আজ মঙ্গলবার 20 /07/2021. জিলহজ্জ মাসের 9 তারিখ আরাফার দিন ।
আসসালামু আলাইকুম ও আদাব,কেমন আছেন দুই বাংলার বন্ধুরা।
আশা করি ভালো।আমিও ভালো আছি তবে আজকের দিনটা সকাল থেকে একটু হালকা গরম ছিলো ভেপসা গরম ।
যাই হক তবুও দিনটি ছিলো ভালো কারন জিলহজ্জ মাসের শেষের দশ দিনের অনেক ফজিলত।।এই দিন গুলোতে হাজিরা সবাই গূনামাফির জন্য কান্নাকাটি করতে থাকে এতে আল্লহ খুশি হয় তাদের মাফ করে।বিশেষ করে আরাফার দিনে।
সকাল বেলা::
ভোর 4 .15 তে ফজরের আজান কানে গেলো উঠে ওযু করে নামাজের প্রস্তুতি নেই ।আর ঘরের সবাইকে উঠাই দেই নামাজের জন্য ।
নামাজ শেষে এক গ্লাস লেবুর রসের ঠান্ডাপানি খেয়ে নেই শরীর মন সতেজ করার জন্য। এর পর একটূ ঘরের কাজ করি ।ঝাড় দেই ।ঘরটা পরিস্কার করি ।এর পর সবার জন্য সকালের নাস্তা হিসেবে খেচুরি রান্না করি ।খেচুরি হয়ে গেলে সবাই কে ডেকে খেতে দেই ,আমিও খাই ।
এর পর দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নেই ।
দুপুর বেলা::
দুপুরের রান্না শেষ করে ই গোসল করে নেই আগে।এর পর যোহরের আজান হলে নামাজ পরে নেই।
এরপর দুপূরের খাবার সবাই একসাথে খাই ।
খাওয়া শেষ হলে ,সব গুছিয়ে ফেলি ।এর পর আমার হাতের কাজ সেলাই মেশিনে বসি ।ছোট মেয়ের জামা বানাই একজন দিছিলো বানাতে তাই।বানাতে বানাতে বিকাল হয়ে আসে।
বিকালবেলা:
।এরপর সেলাই এর কাজ থেকে উঠে আছর এর নামাজ পরি ।নামাজ পরে বাসার সামনে একটু হাটি শরীরকে সতেজ করার জন্য ।তারপর ঘরে ঢুকে মশার জন্য কয়েল ধরাই ।সন্ধ্যার নাস্তার জন্য ছোলাবুট রান্না করি ।
সন্ধ্যা বেলা::
সন্ধ্যা হলে মাগরিব এর নামাজ পরে নেই ।এর পর নাস্তা ছোলাবুট খাই ,সবাইকে দেই ।এর পর বাচ্চাদের সাথে গল্প করি একটু টিভিতে খবর শুনি ।এর পর লুডু খেলি।
রাতের বেলা :
রাতের বেলা এশার নামাজ পরেনেই।এর পর ঘরের সবকিছু গুছিয়ে ফেলিসুন্দর করে ।রাতের বেলাসবাই একসঙ্গে খেয়ে নেই।তার পর কিছুক্ষন নাটক দেখি ক্রিকেট খেলাও দেখি ভাল লাগে।
এর পরে বিছানায় চলে আসি ঘুমাতে । ফোনটা হাতে নিয়ে সারাদিনের
Diary লিখে ফেললাম।একটু পোষ্ট দিতে দেরি হলো ।এই ছিলো আজকের দিনের diary আমার।
ধন্যবাদ দুই বাংলার প্রিয় বাংলাভাষী বন্ধুদের।আশাকরি ভালো লাগবে।
ভুল হলে মার্জনা করবেন।
প্রথমে পরিচয়মূলক পোস্ট করুন একটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit