কলম নিয়ে কিছু কথা

in hive-129948 •  3 years ago 

বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টিকর্তার নামে শুরু করলাম । আমরা যখন কিছু টাকা নিয়ে দোকানে যাই কলম কিনার জন্য তখন আমরা ভাবি কোন কলমটি নেওয়া যায়। যে কলমটি দেখতে ভাল এবং পছন্দ লাগে সেই কলমটি আমরা সাধারণত কিনে নিয়ে আসি। কিন্তু যখন এ কলম দিয়ে আমার লেখা শুরু করি। একসময় লিখতে লিখতে এ কলমের কালি শেষ হয়ে যায়। তখন দেখুন এ কলম এর পরিণতি কি হয়।

IMG_20210916_223635.jpg

IMG_20210916_223545.jpg

IMG_20210916_223538.jpg

Center>>h1 কলমের পরিণতি<\h1>


এক সময় দোকানে গিয়ে যখন ভাবতাম কোন কলমটি নিব। আর এখন এই কলমের কালি যখন শেষ হয়ে গেল অর্থাৎ যখন এর প্রয়োজন ছিল তখন কোনটা নিলে ভালো হয়। আর কোনটা নিলে ভালো লিখবে সে জিনিসটি ভাবতাম। কিন্তু যখন এর কালি ফুরিয়ে গেল অর্থাৎ এই জিনিসের ব্যবহার করা যাচ্ছে না তখন ঐ ওই কলম আমরা ফেলায় দেই। এ থেকে বোঝা যায় প্রয়োজনে ভালোবাসি। প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে আমরা নিন্দনীয় চোখে দেখি। এটি নিয়তি।
Uploading image #1...

IMG_20210916_223633.jpg

IMG_20210916_223632.jpg

IMG_20210916_223629.jpg

IMG_20210916_223620.jpg

কিন্তু এটি আমাদের ঠিক নয়। আমাদের উচিত প্রয়োজন শেষ হয়ে গেলেও সেই জিনিসটি কি মূল্যায়ন করা। এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য ।আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু বানী উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা শেষ করলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছ বন্ধু। সবাই প্রয়োজনে ব্যবহার করে। আর প্রয়োজন শেষ হয়ে গেলে, তাকে আর পিছন ফিরেও তাকায় না। এরি নাম মানুষ !!

তো বন্ধু অনেক সুন্দর লিখেছো। ধন্যবাদ তোমাকে।

তোমাকেও ধন্যবাদ বন্ধু। অনেক ভুল-ত্রুটি হয়েগেছে লেখার মধ্যে প্রথম হিসেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কলম এক মাত্র জিনিস যেটা দিয়ে ভালোমন্দ দুটোই লেখা হয়।কলম সব সময় একটি পাঠ্য সরঞ্জাম।ফুরিয়ে যাওয়া কলম গুলো আমি সংরক্ষণ করে রাখতে ভালোবাসি।অনেক সুন্দর কথা বলেছেন আপনি।শুভ কামনা রইলো আপনার জন্য।

জি ভাই দোয়া রাখবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কথা নিয়ে আলোচনা করতে পারি। আর অনেক দেরি হয়ে গেছে লেখার মধ্যে প্রথম হিসেবে কিছু মনে কইরেন না। ভুলগুলো দেখে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি শুধরে নেয়ার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। দোয়া রাখবেন।