পিটি প্যারেডের অংশ বিশেষ ও বিস্তারিত আলোচনা

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

IMG_20220905_084246_809.jpg





হাই বন্ধুরা!

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পিটি প্যারেড করানোর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আশা করি এই থেকে আপনারা অনেকেই অনেক উপকৃত হবেন এবং ভালো লাগবে।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:



লেখাপড়ার পাশাপাশি শারীরিক ব্যায়ামের গুরুত্ব অনেক বেশি। শুধু স্কুলের মানসম্মত লেখাপড়া করালেই হয় না ছাত্র-ছাত্রীদের শরীর ভালো রাখার জন্য তাদের প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ। যদি লেখাপড়া শুরু পূর্বে তাদের শরীর চর্চা করানো হয় এতে তাদের মন মানসিকতা ভালো থাকে এবং লেখাপড়ায় মন বসে। আর এমন চিন্তা ধারা অনেক বিদ্যালয় করে থাকে আর তাদের জন্য একটি এসেম্বলি ক্লাসের ব্যবস্থা করে রাখে। বর্তমান বাংলাদেশে লেখাপড়ার প্রেক্ষাপটে এ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তবে সব বিদ্যালয় কিন্তু সঠিকভাবে তার নিয়ম পালন করে না। আমি যখন এই বিদ্যালয়ে ছিলাম ছাত্র-ছাত্রীদের পিটি প্যারেড করার করাতাম হেড স্যারের সাথে তখন বাজারের লোকজনদের সুনাম করতো এ বিষয়ে। সুন্দর একটা কৌশলে নিয়ে আসা হয়েছিল বাঁশির সাথে সাথে ছাত্রছাত্রীরা তাদের তাল ঠিক রেখে ব্যায়াম করবে। এক থেকে বারো নম্বর পর্যন্ত বারোটা প্যারেড ছিল। প্রথম অবস্থায় ছাত্র-ছাত্রীরা ভুল করবে এটাই স্বাভাবিক দেখা যাচ্ছে একজনের সাথে আরেকজনের মিল খাচ্ছে না কেউ বুঝে বুঝছে না যেহেতু ছোট ছোট বাচ্চারা তারপরেও হেড স্যার বাঁশির মাধ্যমে নিয়ন্ত্রণ করতো আর আমরা তাদের মধ্যে প্রবেশ করে সঠিকটা ঠিক করে দিতাম।

IMG_20220605_084124_747.jpg

IMG_20220605_084149_642.jpg

IMG_20220608_084221_955.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



এই ব্যায়ামটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে মাজা শার্ট ভাবে থাকবে পা থেকে মাজা পর্যন্ত ৬০ থেকে পেট থেকে বুক মাতা একদম নিচের দিকে চলে যাবে। অনেক ছেলে মেয়ে সঠিকভাবে এটা করতে পারত না হাঁটু দুমড়ে ফেলত কিন্তু এই ব্যায়ামে হাটু দৌড়ানো যাবে না পায়ের গোস থেকে শুরু করে মাজা পর্যন্ত শার্ট স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকবে। আর মাথা থেকে মাথা যখন নিচের দিকে যাবে এভাবে যদি আধা মিনিট রাখা যায় তাহলে শ্বাসকষ্ট কম হবে এবং মাজার একটা ব্যায়াম হয়ে যাবে। অনেক ডাক্তারের পরামর্শ মতে আমাদের দৈনন্দিন এভাবে ব্যায়াম করা প্রয়োজন ছোট-বড় সকলের কারণ বর্তমান বাংলাদেশে ডায়াবেটিস রোগ আক্রান্ত হচ্ছে অত্যাধিক মানুষ এর জন্য সঠিক ব্যায়ামের প্রয়োজন যে ব্যায়ামগুলো করলে শরীর সুস্থ থাকবে সুগার নিয়ন্ত্রণে থাকবে।

