আমার বাংলা ব্লগে আমার পরিচয় পর্ব পোস্ট। ১০% shy-fox দিলাম ।

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আজকে আমার প্রথম পোস্ট করতে যাচ্ছি পরিচয়মুল । আশা করি সবাই পাশে থাকবেন।

আমার নাম মোঃ সুজন ইসলাম । পিতা মোঃ ফয়জল হক । মাতা মোছাঃ সেলিনা বেগম । আমরা এক ভাই এক বোন ।

IMG_20210913_160924.jpg

Device: symphony z18
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার গ্রামের নাম দারিয়াপুর। পোস্ট অফিস: কল্যাণী। উপজেলা: বীরগঞ্জ। জেলা: দিনাজপুর।আমি বর্তমানে একজন ছাত্র। আমি দিনাজপুর পলিটেকনিক এ ইলেক্ট্রিক্যাল টেকনোলজি তে পড়ি।

ছোটবেলা থেকেই আমি গ্রামের স্কুলে লেখাপড়া করেছি । আমি সমাপনী পরীক্ষা দেই ২০১৩ সালে মিরা টঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এসএসসি পাস করি মাটিয়া করা উচ্চ বিদ্যালয় থেকে। আমার এসইসিতে রেজাল্ট ছিল ৪.৮৩ । পরে আমি এই পয়েন্ট নিয়ে দিনাজপুর পলিটেকনিক এ ভর্তি হয়।

IMG_20210913_154350.jpg

Device: symphony z18
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

IMG_20210913_154336.jpg

Device: symphony z18
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

আমার শখ

আমার শখ আমি বড় হয়ে একজন নামকরা ইঞ্জিনিয়ার হব এবং দেশের জন্য কাজ করবো। অনেকের ভাল ইঞ্জিনিয়ার আছে যে তারা বিদেশে গিয়ে কাজ করতেছে। অন্য দেশকে তারা উন্নতি করতেছে। কিন্তু তারা আমাদের দেশের জন্য কিছু কাজ করে না। তারা অতিরিক্ত টাকার লোভে বাইরে গিয়ে কাজ করে। তারা এটা বোঝেনা যে এদেশে তাদের জন্ম , এই দেশকে উন্নত করতে হবে। সেইজন্য আমি চাই আমি লেখাপড়া করে ভালো ইঞ্জিনিয়ার হতে। যাতে আমি দেশের জন্য যদি কিছু কাজ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি।

received_1308258866293283.jpeg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

.
received_4289742441104604.jpeg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

received_369571767981653.jpeg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

received_547173229841942.jpeg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি আমি ফুটবল খেলতে অনেক ভালোবাসি। কেননা লেখাপড়া করতে করতে বিরক্ত বা একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়ামি দূর করার জন্য কোন কিছু বিনোদনমূলক কাজ করা উচিত। আর আমি খেলা কেই বেছে নিয়েছি। আমি ছোট বেলা থেকে ফুটবল খেলতে পছন্দ করতাম। কেননা ফুটবল খেলাটা অনেক জনপ্রিয় ও মজার। এই ফুটবল খেলার জন্য বাসায় আমার অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। বাসা থেকে ফুটবল খেলতে দিত না। তারা ভয় করত কখন দুর্ঘটনা ঘটে যায়। তাই আমি চুপে চুপে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যেতাম।

received_817624765588504.jpeg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

received_286690419575384.jpeg

Device: vivo Y11
Click : mobarak
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

received_264066198912396.jpeg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/proposes.lollipop.swift

এখন লেখাপড়ার চাপে সেই মতন আর ফুটবল খেলা হয় না। কারণ নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। তাই আমি ফুটবল খেলা অনেক কম করে দিয়েছি। মাঝেমধ্যে খেলি।

এই স্টিমিট প্লাটফর্মে নিয়ে আসে আমার দুই বন্ধু। তাদের নাম হলো, @ebrahim2021@sagor1233 । তারা আমাকে 13 সেপ্টেম্বরে এই কথা বলে। এবং ভালোভাবে শিখিয়ে দেয়।

ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আমার যদি কোন কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নতুন তাই সবাই একটু হেল্প করার চেষ্টা করবেন। যেন আমি আপনাদের সাথে এই কমিউনিটিতে কাজ করতে পারি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে সুস্বাগতম আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। আপনার স্টিমিট জার্নি অনেক মধুর ও সুখের হোক। আপনার জন্যে দোয়া ও প্রার্থনা রইলো।

জি ভাই দোয়া রাখবেন। আমি যেন সব নিয়মকানুন মেনে চলতে পারি।

আমার বাংলা ব্লগ, কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার জীবন বৃত্তান্ত খুবই সুন্দর। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আশাবাদী।

জি ভাই দোয়া রাখবেন। আর এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা রইল।

Loading...

বন্ধু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে তোমাকে স্বাগতম। আশা করি এই কমিউনিটির নিয়ম কারণ মেনে চলবেন এবং নিজেকে ক্রিয়েটিভিটি প্রকাশ করবে ‌‌।

তোমার জার্নি সফল হোক এই কামনাই করি। ধন্যবাদ তোমাকে।

আমার জন্য দোয়া করবে বন্ধু । আমি যেন বাংলা ব্লগ কমিউনিটির সব নিয়মকানুন মেনে চলতে পারি। ধন্যবাদ।

@sujon18 আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম জানাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি নিজস্ব কিছু নিয়ম-কানুন রয়েছে। আশা করি সেগুলো আপনি মেনে চলবেন এবং আমাদের কমিউনিটি তে কিছু পিন করা পোস্ট আছে যেগুলো দেখলে আপনি আমাদের কমিউনিটি আপডেট ধারণা পেয়ে যাবেন।
আমাদের কমিউনিটি সম্পর্কে বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন। যে কোন সমস্যা বা কোন কিছু জানার থাকলে সরাসরি আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করব, ধন্যবাদ।।

জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর যখন কোন সমস্যা হবে তখন আমি অবশ্যই আপনাকে জানাবো। আপনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। ধন্যবাদ ভাই আপনাকে।

দ্রুত আমাদের ডিসকর্ডে যুক্ত হয়ে যান। আপনার যেকোনো সমস্যার সমাধান সেখানে পাবেন। ধন্যবাদ আপনাকে।

ঠিক আছে ভাই ‌। বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম।আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

ঠিক আছে ভাই আপনাকে সুন্দর বলার জন্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি আমাদের কমিউনিটির নিয়ম মেনে চলবেন।

জি ভাই আমি অবশ্যই আমার বাংলা ব্লগ এর নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আশা করছি আপনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন। আপনার জন্য অনেক শুভকামনা।

জি আপু আমি অনেক সুন্দর পোস্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আমার জন্য দোয়া রাখবেন।