হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।
নিজ কন্ঠের গান ও ভিডিওগ্রাফি: |
Video device: Infinix hot 11s
location
অনেকদিন আপনাদের মাঝে মাছের ভিডিও উপস্থাপন করিনি, পাশাপাশি নিজ কন্ঠে গান শোনানো হয় না। তাই হঠাৎ মাথায় আসলো আপনাদের একটি ভালো লাগার গান শোনায়। তাই শুরু করে দিলাম ভালো একটি গান নিজ কন্ঠে। এটা শিল্পী মনির খানের গান। যে গানটা কিছুদিন আগে দাদার জন্মদিন বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনাদের শুনিয়েছিলাম। এদিকে আমাদের পুকুরপাড়ের মাছের সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আসলে গান আমাদের মনকে ভালো রাখে, নিজ কন্ঠে গান গাওয়ার মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা। আমি ছোট থেকে গান শুনতে বেশি পছন্দ করি বিশেষ করে ছায়াছবির গানগুলো তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজের মনের ভালোলাগাও তো পরিবর্তন হয় ঠিক সেভাবেই অ্যালবামের গান গুলো নিজের গাইতে ভালো লাগে শুনতেও ভালো লাগে। জানা ছিলনা এটা কোন সিনেমার গান তবে এটা জানি মনির খানের গান। গুগল থেকে চেষ্টা করলাম সিনেমার নাম জেনে আপনাদের মাঝে শেয়ার করার। আমার কন্ঠে গানটি শুনতে আপনাদের কেমন লেগেছে, আরো কি গান শুনতে চান আমার কন্ঠে। আশা করি সমস্ত বিষয়গুলো কমেন্টে আপনারা জানাবেন। আর আমিও চেষ্টা করব সুযোগ সাপেক্ষে কোন জাতীয় গানগুলো আপনারা পছন্দ করেন আমার কন্ঠে সেগুলো শোনানোর।
আশা করি আপনাদের অনেক অনেক ভাল লেগেছে আমার এই সুন্দর গানের পাশাপাশি মাছের ভিডিও। যেখানে আপনারা দেখতে পারছেন পুকুরের মধ্যে অনেকগুলো জেলে ভাই মাছ ধরার চেষ্টা করছে। আর মাছগুলোর দৃশ্য কিন্তু অনেক সুন্দর। যেখানে মাছ ধরার মুহুর্তে জালের মধ্যে ঘেরাও করা মাছগুলো লাফাতে রয়েছে। এদিকে জেলে ভাইয়েরা মাছ ধরার জন্য নিজেদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন দৃশ্যগুলো হয়তো আমরা দেখে দেখে আর তেমন বেশি ভালো লাগে না কিন্তু যতটা জানি যারা শহরে বাস করে গ্রামের বুকে অনেক দিন পর আসে, তাদের কাছে বেশি ভালো লাগে এ জাতীয় ভিডিও গুলো। যাইহোক নিজের সাধ্যমত চেষ্টা করেছি গান আর ভিডিও একসাথে এডিট করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।
এই ভেজা রাত, এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া
স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম
দূর থেকে আরও কাছে যাওয়া
এই ভেজা রাত, এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
হৃদয়ে সাজাই আমি হাজার আশা
পড়ে দেখো চোখে সেই না বলা ভাষা
হৃদয়ে সাজাই আমি হাজার আশা
পড়ে দেখো চোখে সেই না বলা ভাষা
স্বর্গ পাওয়া হলো তোমাকে পেয়ে
জোছনার আলো দিয়ে ধোয়া
এই ভেজা রাত, এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে
ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে
ও, পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে
ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে
সূর্যের মতো তুমি শক্তি আমার
রোদ হয়ে মনে দিলে ছোঁয়া
এই ভেজা রাত, এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া
স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম
দূর থেকে আরও কাছে যাওয়া
এই ভেজা রাত, এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া
প্রধান শিল্পী | মনির খান |
কন্ঠ | @sumon09 |
লেখক ও সুরকার | কবীর বকুল |
সিনেমা | হৃদয় শুধু তোমার জন্য |
গানের ধরন | রোমান্টিক |
গান | বাংলাদেশী |
ভিডিওটি দেখা ও গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
বেশ দারুন তো আপনার কন্ঠ। বেশ দারাজ কন্ঠে সুন্দর একটি গান আজ আপনি আমাদের মাঝে উপহার দিলেন। আমি কিন্তু আজ প্রথম আপনার গান গুনলাম। বেশ দারুন ছিল। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে আমাদের মাঝে গানটি শেয়ার করার জন্য। আশা করি ধারাবাহিকতা ধরে রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি এখন থেকে প্রতিনিয়ত গান পাবেন আমার কন্ঠে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ প্রথম আপনার কন্ঠে গান শুনলাম।ভীষণ ভালো লাগলো গানটি।আপনি তো চমৎকার গান করেন ভাইয়া।আমার কাছে ভীষণ ভালো লাগলো। আশাকরি সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি ও চমৎকার গান আরো শুনতে পাবো।ধন্যবাদ আপনাকে নিজ কন্ঠে সুন্দর এই গানটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কন্ঠ প্রথম শুনলেন জেনে খুশি হলাম। এখন থেকে প্রায় আমার কন্ঠে গান শুনতে পারবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি যে এত চমৎকার গান গেয়ে থাকেন এটা কিন্তু আমার আগে জানা ছিল না। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো আর এর পাশাপাশি মাছ ধরা ভিডিওটা দেখতে বেশ ভালো লাগলো। সব মিলে বেশ ভালো করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করলাম ভাই ভিডিও আর গান একসাথে দিতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নিজের কন্ঠে গানটা শুনতে পেলে খুবই ভালো লাগলো। একই সাথে আপনার পুকুরের সুন্দর সুন্দর মাছও দেখতে পেলাম। একই সাথে দুইটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ একটি পোষ্টের মাঝে দুইটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit