আলহামদুলিল্লাহ,প্রথম বাবা হওয়ার অনুভূতি

in hive-129948 •  10 months ago 

আজ - শুক্রবার

১৭ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ
০১ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম


IMG_20240301_213633_544.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে নিয়ে এলাম খুশির বার্তা। আপনারা অনেকে জানেন @simransumon আইডিটা আমার পরিবারের। আমার স্ত্রীর নাম সিমরান জারা মৌসুমী। আজকের এই পবিত্র দিনে আমি এতটাই আনন্দিত যে জীবনে প্রথম বাবা হলাম। সবচেয়ে বেশি আনন্দের বিষয় পবিত্র দিনে একটি মেয়ের বাবা হতে পারলাম। আমরা জানি প্রথম সন্তান মেয়ে সন্তান হওয়া ভাগ্যের ব্যাপার। হয়তো কপালে থাকলে সৌভাগ্য ইনশাআল্লাহ হবে।

IMG_20240301_163343_572.jpg

IMG_20240301_163101_401.jpg


ফটোগ্রাফি সমূহ:


আমি মন থেকে সবসময় একটা দোয়া করতাম 'আল্লাহ তুমি আমাকে ছেলে দাও বা মেয়ে দাও যাই দাও না কেন 'নেক হায়াত সম্পন্ন সুস্থ সবল একটি সন্তান দান কর' আর এতে আমি হব অনেক অনেক খুশি। তবে ইনশাল্লাহ সুস্থ সবল মেয়ে সন্তান দান করেছে। জানি না কতটা নেক হায়াত সম্পূর্ণ হবে। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার সন্তানের জন্য। আর এরই মধ্য দিয়ে প্রথম বাবা হওয়ার স্বাদ গ্রহণ করলাম। এখন আমার আশা আমি আমার সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করবো। যেখানে আমার সন্তানের মধ্যে থাকবে "সততা; সাহসিকতা; সচেতনতা; যার মধ্যে থাকবে ন্যায়নীতি নিহিত। আমি একটু ফানি মুডের মানুষ কষ্ট পেলেও মানুষের কাছে ফান করে নিজের কষ্টটা দূরে রাখি তবে আমার ভেতরে যে জাগ্রত বিবেক রয়েছে। তাই আমিও চেষ্টা করব আমার সন্তানকে ঠিক তেমনি জাগ্রত বিবেক সম্পন্ন সুন্দর একটা মানুষ রূপে করে তুলতে। তাই সর্বদা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার হালাল সম্পন্ন রিজিকের ব্যবস্থা করে দাও। আর এই হালাল সম্পন্ন রিজিকের মাধ্যমে আমার সন্তান যেন সুন্দর পরিবেশে সুন্দরবন নিয়ে গড়ে উঠতে পারে যার মধ্যে ধর্মের চিন্তাভাবনা বিদ্যমান থাকবে।

