বিভিন্ন শাক সবজির বীজ কেনার অনুভূতি

in hive-129948 •  11 months ago 
আসসালামু আলাইকুম



IMG_20240214_114701_505.jpg

হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্ষাকালীন বিভিন্ন শাকসবজির বীজ কেনার অনুভূতি নিয়ে। আশা করি এরই মধ্য দিয়ে বেশ অনেক তথ্য জানতে পারবেন। তাই চলুন পোস্টটি শুরু করি।


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

একদম সন্ধ্যাকালীন মুহূর্তে এসে উপস্থিত হলাম বামুন্দি বাজারে। বিভিন্ন কিছু কেনাকাটার পর হঠাৎ মনে আসলো বেশ কিছু শাক সবজির বীজ নিতে হবে। যদিও বাড়ি থেকে মনে করে এসেছিলাম কিন্তু কেনাকাটার মাঝখানে হঠাৎ যেন ভুলে গেছিলাম এই বীজ নেওয়ার কথা। যাইহোক যখন মনে পড়ল ঠিক তখনই উপস্থিত হলাম যেখানে বিভিন্ন বীজের ভান্ডার রয়েছে।

IMG_20240212_180635_437.jpg
Photography device: Infinix hot 11s
Location


২ নং ফটোগ্রাফি

বামুন্দি বাজারে আমার সুপরিচিত বীজ ভান্ডার এটা। এখানে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন উনি তার ছেলের সাথে বীজ বিক্রয় করে থাকে এই দোকানে। তবে উনারা দীর্ঘ ৩০ কিলো পথ পাড়ি দিয়ে বামুন্দি বাজারে আসেন বীজ বিক্রয় করার উদ্দেশ্যে, তাদের বাসা মেহেরপুরে। আর আমার সাথে তাদের মিলটাল ও সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে প্রায় সাত আট বছর আগে থেকে। তবে যাই হোক এসে উপস্থিত হয়ে গেলাম আঙ্কেলের কাছে বললাম আঙ্কেল আমার কিছু শাকসবজির বীজ লাগবে। এখন কি কি শাকসবজি লাগালে ভালো হয় বলা মাত্র উনি বলে ফেললেন ঝিঙে চিচিঙ্গা করলা ঢাঁড়স শসা লাউ ইত্যাদি সবজির কথা। আর এই মুহূর্তে আমি মোবাইল ধরে ফটো তুলছিলাম আঙ্কেলের দোকানটার। এর আগেও হয়তো কোন পোস্টে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আর প্রাই মাঝে মধ্যে তার দোকানের ফটোগ্রাফি করি এটা কিন্তু আঙ্কেল আগে থেকেই জানে।

IMG_20240212_180646_878.jpg

IMG_20240212_180639_670.jpg
Photography device: Infinix hot 11s
Location


৩ নং ফটোগ্রাফি

বাজার করতে এসে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করেছি তাই হয়রানি হয়েছি বেশ। তাই আর দেরি না করে বসে পড়লাম আঙ্কেলের নিকটে আর ফটোগ্রাফি করলাম বিভিন্ন শাকসবজির বীজ প্যাকেট বীজ গুলো। এদিকে আঙ্কেল তার মত দিতে থাকলো উন্নতমানের হাইব্রিড সব শাকসবজির বীজ যেগুলো লাগানোর এখন উপযুক্ত সময়। আমার সবচেয়ে ভালো লাগে আঙ্কেলের কাছে প্যাকেট আর খোলা সকল প্রকার বীজ পাওয়া যায়। আর যখন যে বীজ প্রয়োজন সেই বীজগুলো অবশ্যই নতুন হয়ে থাকে। পুরাতন নষ্ট বীজ উনি বিক্রয় করেন না সেই সততা রয়েছে ওনার।

IMG_20240212_180545_568.jpg

IMG_20240212_180631_798.jpg
Photography device: Infinix hot 11s
Location


৪ নং ফটোগ্রাফি

আমি বেশিরভাগ সময় প্যাকেটের বীজ নেওয়ার চেষ্টা করে থাকি। বেশ অনেক প্রকার সবজির বীজ আঙ্কেল আমাকে দিয়ে দিলেন। এখানে বিভিন্ন সাইজের প্যাকেট রয়েছে। ২০ টাকার পাতা থেকে শুরু করে ২০০ ৪০০ বা হাজার টাকার পাতাও রয়েছে। তবে আমি বেশি বীজ নেই না মাত্র কুড়ি টাকার পাতা বা 50 টাকার পাতা এই জাতীয় বিষগুলো নিয়ে থাকে। যাইহোক হাইব্রিড জাতের বিভিন্ন শাক সবজির বীজ আমার হাতে দিয়ে দিলেন।

IMG_20240212_180542_870.jpg

IMG_20240214_114704_154.jpg
Photography device: Infinix hot 11s
location


৫ নং ফটোগ্রাফি

এরপর ১০ মিনিট মত আঙ্কেলের কাছে বসে শাকসবজি বিষয়ে গল্প করলাম। বেশ সুন্দর সুপরামর্শ দিলেন উনি। আর এভাবেই সন্ধ্যাকালীন একটি মুহূর্ত অতিবাহিত হল শাক সবজির বীজ কেনার সময়। আঙ্কেলকে বলে আসলাম এগুলো লাগানোর পর আবারও উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন আর এই সময়ে আরো কিছু যদি উৎপাদন করা যায় যেমন শাকসবজির বিষ থাকলে অবশ্যই আমাকে দিবেন। যাইহোক এভাবেই গল্প করে টাকা পরিশোধ করে বীজগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।

IMG_20240212_180558_470.jpg
Photography device: Infinix hot 11s
location

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিছু দিন আগে আপনি অনেক সুন্দর একটি ব্লগ শেয়ার করেছিলেন। সবজি বিক্রি করার মুহূর্ত পড়ে খুব ভাল লেগেছে। এক সাথে মাছ চাষ সেখানে আবার সবজি চাষ বেশ ভাল লাগে। ফ্রেশ সবজি খাওয়া এবং বিক্রি করা অসাধারণ। আজকে আপনি আবারও শেয়ার করলেন বিভিন্ন শাক সবজির বীচ কেনার অনুভূতি।

হ্যাঁ আপু নতুন করে আবার বিভিন্ন শাকসবজির বীজ লাগাতে হবে।

আপনাদের বামুন্দি বাজারে তো অনেক কিছু আছে। অনেক শাক সবজির বীজ দেখতে পেলাম। আমাদের এলাকার বাজারে আবার এত কিছু নেই। আপনার বীচ কেনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

ভাই এটা কোন থানা জেলা নয় তারপরে বাজারটা সর্বোচ্চ দিক থেকে প্রসিদ্ধ।