Cover image
আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে আবারও এলোমেলো কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে এবং ফটোগ্রাফি আমার শখ নেশা এবং পেশা। আশেপাশে থাকা সৌন্দর্যগুলোকে ক্যামেরাবন্দি করে সেগুলোকে স্মৃতি আকারে সংরক্ষণ করতে পারলে আমার অনেক বেশি আনন্দ হয়। তাই আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে কিছু এলোমেলো সাপ্তাহিক ফটোগ্রাফি এবং তার সাথে গল্প আকারে সেগুলোকে শেয়ার করার চেষ্টা করে থাকি। ঠিক এরই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের মাঝে আবারও কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে এলোমেলো ফটোগ্রাফি গুলো উপভোগ করে আসি এবং ফটোগ্রাফি গুলোর পেছনের গল্প শুনে আসি ।
নারিকেল গাছের ফটোগ্রাফি
সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আবহাওয়া অনেক উষ্ণ দেখেছি। যদিও রমজান মাস এবং শীতকালে শেষের দিকে তবে তারপরেও আবহাওয়া যেন গ্রীষ্মকালের মতোই কঠোর।
ঘুম থেকে ওঠার পরে আমি বাহিরে গিয়েছিলাম এবং তখন নারিকেল গাছের দিকে আমার চোখ গিয়েছিল। একই সাথে তিনটি নারিকেল গাছ এবং এর ওপরে চমৎকার নীল আকাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। তাই আমি দেরি না করে নারিকেল গাছের ফটোগ্রাফি করি।
উষ্ণ আবহাওয়া পাতা ঝরা গাছ
বেশ কিছুদিন আগেই শীতকাল ছিল এবং শীতকালে শেষের দিকে প্রায়ই সকল গাছের পাতা ঝরে যায়। পাতা ঝরে যাওয়ার পর গাছগুলো প্রায়ই মৃত বলে মনে হয়।
তবে পাতা ঝরে যাওয়ার বেশ কিছুদিন পরে আবার গাছে নতুন পাতা জন্ম নেয়। ঠিক আমি আজকে পাতা ঝরে যাওয়ার পরে নতুন গাছে আবারো আপনাদের মাঝে পাতা আসার ফটোগ্রাফি শেয়ার করেছি।
ঠিক একই ভাবে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি যখন বাহিরে উষ্ণ আবহাওয়া উপভোগ করি তখন আমার চোখের সামনে এই পাতা ঝরা গাছ পড়েছিল। গাছের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল এবং আমি তাই নীল আকাশের সাথে চমৎকার এই পাতা ঝরা গাছের ফটোগ্রাফি করি।
ডালিম গাছের ফটোগ্রাফি
আমাদের বাড়ির পাশে রয়েছে ছোট্ট একটি বাগান। মূলত সেখানে নারিকেল গাছ এবং বরই গাছ সহ চমৎকার একটি ডালিম গাছ রয়েছে। ডালিম গাছ এর সবুজ সবুজ পাতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে আমি চমৎকার ডালিম গাছে সৌন্দর্য উপভোগ করি।
ডালিম গাছের ডালে ডালে লাল কালারের ছোট ছোট ফুল দেখা যাচ্ছে। ফুল গুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে এবং আমি ফুলের প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই সকালে আমি চমৎকার ডালিম গাছের ফটোগ্রাফি করেছি।
মোরগ ফুলের ফটোগ্রাফি
আমার বেডরুমের পাশে রয়েছে আমাদের বাড়ির প্রবেশের প্রধান গেট। গেটের পাশে ছোট্ট একটি মোরগ ফুলের গাছ রয়েছে। যদিও মোরগ ফুলের সিজন শেষ হয়ে গিয়েছে তবে তার পরেও সেই গাছে এখনো চমৎকার লাল কালারের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। মোরগ ফুল গুলো দেখে আমার বেশ ভালো লেগেছিল এবং আমি আমার বাড়ির গেট থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করি।
আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে ৬ তম সপ্তাহে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছি। আশাবাদী ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালো লেগেছে। এখানে সবগুলো ফটোগ্রাফি অপেক্ষা কোন ক্যাটাগরি ফটোগ্রাফি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1896814882508726277?t=Q1f7B5bb3peS2Ru5EAvcFA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির সৌন্দর্যকে ক্যামেরায় বন্দি করার ইচ্ছা সত্যিই প্রশংসনীয়। আপনি যে প্রতিটি দৃশ্যকে গল্পের মতো বর্ণনা করেছেন, তা পাঠকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। নারিকেল গাছের নীল আকাশের সাথে মিল, পাতা ঝরা গাছের পর নতুন পাতা আসার চিত্র, ডালিম গাছের লাল ফুলের সৌন্দর্য এবং মোরগ ফুলের উজ্জ্বল রঙ সবই প্রকৃতির অমুল্য উপহার। আপনার ফটোগ্রাফি ও তার সাথে সম্পর্কিত গল্পগুলি সত্যিই প্রেরণাদায়ক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোরগ ফুলের ফটোগ্রাফি টা বেশ চমৎকার ছিল। প্রাকৃতিক দৃশ্যের দারুন কিছু ফটোগ্রাফি আপনি ক্যাপচার করেছেন। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। প্রথম নারিকেল গাছের ফটোগ্রাফিটাও অসাধারণ হয়েছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit