বৃক্ষরোপণ এবং আমাদের পৃথিবী||| জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপন অভিযানের গুরুত্ব এবং তাৎপর্য

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

@amarbanglablg ব্যবহারকারীরা। আশা করছি সবার মন মানুষিকতা সুন্দর এবং সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।সবাই ভাল থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।

বন্ধুরা,আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নেই।

আর সেটি হল বৃক্ষরোপণ এবং আমাদের জীবন যাত্রার মান উন্নয়ন

আজ আপনাদের সামনে কথা বলব বৃক্ষরোপণ নিয়ে।।

সোশল বন্ধুরা শুরু করা যাক বৃক্ষরোপণ সম্পর্কে কিছু তথ্য যতটুকু আমার জ্ঞান থেকে আমি বলতে পারি ইনশাল্লাহ ততটুকু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।

আশা করছি সময় সবাই আমার লেখাগুলো উপভোগ করবে এবং উৎসাহিত করবে

20210729_094127.jpg

বৃক্ষরোপণ এবং আমাদের জীবন।

বৃক্ষরোপণ আমাদের জীবনের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি প্রতিনিয়ত বৃক্ষরোপণ করি তবে সে ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় অত্যন্ত লাভ হবে

  • প্রথম নাম্বারে আমরা পরিবেশ থেকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারব।

এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে অক্সিজেন এর দরকার হয়ে থাকে।সুতরাং আপনি যদি এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে চান তাহলে আপনার অবশ্যই অক্সিজেনের দরকার হবে।আর এই অক্সিজেনের যোগান দিয়ে আসে আমাদের আশেপাশে প্রাকৃতিক পরিবেশ যেগুলো পরিবেশ বলতে আমরা গাছপালাকে বসে থাকি।গাছপালা না থাকলে আমরা কখনই অক্সিজেন পেতাম না।গাছপালা আমাদের কাছ থেকে কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং সেখান থেকে বিশেষ এক সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে অক্সিজেন উপহার দেয়। আমরা এই অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে পৃথিবীতে টিকে থাকতে সক্ষম হয়।

আর আপনি যদি এই অক্সিজেন এর গুরুত্ব বুঝতে চান তাহলে আপনি একজন শ্বাসকষ্ট রোগের কাছে যেতে পারেন।কিংবা বড় কোন হাসপাতালে গিয়ে আপনি যদি 1 থেকে 2 দিন অক্সিজেন গ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন এই অক্সিজেনের দাম সম্পর্কে।কিন্তু গাছপালা আমাদের যে অক্সিজেন দিয়ে সাহায্য করছে সেই অক্সিজেনের দাম আমরা কখনই মেটাতে পারব না।

সুতরাং আমরা চির কৃতজ্ঞ গাছপালা কাছে এবং যিনি এই গাছপালাগুলো কে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহতালার কাছে।অশেষ ধন্যবাদ আল্লাহতালা এই সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছে যে অক্সিজেন সরবরাহ করে তার জন্য

দ্বিতীয়তঃ

গাছপালা থেকে আমরা ফল কার্ড এবং ছায়া পেয়ে থাকি

আপনি যদি একটি বৃক্ষ রোপণ করেন তা হলে এর সুফল আপনি অবশ্যই বুঝতে পারবেন।একটি বৃক্ষ রোপন করার পর সেই বৃক্ষ থেকে আপনি অবশ্যই ফল পাবেন। ফলের পাশাপাশি আপনি সেই গাছ থেকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন এবং ছায়া পাবেন।রোদের দিনে এই ছায়া আপনি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং কাজে দেবে।আপনার ঘরে যে বৈদ্যুতিক পাখা আছে সেই পাখার বিকল্প হিসেবে আপনি একটি বড় গাছের নিচে যদি গৃষ্ম কালে বসে থাকেন তাহলে বুঝতে পারবেন এই গাছের গুরুত্ব কত

তাছাড়া আমাদের এলপিজি গ্যাসের চাহিদা মিটাতে এই গাছের লাকড়ি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়।এই গাছের কাঠ দিয়ে আপনি গুরুত্বপূর্ণ রান্নার কাজ গুলো করতে পারেন এবং এই গাছের কাঠের সাহায্যে আপনার ঘরের আসবাবপত্র যেমন দরজা-জানালা শোকেস এবং আপনার ঘরের অনেক অনেক দামী দামী দ্রব্য সামগ্রী তৈরি করতে পারেন খুব সহজেই।

সুতরাং বৃক্ষরোপণ আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই করণীয় অংশ

20210729_094253.jpg

চিত্র সম্পর্কে তথ্য

১৯ এ জুলাই 2021।ঈদ উদযাপন করার জন্য যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার চাচাতো ভাই পাবেন বেশকিছু বৃক্ষরোপণ করছিল।আমি তার সাথে উৎসাহিত হয়ে কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম।

বিশেষ করে ফটোগ্রাফি করতে আমার খুব বেশি ভালো লাগে।কেননা এটি block-cen খুব ভালবাসে এবং এই ফটোগ্রাফি মাধ্যমে অরিজিনাল পোস্ট এবং ব্লগিং তৈরি করা যায়।

সুতরাং আমি সব সময় ফটোগ্রাফি ভালোবাসি এবং ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।

তো আমার চাচাতো ভাই পাবেন যখন সুপারি গাছ রোপন করেছিল আমি তখন পর্যায়ক্রমে সকল ফটো গুলো সংগ্রহ করেছিলাম।