IMG_20220608_084346_515.jpg

IMG_20220608_084352_999.jpg

IMG_20220605_084143_295.jpg

IMG_20220530_084645_394.jpg

IMG_20220530_084634_708.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



ছোট থেকে বাচ্চাদের যদি এভাবে ব্যায়াম করানো হয় আর তারা যদি এটা চর্চা করতে থাকে অবশ্যই ডায়াবেটিসের রোগ থেকে তারা বাঁচবে এবং শরীর যথেষ্ট ভালো থাকবে বিভিন্ন রোগ থেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে। হাত উপরে দিয়ে হাতের আঙ্গুলের ব্যায়াম এটা। হাসছে তাদের সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয় তারা হাত দুটো উপরে রেখে কিভাবে আঙ্গুলগুলো নাড়াবে। প্রথমত দেখানোর পরে যারা পারেনা তাদের কাছে গিয়ে হাত ওভাবে জড়িয়ে দেখানো হয় যেন সুন্দরভাবে এই ব্যায়ামটা করতে পারে এতে আঙ্গুলে রক্ত চলাচলের সুবিধা হয় এবং ছোট বাচ্চাদের হাড়ের সমস্যা হয় না। আসলে আমরা যদি নিয়ম মেনে এইগুলো সঠিকভাবে করতে পারি এবং বাচ্চাদের দিয়ে করিয়ে নিতে পারি তাহলে বাচ্চারা সুস্থ সবল হয়ে আমাদের জাতির জন্য যুব সম্প্রদায় বা সম্পদে রূপ নেবে।

IMG_20220605_084233_601.jpg

IMG_20220605_084235_445.jpg

IMG_20220605_084237_465.jpg

IMG_20220608_084410_942.jpg

IMG_20220608_084416_481.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স



দাঁড়িয়ে থেকে দুইটা হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকা কিন্তু বেশ কঠিন। এমন অবস্থায় আপনাকে যদি দুই মিনিট দাড়িয়ে থাকতে বলা হয় আপনি কিন্তু আর হাত খাড়া করে থাকতে পারবেন না। তবে এখানেই রয়েছে সুন্দর একটি ব্যায়াম দুই হাত কতটা কর্ম মুখর হয়ে উঠতে পারে কতটা সহ্য করতে পারে এমনটাই যাচাই করা হয়ে থাকে। আর্মি পুলিশের প্রশিক্ষণে অবশ্য এভাবে ব্যায়াম করানো হয়ে থাকে অনেক। ছোট ছোট ছেলে মেয়েরা যখন এভাবে ব্যায়াম করছিল তখন কিন্তু অনেকে হাত ফেলে দিচ্ছিল যখন একটু বেশি সময় দাঁড়ানো হয়। যাইহোক এভাবে বিভিন্ন ব্যায়াম করানোর শেষে মুস্তাফিজুর তার হাতের খাতাটা নিয়ে এসে প্রেজেন্ট করে থাকে কয়জন অনুপস্থিত রয়েছে এই ক্লাসে। তবে এই ব্যবস্থাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল বিদ্যালয়ের জন্য। তবে পরবর্তীতে কোন কারনে এগুলো বাদ পড়ে যায়। যাইহোক এভাবে যদি একটা প্রতিষ্ঠানে ফিজিক্যাল এক্সারসাইজ করানো হয় তাহলে ছাত্র-ছাত্রীদের জন্য খুবই উপকার হবে এবং তাদের শরীর সুস্থ থাকবে ইনশাল্লাহ। আশা করি যারা সচেতন মা-বাবা রয়েছেন তারা অবশ্যই আপনার ছাত্র-ছাত্রী যে বিদ্যালয় ভর্তি করাবেন তখন অবশ্য খেয়াল রাখবেন এই বিষয়ে সেখানে শারীরিক ব্যায়াম করানো হয় কিনা।

IMG_20220608_084229_307.jpg

IMG_20220608_084235_117.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স

আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্কুল শুরু হওয়ার আগেই এই ধরনের পিটি প্যারেড গুলো হয়। এই সমাবেশটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যখন টিচার বাঁশি বাজায় আর সবাই বাশির তালে তালে ব্যায়াম করে তখন দেখতে যেন অসাধারণ লাগে। আপনার আজকের পোস্টটা সত্যি ভীষণ ভালো লাগলো।

হ্যাঁ ভালো লাগার একটা মুহূর্ত এটা