Google Pixel 7a: গুগল পিক্সেল ৭এ ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে?

in hive-129948 •  2 years ago 

গুগল পিক্সেল ৭এ ফোন সম্পর্কে অনেক কিছু শোনা যাচ্ছে। এই ফোনটি বেশ কিছু সাধারণ ফীচার নিয়ে এলেও কোম্পানি নিজেদের ফোন বিশ্বস্ততা এবং পারফরমেন্স উন্নয়ন করেছে।

গুগল পিক্সেল ৭এ ফোন এখনো লঞ্চ হয়নি। তবে এই ফোনটি সম্ভবত আগামীকালের মধ্যেই লঞ্চ হতে পারে। ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন জানতে আমরা কিছুটা অপেক্ষা করতে হবে।

গুগল পিক্সেল ৭এ ফোনটির সেটের কিছু ফিচার এবং স্পেসিফিকেশন হতে পারে নিচের মতঃ

Google-Pixel-7-Pro.jpg

  • সাইজ: ৬.২ ইঞ্চি ডিসপ্লেট সাইজ, অল-এমোলেড প্যানেল, পিক্সেল রেজলিউশন ২১৬০ x ১০৮০ পিক্সেল।
  • প্রসেসর: গুগল পিক্সেল ৭এ একটি পাওয়ারফুল প্রসেসর থাকবে, যা হতে পারে Qualcomm Snapdragon 865 বা ৮৮৫।
  • ক্যামেরা: একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের উলট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: ফোনটি শক্তিশালী ব্যাটারি সহজেই ৪০০০ mAh ব্যাটারি থাকতে পারে।
    সংযোগমূলকতা: ৪জি
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!