২৬ শে মার্চ উপলক্ষে কিছু সংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতাও বিনোদন ✅

in hive-129948 •  3 years ago  (edited)

সবাইকে স্বাগতম #amarbanglablog এ আমার পক্ষ থেকে আমি @steem-for-future . 10% বেনিফিসিয়ারি @shy-fox কে 🦊

png_20220326_115330_0000.png

Image pixabay free image made by canva.

@steem-for-future

আসসালামু আলাইকুম

হ্যালো #amarbanglablog

আশা করছি সকলে সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সকলেই সুস্থ এবং সুন্দর থাকুন প্রতিনিয়ত সেই কামনা করি এবং সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সকলের মন জয় করে পৃথিবীতে বেঁচে থাকতে পারি। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার অসাধারণ একটি আনন্দঘন মুহূর্ত পার করার কিছু গল্প নিয়ে। চলুন শুরু করা যাক।


Photographer- @steem-for-future
Device- Samsung galaxy f22
W3W location
https://w3w.co/carpentry.tablet.waddled

20220325_180748.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

তখন সময় ছিল দুপুর ৩:৩০ মিনিট। আজকের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হবার কারণে প্রত্যেকেরই অফিস বন্ধ ছিল। এবং বিশেষ করে অফিস বন্ধ থাকার কারণে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করি। দুপুর তিনটা বেজে ত্রিশ মিনিটে আমি গোসল শেষ করে দুপুরের খাবার খাওয়া শেষ করে এবং বাহিরে ঘুরতে বের হই। আমি এবং আমার বন্ধু মিলে ঘুরতে বের হলাম। যদিও আমার চার থেকে পাঁচজন খুব ঘনিষ্ঠ বন্ধু রয়েছে তার পরেও তাদের মধ্য থেকে আমার একজন ভাল মানের বন্ধু ছিল এবং তার সাথে আমি বেশ কিছুক্ষন সময় পার করি। রাস্তায় তাঁর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমি এবং আমার বন্ধু মিলে ঘুরতে বের হলাম।

কিন্তু যেই মাত্র ঘুরতে বের হলাম এবং কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখতে পেলাম অবাক একটি কান্ড। আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং কিছু খেলাধুলা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। বিষয়টি দেখে আমি এবং আমার বন্ধু অনেক আনন্দিত হলাম যে অনেকদিন পরে আবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখতে পারবো এবং অনেক আনন্দের সাথে সেটি উপভোগ করতে পারব।

যাইহোক আমি এবং আমার বন্ধু সেখানে বিকেল পাঁচটার দিকে চলে গেলাম এবং অনুষ্ঠান উপভোগ করতে থাকলাম। অনুষ্ঠান উপভোগ করতে আমার অনেক অনেক ভালো লাগছিল। বেশ কিছু প্রতিষ্ঠান নীতিমালা শেষ হয়ে গেলেও আমি মাত্র দুইটি পর্ব দেখতে পেয়েছিলাম যে দুটি পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।


Photographer :- @steem-for-future
Device Samsung galaxy f22
W3W location

https://w3w.co/carpentry.tablet.waddled

20220325_171957.jpg

স্বাধীনতা দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এর পূর্বে বেশকিছু খেলাধুলার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য খেলাধুলা হলো লাঠি দিয়ে হাড়িভাঙ্গা।

লাঠি দিয়ে হাড়ি ভাঙ্গা এই খেলাটি আমাদের দেশে অনেক আগ থেকেই প্রচলিত। তবে বিশেষ করে এই খেলাটি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এবং এটি একটি অস্থায়ী খেলা হিসেবে প্রচলিত হয়ে গেছে। এখন আর আগের মতো তেমন এতটা এসকল খেলাধুলা গুলো দেখা যায় না। বিশেষ করে আগে স্বাধীনতা দিবস বিজয় দিবস কিংবা একুশে ফেব্রুয়ারীতে বিভিন্ন অনুষ্ঠানে যদিও এ সকল খেলাধুলা গুলো আয়োজন করা হতো কিন্তু এখন এগুলো কালের বিবর্তনের দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে অনেকদিন পর আবারও এই হাড়ি ভাঙ্গা খেলা দেখতে পেরে অনেক অনেক আনন্দিত। যাইহোক হাড়িভাঙ্গা খেলাটি অনেক সুন্দর ভাবে উপভোগ করলাম।।


Photographer @steem-for-future
Device Samsung galaxy f22
W3W location code

https://w3w.co/carpentry.tablet.waddled

20220325_173922.jpg

এরপর শুরু হল বালিশ খেলা। আপনারা যারা বালিশ খেলা দেখেছেন এটি অনেক আনন্দের একটি খেলা। এই খেলার নিয়ম অনুযায়ী খেলাটি অনেক সুন্দর ছিল এবং খেলাটিতে একটি ভাগ্যের পরীক্ষা করা হতো। খেলা চলাকালীন সময়ে মিউজিক বাজানো হয় এবং যার কাছে গিয়ে মিউজিক বন্ধ হয়ে যাবে সে খেলা থেকে বাদ পড়ে যাবে। এবং সে ক্ষেত্রে বিচারকমণ্ডলী ওই ব্যক্তিকে খেলা থেকে বাদ দিয়ে পুনরায় খেলা শুরু করবে এবং এটি ছিল খেলার নিয়ম। যাইহোক এই খেলাটি উপভোগ করার মাধ্যম দিয়েই খেলাধুলার পর্ব শেষ হয়ে যায়।


