অতিরিক্ত বিশ্বাস নাকি ধোঁকা?

in hive-129948 •  2 days ago 

আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং ব্লগ লেখার জন্য উপস্থিত হয়েছি। আজকের ব্লগের বিষয়বস্তু আমি ইতিপূর্বে আপনাদের মাঝে তুলে ধরেছি এবং আমি আপনাদেরকে আবারো তা মনে করে দিতে চাই। আমি আজকে অতিরিক্ত বিশ্বাস নাকি ধোঁকা? চমৎকার এই টপিক নিয়ে লিখতে চাই। আমি আশাবাদী আপনারা সকলেই উপভোগ করবেন।

jackdaws-3959138_1280.jpg
Source

পৃথিবীতে বিশ্বাস হলো একটি পরিপূরক বিষয়। একে অপরকে বিশ্বাস করবে এবং এভাবে আমরা পৃথিবীতে আজীবন টিকে থাকবো। একজনের প্রতি যদি আরেকজনের বিশ্বাস না থাকে তাহলে আমরা কখনো এই পৃথিবীতে সমাজবদ্ধভাবে চলতে পারব না। পৃথিবীতে বিশ্বাস আছে বলেই আমরা নিজেদেরকে সুন্দরভাবে সমাজবদ্ধভাবে এবং একনিষ্ঠতা ভাবে চলাচল করতে পারছি।

পৃথিবীতে শুধু মানুষ নয়! প্রতিটি প্রাণী এবং প্রতিটি ব্যক্তি বস্তুর ওপর বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। বিশ্বাস আছে বলে আমরা পৃথিবীতে টিকে আছি এবং অন্যথায় আমরা কখনোই বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারব না।

তবে দিনশেষে একটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত। আসলে আমরা যদি কাউকে অতিরিক্ত বিশ্বাস করি এবং পরবর্তীতে সেই ব্যক্তি যদি আমাদেরকে ধোকার ফাঁদে ফেলে তাহলে সেখানে উপায় কি ??

মূলত পৃথিবীতে বিশ্বাস আছে বলেই আমরা সুন্দর এবং সাবলীল ভাবে জীবন যাপন করতে পারছি। তবে সকল মানুষকে সবখানে সব জায়গায় কাউকে বিশ্বাস করা যাবে না এবং কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া যাবে না।

কারণ মানুষের মন আকাশের মত। রং বদলাতে গিরগিটির মতো এক সেকেন্ড সময় লাগে না। তাই মানুষকে অতিরিক্ত বিশ্বাস করার কোন প্রশ্ন আসে না।

kneel-8533528_1280.png

Source

আপনি কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন এটা ভালো কথা। তবে যেখানে বিশ্বাস ভেঙ্গে গেলে আপনার স্বার্থ বিলীন কিংবা আপনার স্বার্থের ওপর লাগে কিংবা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কাউকে পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়।

মূলত আমি আপনাকে বারবার বলছি মানুষ গিরগিটির মতোই আচরণ করে থাকে। মানুষ তার পরিস্থিতি অনুযায়ী এবং বদলাতে দেরি করে না। তাই যে কাউকে বিশ্বাস করে না কেন যদি আপনার স্বার্থের প্রতি বিন্দুমাত্র আঘাত লাগে তাহলে তাকে বিশ্বাস করা বন্ধ করে দিন। কারণ অতিরিক্ত বিশ্বাস যখন ওই ব্যক্তি কৃতজ্ঞতার সাথে পালন করতে পারবে না তখন আপনার হৃদয় ভেঙে যাবে এবং সান্ত্বনা দেওয়ার মতো আপনার পাশে আর কেউ থাকবে না।

stitching-6789376_1280.png

Source

বিশ্বাস হলো পৃথিবীর ভেতরে সব থেকে দামি একটা শব্দ। একে অপরকে বিশ্বাস করবে এবং নির্ভর করে সমাজে চলাচল করবে। তবে বিশ্বাস থাকা আমাদের মধ্যে যদিও জরুরী একটা বিষয় তবে অতিরিক্ত কোন কিছুই ভালো না।

আপনার পাশে থাকা একজন ভালো মানুষও আপনার বিশ্বাস ভেঙে ফেলতে পারে। কারণ সবকিছুই নির্ভর করে মানুষের পরিস্থিতির ওপর।

উদাহরণস্বরূপ:
আপনি কাউকে আমানত হিসেবে 10000 টাকা রাখতে দিয়েছিলেন। ওই ব্যক্তি সমাজের সকলের কাছেই বিশ্বস্ততা পালন করে এবং সে একজন আমানতকারী। ওই ব্যক্তি খুবই ভালো এবং সে কখনো আমানতের খেয়ানত করে না।

তবে ওই ব্যক্তি যখন চারিদিক ভাবে অর্থনৈতিক সংকটে দেখা দিবে এবং তার পরিস্থিতি খুবই খারাপ হবে তখন সে আপনার অর্থ খরচ করে ফেলতে পারে। কিন্তু যখন আপনি সময় মতো আপনার অর্থ ফেরত চাইবেন তখন সে আপনার সেই অর্থ ফেরত দিতে নাও পারে।

বিশেষ করে সে পরিস্থিতির কাছে অসহায়। অর্থাৎ যদিও মানুষ সকলেই খারাপ না আবার সকলকে কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা মোটেই ভালো কোন কাজ না। কারণ অতিরিক্ত বিশ্বাস মানুষের সম্পর্ক দূরত্ব এবং মানুষের হৃদয় ভেঙ্গে ফেলতে পারে। সুতরাং পরিস্থিতি অনুযায়ী মানুষকে বিশ্বাস করুন এবং অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো বলে আমি মনে করি।

কারণ পরিস্থিতি ঢেউয়ের মত। এক সেকেন্ডে মানুষের সমস্ত গুণাবলী নষ্ট করে দিতে পারে। তাই নিজের ক্ষতি হয় এমন কোন কাজে কাউকে অতিরিক্ত বিশ্বাস না করায় উত্তম বলে আমি মনে করি।





VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Screenshot_20250226_082133_Chrome.jpgScreenshot_20250226_082044_X.jpgScreenshot_20250226_081916_Chrome.jpgScreenshot_20250226_081818_SuperWalk.jpg

এটা সত্যি বলেছেন ভাই মানুষ গিরগিটির মতো আচরণ করে পরিস্থিতি অনুযায়ী মানুষ বদলাতে থাকে। এর পক্ষ থেকে কখনো বিশ্বাস হয় না বিশ্বাস করতে হলে দুই পক্ষের সমান হতে হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সহমত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।