IMG_20240301_145426_622.jpg

IMG_20240301_163502_330.jpg

IMG_20240301_163513_76.jpg

IMG_20240301_163056_027.jpg

IMG_20240301_163523_587.jpg

আজ সকাল ৯ টার দিকে সে হসপিটালে এসেছিল আমার শ্বশুর আব্বার সাথে। এটা তাহের ক্লিনিক_২ গাংনী শাখা। বাড়িতে ব্যস্ত থাকায় তেমন গুরুত্ব দিতে পারিনি আসতে পারেনি। অবশেষে শুক্রবারে পবিত্র জুম্মার নামাজ গ্রামের মসজিদে পড়ে এখানে এসেছি তারপর ভালোভাবে জানলাম যেহেতু আমার পরিবার ডাকছিল আজকে বাচ্চা সিজার করতে হবে, ডাক্তার এমন রিপোর্ট দিয়েছে এজন্য দ্রুত আশা। গর্ভে বাচ্চার অবস্থান ৮ মাস ৮ দিন মত। পূর্বে ডাক্তারের বলেছিল নরমালে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। আসরের নামাজ আদায় করলাম গাংনীর সবচেয়ে বড় মডেল মসজিদের। তবে যায় হোক সন্ধ্যা ছয়টার সময় ডাক্তার সিজারের কাজ শুরু করে সাড়ে ছয়টার দিকে সম্পূর্ণ হয়। এরপর আলহামদুলিল্লাহ ডাক্তার বললেন মেয়ে সন্তান হয়েছে। আজ থেকে তিন-চার মাস আগেই জেনেছিলাম মেয়ে বাবু হবে। পরবর্তীতে দুইবার আলট্রাসনো করে কোন নিশ্চিত পাওয়া যায়নি, বাচ্চা উল্টিয়েছিল তাই। আর এই জন্য আমি ওই দোয়া করতাম। তবে যাই হোক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার পরিবার এবং আমার সন্তান সুস্থ রয়েছে আমিও অবস্থান করছি সে ক্লিনিকের বারান্দায়। মেয়েটাকে আধা ঘন্টার জন্য অক্সিজেন দেওয়া হয়েছিল। এখন ইনশাআল্লাহ মা মেয়ে ফুল সুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তান এবং পরিবারের জন্য। আমি মন থেকে এখনো মেয়ের নাম ফিক্সড করিনি, তবে জানতে চাই আপনারা কে কি নাম দিবেন আমার বাচ্চার। আমি আপনাদের থেকে নামের আশায় রইলাম।

IMG_20240301_170715_031.jpg

IMG_20240301_183731_858.jpg

IMG_20240301_192709_290.jpg

IMG_20240301_163709_962.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদম ঠিক বলেছেন ভাইয়া মেয়ে সন্তান প্রথমে হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার।আপনার অনুভূতি মূলক পোস্টটি খুবই ভালো লাগলো।মা মেয়ে দুজনই এখন সুস্থ জেনে ভালো লাগলো।মেয়ের জন্য অনেক শুভকামনা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমি বিয়ের অনেক আগে থেকেই আশা করতাম আল্লাহ আমার প্রথম সন্তান মেয়ে দিবা। কারন আমার মধ্যে কোন কুসংস্কার নেই।

Posted using SteemPro Mobile

প্রথমবারের মতো মেয়ে সন্তানের বাবা হয়েছেন এটা জেনে খুবই খুশি হলাম। দোয়া করি যেন মা এবং মেয়ে সুস্থ থাকে। পরবর্তী সময়ে একদিন মেয়ের সাথে দেখা করে আসবো।

অবশ্যই, যখন সুযোগ পাবে চলে আসবে

Posted using SteemPro Mobile

আসলে বাবা হওয়ার অনুভূতিটা তিনিই বুঝতে পারেন যখন এই পৃথিবীতে তার জন্য আল্লাহর রহমত বরকত হিসেবে সন্তান জন্মগ্রহণ করে। যে অনুভূতি আপনি পেয়েছেন সত্যি এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি পাওয়া। সুস্থ সবল একটি সন্তান সবাই প্রত্যাশা করে। বেঁচে থাকুক হৃদয়ের শান্তি যেটা আপনাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাবে।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই অনেকের সন্তান হয় না এমন মানুষের কথা চিন্তা করলে বুক কেঁপে যেত। তবে আল্লাহ যাই হোক আমাদের সন্তান দিয়েছে এতে আমরা অনেক খুশি।

Posted using SteemPro Mobile

আল্লাহ তুমি আমাকে ছেলে দাও বা মেয়ে দাও যাই দাও না কেন 'নেক হায়াত সম্পন্ন সুস্থ সবল একটি সন্তান দান কর'

প্রতিটা বাবার এই একই চাওয়া থাকে। আল্লাহ তায়ালা আপনাকে একটি কন্যা সন্তান দান করেছেন। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই সাথে জেনে ভালো লাগলো মা মেয়ে সবাই সুস্থ আছে।

