ফটোগ্রাফি পোস্ট || 📸ছয়টি ফুলের ফটোগ্রাফি📸

in hive-129948 •  2 days ago 


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে।সেই সাথে আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করতে ভালো লাগে।আশা করি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250301_171125.jpg


📸 ১ নং ফটোগ্রাফি 📸


এটা হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া বেশ কঠিন।আমিও গোলাপ ফুল ভীষণ পছন্দ করি। তবে আমার কাছে সাদা গোলাপ কেন জানি একটু বেশি ভালো লাগে। এই গোলাপটা সাদা এবং হলুদের সমন্বয়ে। এই গোলাপ পাও দেখতে খুবই চমৎকার লাগছিল। এ ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে। এই ফটোগ্রাফি টা আমি নার্সারিতে গিয়ে করি।

IMG_20250301_170044.jpg


📸 ২ নং ফটোগ্রাফি 📸

এটা হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল ও আমার কাছে খুবই ভালো লাগে। ফুল মানেই হচ্ছে একটি পবিত্র। যে কোন ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। সেই সাথে ফোনে ফটোগ্রাফি করতেও ভালো লাগে। ফুল দেখলে আমি ফুলের ফটোগ্রাফির করা শুরু করি। তবে আমার কাছে সাদা ফুল হলে বেশি ভালো লাগে। জবা ফুলও এখন বিভিন্ন কালার দেখা যায়।

IMG_20250301_171451.jpg


📸 ৩ নং ফটোগ্রাফি 📸

এটা হচ্ছে পুষ্পকথন ফুল। পুষ্পকথন ফুল আমি আগে অনেকবার দেখেছি কিন্তু নাম জানতাম না।এবার পুরোটা দেখে নাম জানার আগ্রহটাও বেড়ে গেল।এ ফুল গুলা দেখতে কিছুটা ডালিয়া ফুলের মতই।প্রতিটা ফুলের মধ্যেই আলাদা রকম সৌন্দর্য আছে।এই ফুলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

IMG_20250301_170447.jpg


📸 ৪ নং ফটোগ্রাফি 📸

রঙ্গন ফুল একটি অতি পরিচিত হলো। রঙ্গন ফুল আমার কাছে অনেক ভালো লাগে।রঙ্গন ফলের বেশ কয়েকটা কালার আমি দেখেছি। এ কালারটা ভালো লেগেছে। প্রতিটা ফুলেরই যেন অন্যরকম সৌন্দর্য। ফুলের প্রতি আমাদের ভালোবাসা যেন আদিকাল থেকেই। তেমনি আমাদের এখনো ফুলের প্রতি ভালোবাসা কমেনি।

IMG_20250301_171015.jpg


📸 ৫ নং ফটোগ্রাফি 📸

এটা হচ্ছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। ডালিয়া ফুল আমরা কমবেশি সবাই চিনি। এখন বিভিন্ন জাতের ডালিয়া ফুল দেখা যায়। বিশেষ করে নার্সারিতে গেলে অনেক প্রকার ফুল দেখা যায়। ডালিয়া ফুলেরও বেশ কয়েকটা কালার দেখেছি আমি। ডালিয়া ফুলও খুবই সুন্দর। আমার দেখা প্রতিটা ফুলি ভালো লাগে। সব ফুলের মধ্যেই আলাদা রকম সৌন্দর্য খুঁজে পাওয়া যায়।

IMG_20250301_171125.jpg


📸 ৬ নং ফটোগ্রাফি 📸

এটা হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল সবারই পরিচিতি একটি ফুল। গাঁদা ফুলের ঘ্রানটা আমার খুবই ভালো লাগে।মনমুগ্ধকর গন্ধ পাওয়া যায় গাঁদা ফুল থেকে। ফুলের প্রশংসা করতে গেলে এক কথায় শেষ হবে না। ছোটবেলায় গাঁদা ফুলটার সাথে আমরা বেশি পরিচিত ছিলাম। দেখা যেতে ২১ শে ফেব্রুয়ারিতে গাঁদা ফুল নিয়ে যেতাম শহীদ মিনারে দেওয়ার জন্য। কিন্তু এই সময় গুলো আর ফিরে আসে না।

IMG_20250301_170706.jpg


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50-13mp
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর ছিল আপনার তোলা এই সকল ফটোগ্রাফি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে। আপনি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে প্রশংসা না করে থাকাই যায় না। কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছি না। এক নজরে তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আজকের টাস্ক

