¡¡ আসসালামু আলাইকুম!!
আমার বাংলা ব্লগ বন্ধুরা আশা করছি সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমি আজকে আপনাদের মাঝে শহরের ট্রাফিক জ্যাম সম্পর্কে ছোট্ট একটি ব্লগ লেখার জন্য চেষ্টা করছি। আমি প্রতিনিয়ত আমার জীবনের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি ব্লগ লেখার চেষ্টা করি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত।
শহর মানেই যানজট। প্রায় দিনের এবং রাতের প্রতিটি সময় শহরের প্রতিটি রাস্তায় যানজট লেগে থাকে। যতই আমরা এই যানজট নিরসনের চেষ্টা করছি ততই যেন এই যানজট দিন দিন বৃদ্ধি বাড়ছে। যতই ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর চেষ্টা করছে যতই যেন এই আইন ভেঙে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের এই শহরের যানজট গুলো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
যদিও দেশের প্রতিটি স্তরের মানুষ শহরে আসে কাজের সন্ধানে এবং সে কারণে শহরে কাজের অত্যন্ত চাপ থাকে। আর এই চাপ নিরসন করতে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করলেও তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। কারণ এলোমেলো গাড়ি এবং ট্রাফিক আইন না মানার ফলে রাস্তায় প্রচন্ড যানজট সৃষ্টি হচ্ছে এবং যার ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ।
বিশেষ করে আমিও যখন আমার কর্মস্থলে রওনা দেই তখনও একই সমস্যা পরিলক্ষিত হয়। রাস্তায় যখন আমার যাত্রা শুরু করি তখন রাস্তার ভিতরে কোথায় থেকে সিএনজি কোথায় থেকে অটো রিক্সা আবার কোথাও থেকে এসে যেন সামনে দাঁড়িয়ে পড়ে এবং ব্যারিকেড দেয়। সকলে চাই সকলের আগে যাতে এবং সকলেই এই ব্যস্ত শহরে অতিরিক্ত বিজি থাকার কারণে সকলে তাদের কাজগুলোকে খুব দ্রুত সম্পন্ন করতে চাই এবং এ কারণে এলোমেলো যাতায়াত করার ফলে শহরের সৃষ্টি হয় এলোমেলো যানজট।
যদিও আমার শহর গাজীপুরে ছাড়া বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে ফ্লাইওভার সহ সমুদ্রর তলদেশ এ টানেল সহ বিভিন্ন রাস্তা তৈরি করা হচ্ছে বিকল্প রাস্তা হিসেবে তবে তারপরেও প্রতিটি রাস্তায় যেন আমাদের ভোগান্তির শেষ নেই।
বিশেষ করে ঢাকা শহরের প্রায় প্রতিটি অঞ্চলে ই যেখানে মানুষ অত্যন্ত ব্যস্ত সে শহরগুলোতে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। তবে ফ্লাইওভারে বড় একটা সমস্যা দেখা দিয়েছে আর তা হলো ফ্লাইওভারের নির্দেশনা অনুযায়ী মানুষ ফ্লাইওভার ব্যবহার করে না এবং সে কারণে ফ্লাইওভারের ওপরেও প্রতিনিয়ত যানজট লেগে আছে।
দিনের শুরু থেকে রাত্রি পর্যন্ত প্রায় 24 ঘন্টা মানুষের যাতায়াত। স্থল রাস্তা ছাড়াও জলরাস্তা এবং রাস্তার উপরে আবার দ্বিতীয় এবং তৃতীয় তলা বিশিষ্ট ফ্লাইওভার তৈরি করেও দেশের যেন এই যানজটকে নিরসন করা সম্ভব হচ্ছে না। আর এই যানজট লেগে থাকার একমাত্র কারণ হলো আমাদের ট্রাফিক আইন না মেনে চলা।
আমরা সকলেই চলার পথে যদি ট্রাফিক আইন মেনে চলি এবং যদি সব সময় সঠিক পথ অবলম্বন করে আমাদের যাত্রা করে তাহলে যদিও একটু দেরি হবে তারপরেও রাস্তায় এতটা বিলম্ব হবে না।
আমরা তিরিশ মিনিটের রাস্তা যখন ২০ মিনিটে যেতে চাই তখনই আমাদের এলোমেলো যাতায়াতের ফলে ট্রাফিক আইন ভঙ্গ হয়ে যায় এবং অন্যান্য গাড়িগুলো তখন রাস্তায় চলাচল। আর এক্ষেত্রেই রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়ে যায় এবং এটি আমাদের জীবনের বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সুতরাং আমি মনে করি এই সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করতে পারে একমাত্র আমাদের সঠিক ট্রাফিক ব্যবহার করা। সমস্ত ট্রাফিক আইন মেনে যদি আমরা রাস্তায় চলাচল করি তবে আমাদের এই সমস্যা থেকে মুক্তি মেলবে অযথা শত শত বিকল্প রাস্তা তৈরি করেও আমাদের এই সমস্যা নিরসন করা সম্ভব হবে না বললে আমি মনে করি।
আশা করি এটি একটি চরম বাস্তবধর্মী পোস্ট এবং আপনাদের বেশ ভালো লেগেছে। চাইলে আপনারাও আপনাদের এলাকার ট্রাফিক সম্পর্কে আমাদেরকে লিখতে পারেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনার আবেগ অনুভূতি লাইফস্টাইল রেসিপি এবং ভ্রমণের প্রতিটি গল্প পড়তে আগ্রহী।
পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
https://twitter.com/Akash02671928/status/1748776790561013967?t=RelrYHC92hrcCS6UD0YS2Q&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যত দিন যাচ্ছে ততটা ট্রাফিক জামের সমস্যা বেড়ে চলেছে। কিছু করার নেই অনেক জায়গায় ফ্লাইওভার সৃষ্টি করার পরে এই সমস্যা যেন কমছে না। তবে এর মধ্যে থেকে পুরুষ মেনে যদি বলা যায় অবশ্যই অনেকটা সেভ থাকা যায় এবং রাস্তাগুলোতে নিরাপদে চলাচল করা সম্ভব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit