সুপারি পাতার প্লেটে সুন্দর একটি আর্ট

in hive-129948 •  2 months ago 


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুপারি পাতার প্লেটে সুন্দর একটি আর্ট নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240825_140730~2.jpg

প্রয়োজনীয় উপকরণসমূহ


  • রং
  • তুলি
  • সুপারি পাতা প্লেট

IMG_20240825_130302~2.jpg

ধাপ: ১


সুপারি প্লেটে অন্য পাশে আমি আগে একটি আর্ট করেছিলাম অন্য একটি পাস ফাঁকা ছিল। তাই আমি ওপর পাশেও একটি আর্ট করার চেষ্টা করি। তাই শুরুতে আমি কালো রং করি।

IMG_20240825_130420~2.jpg

ধাপ: ২


এভাবে আমি সুন্দর করে নিচের দিকে ঢেউঢেউ করে কালো রং করি।

IMG_20240825_130548~2.jpg

ধাপ: ৩


তারপর আমি সূর্য আঁকানোর জন্য সাদা রং করার চেষ্টা করি।

IMG_20240825_130904~2.jpg

ধাপ: ৪


তারপর সুন্দর করে সাদা রং করা শেষ হলে। আরো এক পাস ফাঁকা ছিল সেদিকে কমলা কালার এবং সাদা কালার মিশিয়ে রং করার চেষ্টা করি।

IMG_20240825_131508~2.jpg

ধাপ: ৫


এখানে সুন্দর করে কমলা কালার রং করা শেষ করি।

IMG_20240825_131629~2.jpg

ধাপ: ৬


তারপর আমি উপর দিকে চিকন করে নীল কালার রং করার চেষ্টা করি।

IMG_20240825_132108~2.jpg

ধাপ: ৭


তারপর একদম উপরের দিকে চিকন করে আকাশে এবং কালো রং এর মিশ্রণে সুন্দর করে রং করি। সেই সাথে একদম নিচের দিকে যে কালো কালার রং করেছিলাম তার উপর দিয়ে সুন্দর করে ঘাস আঁকিয়ে দিয়।

IMG_20240825_140313~2.jpg


শেষ ধাপ:


তারপর আমি এখানে সুন্দর করে আকাশ আঁকিয়ে দিই। সেই সাথে আমার আর্ট করাও সম্পূর্ণ করি।

IMG_20240825_140444~2.jpg


বিশেষ বিশেষ তথ্য


বিষয়আর্ট পোস্ট
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুপারি পাতার প্লেটে সুন্দর একটি আর্ট আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করলেন। চিত্রটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

জ্বী ভাইয়া আমি সুন্দর করে আকানোর চেষ্টা করেছি।

সুপারি পাতার প্লেটে অসাধারণ একটি আর্ট করেছেন আপু।আমার কাছে একদম ইউনিক লাগছে।সুপারি পাতার উপর যত সুন্দর ভাবে আর্ট করা যায় তা আমার আগে জানা ছিল না।নিখুঁত হাতে এবং দক্ষতার সাথে সুপারি পাতার প্লেটের উপর এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আমার আর্ট করাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া।

ওয়াও অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি আজকে সুপারি পাতার প্লেটে। দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে আর্টটি অংকন করার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিনিয়ত এরকম সুন্দর আর্ট গুলো করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন আপনি। আশা করছি এরকম সুন্দর আর্ট আপনি সবসময় শেয়ার করবেন আমাদের মাঝে।

জ্বী ভাইয়া আপনি ঠিক বলেছেন। চেষ্টা করলে ভালো কিছু করা সম্ভব।

সুপারি পাতার প্লেটে খুবই দারুণ একটা আর্ট করেছেন তো। আমার কাছে এই আর্ট দেখতে অনেক ভালো লেগেছে। আপনি সবসময় এ ধরনের আর্ট করার জন্য চেষ্টা করলে পরবর্তীতে দারুন দারুন করতে পারবেন। কালারটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। যা দেখতে ভালো লাগছে।

জ্বি আপু। চেষ্টা না করলে কোন কিছু সম্ভব না।

আপু আপনি সুপারি পাতার প্লেটে খুব সুন্দর পেইন্টিং করেছে। তবে যদি এভাবে চেষ্টা করতে থাকেন তাহলে আরও সুন্দর আর্ট করতে পারবেন। আশা করি সামনে আপনার কাছ থেকে আরও ইউনিক আর্ট দেখতে পাবো। আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুপারি পাতার প্লেটে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন আপনি। আপনার আর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। সুপারি পাতার আর্ট দেখতে ভালো লাগলো। আমি কখনো সুপারি পাতার প্লেটে আর্ট করিনি। আপনারা আর্ট দেখে সুপারি পাতার প্লেটে মধ্যে আর্ট করার অনেক বেশি ইচ্ছে করছে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।