recognize that the rule of law is a cornerstone of any fair society 🏛️. When laws become mere suggestions, it's no wonder that people lose trust in the system ❌.

Let's come together to create a better future for ourselves and our children 👫. By voting for @xpilar.witness (https://steemitwallet.com/~witnesses), you'll be supporting an ecosystem that promotes positive change and growth 🌱. Your vote will help us continue contributing to the success of the Steem community 🙏."