এই ছেলে প্রতিদিন আমার পিছে পিছে কি জন্য আসেন..?

in hive-129948 •  4 months ago 

আপনি কি আমাকে বললেন কথাটা..?

অবশ্যই... আপনি ছাড়া আমার সামনে কেউ আছে..?
.
:-না...
.
:-তাহলে আপনাকেই বলছি...
.

:-আপনি কি শিওর আমি আপনার পিছে পিছে যাই...? আমিতো কখনো খেয়াল করিনি আপনি আমার সামনে থাকেন...

.
:-আপনিতো দেখছি খুব চালাক...? তাহলে প্রতিদিন আমি যেই টাইমে ফিরি আপনি ঠিক সেই টাইমে কোথায় যান...?
.
:-বাসায় যায় খাইতে...
.

:-তাই...? সত্যি কথা বললে কিছু বলবো না...না বললে চিৎকার দিবো। আমি জানি আপনি আমাকে ফলো করেন।

.
:-না আসলে ঘটনা সত্য... আমি আপনাকে ফলো করি। আপনাকে আমার ভালো লাগে....
.
:-দেখছেন সত্যটা বের হয়ে গেছে....খানিক আগে চাপা মারলেন আপনি নাকি আমাকে দেখেন নাই...
.

:-এমনি ভয়ে মিথ্যা বলেছিলাম...যদি আপনি চড় মারেন বা রেগে যান....

.
:-আচ্ছা আমার পিছনে আজ কতদিন ঘুরছেন...?
.

1f338.png
:-এইতো সব মিলিয়ে ৬মাসের মতো....
.
:-আজকের পর থেকে আর পিছে পিছে আসবেন না...
.
:-কেনো...? আমিতো আপনাকে কখনো বিরক্ত করি নাই... এমনকি আপনি যদি কথা না বলতেন তাহলে কখনো আপনার সাথে কথাও বলতাম না....
.
#:-তাহলে আমার পিছে ঘুরেন কেন...?
.
:-এমনি আপনাকে ভালো লাগে তাই পিছে পিছে ঘুরি আপনাকে দেখার জন্য....
.
:-আজ থেকে আমার পিছে পিছে ঘুরবেন না....
.
:-আচ্ছা....
.
মেয়েটার ওখান থেকে ফিরে আসছিলাম...পিছন থেকে আবার ডাক দিলো মেয়েটা....
.
:-শুনেন
.
:-হ্যা বলেন....
.
:-চলে যাচ্ছেন কেনো...? আমি কি যেতে বলেছি...?
.
:-না....
.
:-এখন থেকে আমার পিছে পিছে নয় পাশে হাটবেন...
.
:-দুঃখিত আমি পারবনা....
.
:-কেনো....? ভালোবাসেন না আমাকে..?
.
:-হ্যা ভালোবাসি...
.
:-তাহলে আমার পাশাপাশি হাঁটতে সমস্যা কোথায়...?
.

:-সমস্যা আছে...কারন পাশাপাশি হাঁটলে আপনার প্রতি আমার মায়া জন্মাবে.... আপনার সাথে একসাথে চলার মূহুর্তগুলো আমার মনে জেকে বসবে...

.
:-এতে কি সমস্যা...? আপনি আমাকে ভালোবাসেন... তাহলে আমাকে নিয়ে ভাবতে সমস্যা কোথায়..?
.
:-যখন আপনি থাকবেন না তখন এই সব সময়ের কথা ভেবে আমি কষ্ট পাবো...
.
:-আমি থাকবো না কেনো...? আপনি আমাকে আপনার নিজের করে রাখবেন না...?
.
:-অবশ্যই আপনাকে নিজের করে রাখতে চাই কিন্তু সেইটা সম্ভব না...আর এজন্য আমি একতরফা ভালোবাসি...আর আপনাকে আমার ভালোবাসার কথা জানাই নাই...
.
:-কেনো আমাকে নিজের করে আপনার কাছে রাখতে পারবেন না..?
.

:-আপনি দেখতে সুন্দরী,ভালো পরিবারের মেয়ে আপনি এখন বিবাহযোগ্য....আর আমি পরিবারের বড় ছেলে, এখনো পড়শোনা শেষ করি নাই.... আমার পড়াশোনা শেষ করে চাকরি পেতে এখনো অনেক সময় বাকি.... ততদিন আমি আপনাকে ধরে রাখতে পারবোনা.....

.
:-এত অল্পতেই হাল ছেড়ে দিলেন...? একটু চেষ্টা করে দেখতে পারতেন...
.
:-বাস্তব অনেক কঠিন..... আমি হাল ছাড়ি নাই। চেষ্টা করবো আমার ভালোবাসাকে নিজের করে নেওয়া জন্য...যদি আপনি অপেক্ষা করেন....
.
:-অবশ্যই আমি আপনার অপেক্ষায় থাকবো...আর অপেক্ষার পাল যখন শেষ হবে তখন আপনাকে শাস্তি ভোগ করতে হবে...
.
:-কিসের শাস্তি...?
.
:-এইযে আমার মনে ভালোবাসা জাগিয়ে দূরে থাকার জন্য...
.
:-অপেক্ষার ফল মিষ্টি হয়....
.
:-অপেক্ষার থাকবো.....
.

সেদিনের পর আর মেয়েটার সাথে আর কথা হয়নি...তবে আগের মতই তার পিছু নিতাম.....

এরপর পড়াশোনা শেষ করে চাকরি পেলাম... বাড়ি থেকে বিয়ের কথা উঠতেই মেয়েটার কথা বললাম...
জানতে পেরেছিলাম সে এখনো আমার অপেক্ষায় আছে....তাকে যে পাবো এইটা আমি কখনো আশা করিনি....
তবে আজ আমি তাকে আমার নিজের করে এনেছি....
আজ আমাদের বিয়ে হয়েছে.... এখন আমি এই মুহূর্তে বাসর ঘরে দাঁড়িয়ে আছি....
.
:-আপনি আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাহারা দিবেন...
.
:-কেনো...?
.
:-বলেছিলাম না অপেক্ষার পালা শেষ হলে আপনাকে শাস্তি পেতে হবে.... এটাই আপনার শাস্তি....
.
তার দেওয়া হাজারটা শাস্তি আমি ভোগ করতে রাজি... আমি আমার ভালোবাসাকে নিজের করে পেয়েছি......এই আনন্দের কাছে সব কিছুই তুচ্ছ......?

3.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://medium.com/@bartabani50/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%86%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-10d290b17e90

Loading...