Photographer- steem-for-future
Device Samsung galaxy f22
W3W
https://w3w.co/carpentry.tablet.waddled

20220325_173150.jpg

এরপর কিছু বিরতি দেওয়া হয়। বিরতি দেওয়া হলে আমি এবং আমার বন্ধু মিলে একটি আইসক্রিমের দোকান দেখতে পেলাম। আইসক্রিম এর দোকান দেখতে পাবার পর আমি সেখানে গেলাম এবং সেখানে গিয়ে আমি এবং আমার বন্ধু মিলে আইস্ক্রিমওয়ালা কে আইসক্রিম দিতে বললাম। আমি এবং আমার বন্ধু মিলে যখন আইসক্রিম খাচ্ছিলাম তখন আমাদের অফিসের এক কলিগ এর সাথে দেখা হল এবং তাকেও আইসক্রিম অর্ডার করলাম। যাই হোক আমরা বন্ধুরা মিলে আইস্ক্রিম খেলাম অনেক আনন্দ এবং উপভোগ করে। আসলে এ সকল অনুষ্ঠান গুলো উপভোগ করতে অনেক অনেক সুন্দর এবং ভালো লাগে আমার। বিশেষ করে বিজয় দিবসের এই অসাধারণ মুহূর্তে বিষয়টি সত্যিই আনন্দ ছিল এবং তার পরেও সাপ্তাহিক শুক্রবার হবার কারণে বিষয়টি আরো সুন্দর ভাবে উপভোগ করতে পেরে আমি অনেক অনেক আনন্দিত এবং খুশি।

অবশেষে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি ভিজিট করার জন্য এবং এই অসাধারণ মুহূর্তগুলো এর সাথে থাকার জন্য।

বিশেষ দ্রষ্টব্য

১০০% অরিজিনাল পোস্ট

স্পেশাল ধন্যবাদ

@amarbanglablog @blacks @photoman @club75 @club5050

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9hrmo7HHjXhuejr1qDohdtJQsmCmKhy9HuRvHqMTJSKWVbMc2A7WQYb5wESGLzw3vN3PgJA2J.png

join our official abb-comunity discord server

প্রিয় রেগার্ডস

png_20220130_135916_0000.png

@steem-for-future by

গিফট #abb-comunity.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3hpsmoj15mmztu6xAp1uYqepUBz9ZLy6c2CAuuUCLy64p2REDu9P9ehHG6rH6mjwsBc1n6LyWhKrXagBM6UBViHgbgQP6utwpCnVnoHDGZcLajTSnZMS9jKkiDfExFYHyfceNwrvWAXmpi2jokjeDf.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ দিনটি কে সৃতিময় করে তুলতে অনেক জায়গায় এরকম সুন্দর সুন্দর আয়োজন দেখতে পাই। সত্যিই বেশ দারুন লাগে এই ব্যপারগুলো। আর সুন্দর ছিল আপনার উপস্থাপনা। স্বাধীনতার শুভেচ্ছা নিবেন।

এটিসি আমাদের স্বাধীনতা দিবসের প্রধান বাহক। সুতরাং দিনটাকে স্মৃতিময় করে রাখতে এতসব আয়োজন। আমার কাছে এ সকল বিষয়গুলো সত্যি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।

স্বাধীনতা দিবস উপলক্ষে চারদিকে ঘুরে ঘুরে সময়টুকু আপনি অনেক সুন্দর হবে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া । তবে গ্রামীণ খেলা গুলো অনেক সুন্দর হয় । সেগুলো কেমন বোন ওর সাথে আমাদের সাথে তুলে ধরেছেন তেমনি ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

সত্যিই পুরো তিনটি অনেক আনন্দ এবং উপভোগ করার মাধ্যম দিয়ে পার করেছিলাম। তাছাড়াও খেলা গুলো ছিল মনের মত এবং উপভোগ করার মত। আপনাদের মাঝে সমস্ত ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমরা আনন্দিত। শুভকামনা অবিরাম

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

আপনি ২৬ শে মার্চ উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। নিশ্চয় সাংস্কৃতিক অনুষ্ঠান খুব মনমুগ্ধকর হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

যারা তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতার অধিকার তাদের প্রতি চির কৃতজ্ঞ। পুরো বিষয়টি খুব সুন্দর ভাবে উপভোগ করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা । আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। আমাদের এই বিশেষ দিনটি আপনি দারুণ ভাবে উপভোগ করেছেন। এবং সবকিছু আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

অভিনন্দন আপু আপনাকে ও । আমাদের জন্য আজকের দিনটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি প্রতিটি দিন এমনই। দিনটি খুব সুন্দর ভাবে উপভোগ করেছি আমি এটা সত্যি। ধন্যবাদ আপনাকে ভিজিট করার জন্য।