Screenshot_20250301-230238~2.png

Screenshot_20250301-230010~2.png

ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আমার কাছে তো ফুল অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলো ডালিয়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেরে। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।

জি ঠিক বলেছেন ফুল সৌন্দর্যে প্রতীক ফুলের মত সুন্দর যেন আর কিছুই না। ডালিয়া ফুল আমারও অনেক পছন্দের।

রমাদান মোবারক 🕌🌙
আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ছিল দুর্দান্ত। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। বিশেষ করে ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাকে আলাদা ভাবে মুগ্ধ করেছে।এত সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

রমাদান মোবারক ভাইয়া
ডালিয়া ফুল আমারও ভীষণ পছন্দ। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ফুল হলো সৌন্দর্যের অনন্য রূপ। ফুলের সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না। আজ আপনি খুব সুন্দর সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। এক একটি ফুল এক এক রকমের সুন্দর। কোনটা থেকে কোনটা কোন অংশে কম নয়। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে ডালিয়া ফুল খুব ভালো লাগে। সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো বিস্তারিত বর্ণনার মাধ্যমে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

পুষ্পকথন ফুল টা আগে দেখা হয়নি। এটা দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মত তবে কালারটা ভিন্নরকম। দেখে ভীষণ সুন্দর লাগছে। বাকি সবগুলো ফটোগ্রাফিও খুব সুন্দর করেছেন এবং ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

জি আপু ঠিক বলেছেন পুষ্প গঠন ফুল কিছুটা সূর্যমুখী ফুলের মতই। ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ঠিকই বলেছেন গোলাপের সৌন্দর্য সবাই পছন্দ করে তবে গোলাপের পাশাপাশি সাদা জবা ফুলের সৌন্দর্যটা আমার কাছে বেশ আকৃষ্টকর মনে হয়েছে। তাছাড়া প্রতিটা ফুলের সৌন্দর্যই নিখুঁতভাবে তুলে ধরেছেন। চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

জ্বী ভাইয়া গোলাপ ফুল সবাই পছন্দ করে। আর জবা ফুল আমারও অনেক বেশি পছন্দ। ধন্যবাদ আপনাকে।

আজকে আপনি অনেক সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি পোস্ট করেছেন। আপনার চমৎকার এই ফুলের ফটোগ্রাফি মূলক পোস্ট দেখতে পেরে খুবই খুশি হলাম আমি। ফুল আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের ফুল গুলো দেখতে পেরে ভালো লেগেছে বেশি। সুন্দর এই ফুলগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

অনেকদিন পর পুষ্পকথন ফুল দেখতে পেলাম। খুবই ভালো লাগলো। সেই সাথে রঙ্গন ফুল গোলাপ ফুল এবং গাদা ফুলের ফটোগ্রাফি খুবই চমৎকার লাগলো। প্রত্যেকটা বর্ণনা এবং ফটোগ্রাফি খুবই ভালো লাগলো। এরকম দুর্দান্ত একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

আপনি ছয়টি ফুলের ফটোগ্রাফি করেছেন খুবই সুন্দর ভাবে। যে ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে প্রতিটা ফুলের ফটোগ্রাফি থেকে আমার কাছে, ডালিয়া এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো ও কম সুন্দর ছিল না।

ধন্যবাদ আপু আপনাকে।

আপু মনে হয় ফুলের রাজ্যে চলে গেলেন। আজকে আপনি খুব চমৎকার কিছু পছন্দের ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ফুলের ফোটোগ্রাফির মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। সত্যি বলতে ফুলের ফটোগ্রাফি কোনটা রেখে কোনটার প্রশংসা করি ভেবে পাচ্ছিনা। ভালো লাগার মত চমৎকার ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

জি ভাই আপনি কি বলছেন ফুলের সৌন্দর্যের প্রশংসা করে শেষ হবে না।

গোলাপ ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুণ। ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের সবাইকে বেশ মুগ্ধ করে। ডালিয়া ফুল দেখলে খুব ভালো লাগে। বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। গাঁদা ফুলের সৌন্দর্য খুবই সুন্দর। এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

ওয়াও আপু আপনি তো আজকে অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। গোলাপ ফুল জবা ফুল এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।বলতে গেলে সবগুলো ফটোগ্রাফি আপনি দারুন ভাবে ক্যাপচার করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

সাদা জবা ফুলটা বেশ অসাধারণ লাগছে। গোলাপ ফুলটাও সুন্দর ছিল। ডালিয়া এবং অন‍্যান‍্য ফুলগুলোর বেশ সুন্দর করেছেন আপু। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।