Posted using SteemPro Mobile

দোয়া করবেন ভাইয়া আমার বাবুর জন্য।

Posted using SteemPro Mobile

আপনার সন্তানের জন্য অনেক দোয়া রইল। আসলে ছেলে কিংবা মেয়ে যাইহোক না কেন সুস্থ সবল বাচ্চাই সকল সুখের মূল। আপনার বাচ্চাটা অনেক কিউট হয়েছে। মা ও মেয়ে সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো।তবে নামটা আপনি আপনার পছন্দ মানে আরবি নাম অনুযায়ী রাখবেন । ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আজকে নাম নির্ধারণ করা হলো আপু "সামিয়া নাজনীন বিউটি"

Posted using SteemPro Mobile

আপনার সন্তানের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আপনার বাচ্চা দেখতেছি মাশা আল্লাহ অনেক কিউট। আপনি প্রথমবার বাবা হয়ে অনেকটাই খুশি হয়েছেন দেখে আমারও অনেকটা ভালো লাগলো৷ আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে।

আমিও এটা কামনা করি আল্লাহ যেন আমার সন্তানের নেক হায়াত দান করে।

Posted using SteemPro Mobile

আলহামদুলিল্লাহ, আপনার পবিত্র দিনের মধ্যে বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে। আপনি মন থেকে যা চেয়েছেন, আল্লাহ আপনাকে সেটাই দান করেছে। এজন্য আল্লাহর হাজারো শুকরিয়া আদায় করছি। আসলে বাবা হওয়ার অনুভূতি টা কেমন তা জানি না। কিন্তু এটা জানি যে বাবা হতে পারলে নিজের মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। আমি আপনার মেয়ে সন্তানের জন্য দোয়া করি যাতে সে জীবনে ভালো কিছু করতে পারে।

অনেক খুশি হলাম ভাই আপনার সুন্দর দোয়া দেখে।

Posted using SteemPro Mobile

আপনি প্রথমবারের মতো মেয়ে সন্তানের বাবা হয়েছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রত্যেকটা সন্তান বাবা মায়ের জন্য রহমত হয়ে আসে। মাশাল্লাহ আপনার বাচ্চাটা সত্যি খুবই কিউট। মা এবং মেয়ে দুজনের জন্যই অনেক বেশি দোয়া করি যেন সুস্থ থাকে। বর্তমানে মা এবং মেয়ে সুস্থ রয়েছে এটা শুনে অনেক ভালো লেগেছে। দোয়া এবং ভালোবাসা রইল পিচ্চিটার জন্য। আমাদেরকে কিন্তু মিষ্টি খাওয়াতে একেবারেই ভুলবেন না ভাই। মিষ্টি পাঠিয়ে দিবেন আশা করছি। হি হি হি।

না ভাই ভুলবো কেন

Posted using SteemPro Mobile

খুশির সংবাদটি আপনার পোস্টের মাধ্যেমে জানতে পেরে খুবই ভালো লাগছে। প্রথম সন্তান মেয়ে আল্লাহর অনেক বড় নেয়ামত। মা ও মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন আপু।

Posted using SteemPro Mobile

আসলেই ভাই, সবাই বলে যাদের ভাগ্য ভালো তাদের নাকি প্রথম মেয়ে সন্তান হয়। যাইহোক মেয়ে সন্তানের বাবা হয়েছেন,এটা জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। আশা করি আপনি একজন দায়িত্বশীল বাবা হবেন। আপনার সন্তান এবং স্ত্রীর জন্য অনেক অনেক দোয়া রইল। সর্বোপরি তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যাইহোক এমন খুশির সংবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাইয়া সেদিক থেকে কিন্তু আমিও ভাগ্যবান।

Posted using SteemPro Mobile

আপনার মেয়ে বাবুর জন্য অনেক অনেক শুভ কামনা। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।আসলে কন্যা সন্তান সৃষ্টি কর্তার অনেক বড় উপহার।আমাকেও কিছু দিন আগে সৃষ্টিকর্তার কন্যা সন্তান দান করেছে।যাই হোক ভালো লাগলো।ধন্যবাদ

