জেনারেল রাইটিং ||একতাই শক্তি ||

in hive-129948 •  last month 


আসসালামু আলাইকুম

হাই
বন্ধুরা!

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি ।


pexels-fauxels-3184433.jpg

Source


আলোচনার বিষয়:
একতাই শক্তি


জীবনে আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে একতা থাকা প্রয়োজন। কাজেই আমাদের কোন কাজ করার ক্ষেত্রে একতা থাকা প্রয়োজন। যদি আমরা দলবদ্ধভাবে কোন কাজ করতে যাই। সেক্ষেত্রে আমাদের কাজ অতি তাড়াতাড়ি সম্ভব হবে। সবার কষ্ট পরিশ্রমও কম হবে। আবার আমরা সুস্থভাবে জীবন যাপন ও করতে পারব। ওর জন্য আমাদের একতা থাকা অতি প্রয়োজন। আর যদি আমরা একতা না থাকি তাহলে কোন কাজ সহজে সম্ভব হবে না। সমাজে এখন দেখা যায় অধিকাংশ সময় কেউ একতা থাকতে চায় না। যে যার মত সমাজ ভেঙ্গে চুরে থাকে। কিন্তু আমার মনে হয় যদি আমরা একতা ভাবে থাকি তাহলে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারব এবং সবদিক দিয়ে শান্তিপূর্ণ থাকতে পারবো। তাই আমাদের সবারই উচিত একতা ভাবে থাকা। একতা না থাকলে দেখা যায় অনেক সময় ভোগান্তিতে পড়া লাগে যেমন সারা জীবন একা থাকতে থাকতে যখন কোন সমস্যার সম্মুখীন হয় তখন অন্য মানুষজন তার দিকে ফিরেও চেয়ে দেখে না। এজন্য আমাদের উচিত সবসময় একতা ভাবে বসবাস করা। তাহলে কোন সমস্যা সম্মুখীন হলেও সেটা সুষ্ঠুভাবে মোকাবেলা করা সম্ভব হয়ে ওঠে। আর যদি একতা ভাবে না থাকি সেই কাজটা সম্ভব হয় না।

একতাই বল একতাই শক্তি এই কথাটি আমি মন থেকে বিশ্বাস করি। আবার এটাও সমাজে দেখা যায় যে মানুষ নিজের মত ভাবে বসবাস করে কেউ কারো কথা ভাবে না। কোন গরিব কোন মতামত দিতে পারেনা যে যার মত বসবাস করতে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় সমাজের কোন দুস্থ মানুষ সমস্যায় সম্মুখীন হলে আমরা যদি সেটা একতা না হই তাহলে সেটা কখনোই ভালো কিছু করা সম্ভব নয়। কাজেই আমাদের একতা ভাবে থাকা উচিত। তাহলে আমাদের সমাজের মানুষও ভালোভাবে জীবন যাপন করতে পারবে। আবার আমাদের জীবনেও শান্তিতে পরিপূর্ণ থাকবে। আবার দুঃখ আছে বলেই আছে বলেই আমরা সুখের সুন্দরভাবে উপভোগ করতে পারি। যদি দুঃখ না থাকতো তাহলে আমরা কখনোই সুখের মর্ম বুঝতাম না। তাই আমরা যদি সমস্যাই করি সে ক্ষেত্রে দুঃখ পাই। তবে যদি একতা হয়ে সমস্যা সমাধান করতে চাই সে ক্ষেত্রে আমাদের সমস্যাটি তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভব। আর যদি একতা না হই তাহলে আমাদের এই সমস্যা থেকে বের হতে বেশ ভোগান্তিতে পড়া লাগে। এসব ভোগান্তি আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায়। ডিপ্রেশনে যাওয়ার পর আমরা নানা রোগেও আক্রান্ত হয়ে যেতে পারি। কাজেই আমাদের উচিত একতা ভাবে বসবাস করা।

আমাদের সমাজে এখনো অনেক অসহায় ব্যক্তি আছে। তারা কিনা ঠিক মতো খেতে পায়না ঠিকমতো জীবন-যাপন করতে পারে না। এমন অনেকে আছে অসহায়তাই ভোগে। আমরা যদি তাদের এই অসহায় দূর করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ একতা হওয়া। কারণ একতা নাহলে কোন কাজ সম্ভব হবে না। তাই আমাদের একতা হয়ে কাজ করতে হবে। যদি সমাজের এই সমস্ত দুস্থ মানুষদেরকে আমরা সাহায্য করতে চাই তাহলে আমরা যদি একতা হয়ে সবাই কোনো না কোনোভাবে সাহায্য করি তাহলে তাদের অনেক উপকার হবে। আর যদি আমরা একতা না হয়ে একা কোন কাজ করার উদ্যোগ নেই,তাহলে সে কাজ করা কখনো সম্ভব হবে না। কাজেই আমাদের উচিত একতা ভাবে মানুষকে সাহায্য করা। একজনের পক্ষে অনেক কিছু করা সম্ভব নয় তবে একতা ভাবে কোন একটা কাজ করলে সেটা সফলভাবে সম্পন্ন করা যায়। আবার সেই কাজে কেউ বাধা দিতেও পারে না। কোন সমস্যার সম্মুখীন হয় ও না। কিন্তু যদি কাজটি আমরা একা করতে যাই তাহলে অনেক বাধা-বিপত্তি সামনে আসে।


পোস্ট বিবরণ


বিষয়একতাই শক্তি
ফটোগ্রাফি ডিভাইসrealme note50
আমার লোকেশনঢাকা সাভার
ব্লগার@sumiya23
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক অনেক ভালো লাগলো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে একতাই শক্তি একতা সত্য। কারণ একজনে যা পারে না দশ জন মিলে একত্রিত হয়ে তারপরে। তাই আজিম মানুষেরা এই বিষয়টা বুঝতে পেরেই কিন্তু জনবসতি গড়ে তুলেছিল সমাজ গড়ে তুলেছিল। যাইহোক সুন্দর একটা বিষয় নিয়ে লিখতে দেখে ভালো লেগেছে আমার।

জি ভাইয়া একা একা একটা কাজ করলে সেটা সহজে সম্ভব করা যায় না কিন্তু দশে মিলে যদি সেই কাজটা করা যায় সেটা সম্ভব হয়ে যায় খুব তাড়াতাড়ি।

বলা হয়ে থাকে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সবাই মিলে একত্রে কোন কাজ করলে সফলতা খুব দ্রুত আসে এবং কাজ নির্ভুল ভাবে হয়ে থাকে। একতাই শক্তি আপনি ঠিক বলেছেন। সবাই মিলে একই ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হওয়াটা উত্তম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য।

জ্বী ভাই আপনি ঠিক বলেছেন।একত্রে কোন কাজ করলেন সফলতা খুবই দ্রুত আসে এবং কাজও অনেক সহজ হয়ে যায়।