নিচে চাইলে তুমি খুব সহজেই এই ফটোগুলো উদযাপন করতে পারো এবং কিভাবে আমার চাচাতো ভাই কাঁদেন বৃক্ষরোপণ অভিযান চালিয়ে আসলে সে সম্পর্কে সুন্দর একটি তথ্য পেতে পারো।

সবাই তো প্রথম থেকে শুরু করে। আমি আসলে ভাই মানুষটা একটু উল্টা। সবার থেকে আলাদা কিছু করতে চাই।তার জন্য আমি শেষ পর্যায় গুলো থেকে শুরু করে প্রথমের দিকে নিয়ে যাচ্ছে তোমাদেরকে। বৃক্ষরোপণ অভিযান টি আমি আশা করি সবার ভালো লাগবে।

তাহলে এবার শুরু করো নিচের ফটো গুলো দেখা,,,

20210729_094257.jpg

20210729_094230.jpg

20210729_094201.jpg

20210729_094203.jpg

20210729_094008.jpg

তুমি চাইলে সবার থেকে আলাদা কিছু করতে পারো। সবাই যা করছে তুমি তার থেকে ভালো কিছু করার চেষ্টা করো। তবে যদি সেটি হয় আসল এবং তোমার নিজস্ব কাজ

সব সময় তোমার চিন্তা ধারা গুলোকে অন্যরকম করার চেষ্টা করো। কারো কোন জিনিস দেখে দেখে সেটি করাটা সার্থকতা নয়।মূল সার্থকতা সেটি হবে যেটি তুমি নিজে নিজে তৈরি করবে এবং মানুষ সেখানে থেকে আশ্চর্য হবে।

সৃজনশীল চিন্তাধারা কাজের জন্য আমরা অনেকেই অলসতা করি। সুতরাং সকল অলসতা বাদ দাও এবং সৃজনশীল কিছু তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দাও। তবে তোমার জীবন সার্থক হবে এবং তুমি হবে সার্থক একজন মানুষ।

অবশেষে বলতে চাই

যেহেতু গাছপালা আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ।আমরা খাবার না খেয়ে হয়তো 10 থেকে 15 দিন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি।কিন্তু তুমি চাইলেই অক্সিজেন ছাড়া পৃথিবীতে হয়তো এক থেকে দুই মিনিট বেঁচে থাকতে পারবে তার বেশি নয়।

সুতরাং এই পৃথিবীতে কঠোর জলবায়ুর হাত থেকে রক্ষা করতে এবং তোমার নিজের ঘরের শোভা বৃদ্ধি করতে (আলমারি শোকেস ড্রেসিংটেবিল ডাইনিং টেবিল দরজা জানালা তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত কাঠ) এবং তোমার যথেষ্ট পরিমাণে অক্সিজেন চাহিদা পূরণ করতে আমাদের সকলেরই উচিত যথেষ্ট পরিমাণে বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাওয়া এবং এই অভিযানের সাথে সকলে মিলে মিশে কাজ করা।।।

এটি আমার অরিজিনাল কন্টেন।।।

বিশ্বকে, আমাদের দেশকে, এবং আমাদের সমাজকে,আমাদের নিজেদেরকে বিশেষ করে সব জায়গায় আমরা যদি সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ পেতে চাই এবং দূষণ মুক্ত অক্সিজেন পাওয়ার জন্য বৃক্ষরোপণ আমাদের জীবনের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়।বৃক্ষরোপণ অভিযান ছাড়া আমাদের জীবনকে কঠোর জলবায়ুর হাত থেকে রক্ষা করা কখনও সম্ভব হবে না।যদিও আমাদের দেশে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে এবং বিশুদ্ধ বাতাস রয়েছে তার পরেও কিছু কিছু এলাকায় যথেষ্ট পরিমাণে গাছপালা নিধনের ফলে আমাদের জলবায়ু তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সুতরাং এক্ষেত্রে আমাদের জলবায়ুকে এবং জলবায়ু তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।সে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যেতে হবে এবং সুন্দর এবং উন্নত বিশ্ব তৈরি করার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি

সুন্দর হোক তোমাদের আগামীর পথ চলা।

ফটোগ্রাফিঅরিজিনাল ফটোগ্রাফিফটোগ্রাফি করেছেন
@steem-for-futureলোকেশনবাংলাদেশ
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোনমডেল ও নাম
স্যামসাং গ্যালাক্সি এ টেন এসক্যাটাগরিজলবায়ু এবং আমাদের বিশ্ব
বিষয়বৃক্ষরোপণ অভিযানফটোগ্রাফি ইনফর্মেশন
অরিজিনাল ফটোকান্ট্রিবাংলাদেশ

আন্তরিকভাবে সাধুবাদ জানাই সুন্দর একটি কমিউনিটি তৈরি করার জন্য এবং আমাদের সকলকে আমাদের মাতৃভাষা এবং আমাদের মায়ের ভাষা বাংলায় ব্লগিং করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য

@rme (owner of #amarbanglablog) তাছাড়াও সকল এডমিন এবং অন্যান্য ব্যবহারকারীদের অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল সুন্দর এই কমিটির সাথে থাকার জন্য। সুন্দর হোক সবার আগামী দিনের পথ চলা।

❣️ অনেক অনেক প্রত্যাশা এবং শুভকামনা নিয়ে আজকে এ পর্যন্ত ই❣️

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদম সচেতনমূলক পোস্ট। দারুন লাগলো ভাই। এভাবেই আমাদের পরিবেশ রক্ষা এবং ভারসাম্য ঠিক রাখতে হইবে

হা ভাই