এগুলো আমরা বুঝি কিন্তু অনেক ঘুনে ধরা কুসংস্কার যুক্ত মানুষরা বোঝেনা

Posted using SteemPro Mobile

আসলে বাবা হওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। প্রথম প্রথম বাবা হয়েছেন আপনার অনুভূতিটা কখনোই ভাষায় প্রকাশ করার মত হবে না। যাইহোক মেয়ের বাবা হয়েছেন অভিনন্দন জানাই। মা ও মেয়ে সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো। মা ও মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল এবং মেয়ের নাম রেখে জানাবেন কিন্তু আমাদের সাথে।আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ভাই আজকে নাম নির্ধারণ করা হলো 'মোছাঃ সামিয়া নাজনীন বিউটি"

Posted using SteemPro Mobile

যদিও এখন পর্যন্ত বিয়ে করিনি তবে কমিউনিটিতে অনেকের বাবা হওয়ার অনুভূতি পড়েছি আপনার অনুভূতিটা পড়ে সত্যিই অনেক বেশি ভালো লাগলো। আসলে এ ধরনের অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব নয় এ যেন এক অন্যরকম অনুভূতি এর পরও আপনি আমাদের মাঝে পুরো ব্যাপারটা তুলে ধরেছেন। এটা জেনে খুবই ভালো লাগলো যে সন্তান এবং সন্তানের মা দুজনই সুস্থ আছে। আমি আপনার কাছে চাইবো খুব সুন্দর একটা ইসলামিক নাম তাকে উপহার দেবেন আমি আর নাম দিচ্ছি না। ধন্যবাদ আপনার অনুভূত তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

আজকে নাম নির্ধারণ করা হলো ভাই।

Posted using SteemPro Mobile

আপনাকে এবং ভাবীকে অভিনন্দন প্রথমবারের মতোন বাবা-মা হওয়ার খুশীতে। বেশ পবিত্র দিনে আপনার মেয়ে এই দুনিয়ায় এসেছে। তার জন্য আমার মন থেকে শুভকামনা রইলো। আপনার চিন্তাভাবনা বেশ দারুণ। আপনার চাওয়া অনুযায়ী, আপনার সন্তান মানুষ হোক, এই দোয়া। আর নাম এর ক্ষেত্রে বলবো, ভালো অর্থবহ একটি নাম রাখবেন অবশ্যই৷ শুভকামনা রইলো ভাই।

Posted using SteemPro Mobile

হ্যাঁ আপু আমি চেষ্টা করব সুশিক্ষা প্রদান করার মধ্য দিয়ে তাকে মানুষ করতে।

Posted using SteemPro Mobile

আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো আপনি প্রথম কন্যা সন্তানের বাবা হলেন। সন্তান হচ্ছেই সন্তান। কন্যা সন্তান বা ছেলে সন্তান যেটা হবে হোক। প্রথম সন্তান হওয়ার অনুভূতি অন্য রকমের। পবিত্র শুক্রবার দিনে আপনি একটা কন্যা সন্তানের বাবা হলেন অনেক বেশি খুশি হলাম। যদিও অনেক সমস্যার মধ্যে দিয়েই সিজারটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ অবশেষে মা মেয়ে দুজনে সুস্থ আছেন শুনে ভালো লাগলো। আপনাদের পরিবারের সবার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আপু পবিত্র দিনে হয়েছে এটার জন্য আমি বেশি খুশি।

Posted using SteemPro Mobile

আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। আসলে ছেলে বা মেয়ে দুটোই আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার। মা মেয়ে সুস্থ আছে এটাই বড় কথা।আর মেয়েকে কিছুক্ষণের জন্য অক্সিজেন দিতে হয়েছে জেনে কিছুটা খারাপ লাগছে।আসলে ইমম্যাচিউর হলে বাচ্চাদের সমস্যা হয়। যাইহোক ওর সম্পূর্ণ সুস্থতা কামনা করি। আর নাম তো আপনি আর ভাবী মিলে দুজনের নামের সাথে মিলিয়ে রাখতে পারেন।

হ্যাঁ আপু আধা ঘন্টার জন্য অক্সিজেন দিতে হয়েছিল।

Posted using SteemPro Mobile

আপনার সন্তানের জন্য অনেক দোয়া রইল।
আসলে প্রথম বাবা হওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রথম সন্তান মেয়ে হয়েছে জেনে অনেক ভালো লাগলো। মা ও মেয়ের জন্য দোয়া রইল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু

Posted using SteemPro Mobile

মামা আপনি প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছেন জেনে সত্যি বেশ ভালো লাগলো। আসলে প্রথমবার বাবা হওয়ার অনুভূতি লেখার মাধ্যমে প্রকাশ করা যায় না। তবে প্রথমবার কন্যা সন্তান মহান আল্লাহ তায়ালা আপনাকে দিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। আমার আপুর জন্য দোয়া ও শুভকামনা রইল মামা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হ্যাঁ মামা তোমার বোনের জন্য দোয়া করবা।

Posted using SteemPro Mobile

আলহামদুলিল্লাহ ভাইয়া। এত সুন্দর একটি খুশির পোস্ট দেখে মনটাও খুশিতে ভোরে গেল। প্রথম মেয়ের সৌভাগ্যের বাবা হওয়া অনেক ভাগ্যের ব্যাপার।আর তাই আপনি হয়েছেন। আশা রাখি ভাগ্যের উসিলায় আপনার মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখছেন। আল্লাহপাক যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেন। দোয়া করি আপনার মেয়ে যেন সুস্থ থাকে। ধন্যবাদ ভাইয়া। এত আনন্দের কি খবর পোস্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

দোয়া করবেন আপু যেন স্বপ্ন পূরণ করতে পারি।

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনার বাবা হওয়ার অনুভূতি জেনে সত্যি অনেক ভালো লাগলো। আসলে কিছু কিছু অনুভূতি হয়তো প্রকাশ করা যায় না। তবে আপনার অনুভূতি জেনে অনেক ভালো লাগল। সেই সাথে আপনার সন্তান এবং পরিবারের জন্য শুভকামনা রইল।

অনেক খুশি হলাম আপু আপনার সুন্দর মন্তব্য দেখে।

Posted using SteemPro Mobile

জীবনে প্রথম বাবা হওয়ার অনুভূতি গুলো আসলে লিখে প্রকাশ করা যায় না। আপনার মেয়ে মাশআল্লাহ দেখতে অনেক কিউট হয়েছে। মেয়ে এবং মেয়ের মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল। আবহাওয়া বর্তমান খুব খারাপ অবশ্যই মেয়ে এবং ভাবির খেয়াল রাখবেন।

হ্যাঁ ভাইয়া আবহাওয়া ভালো না এটা তোমার ভাবি কেউ বলেছি, নিজেও সে দিক থেকে খেয়াল রাখছি।

Posted using SteemPro Mobile

মনে হচ্ছে এই তো সেদিন আপনি বললেন যে আপনাদের বেবি হবে আর দেখতে দেখতে আট মাস পার হয়ে গেল ।আর বাচ্চা মনে হয় একটু আগেই হয়ে গিয়েছে এজন্য হয়তোবা অক্সিজেন দেওয়া লেগেছে । আর বাচ্চা উল্টে থাকলে তখন সিজার করতে হয় । বাচ্চা ও মা দুজনে ভালো আছে এটা জেনে ভালো লাগলো । আমার বাচ্চাও অনেক ছোট নিয়ে জন্মগ্রহণ করেছিল । ছোট বাচ্চাদেরকে একটু বেশি টেক কেয়ার করতে হয় ।ভালোভাবে যত্ন নিবেন দেখবেন যে আস্তে আস্তে দ্রুত বেড়ে উঠবে । বাচ্চার জন্য অনেক দোয়া রইলো ।

হ্যাঁ আপু দোয়া করবেন। আমি আমার সাধ্যমত যত্ন নেব।

Posted using SteemPro Mobile

প্রথমেই অনেক অনেক অভিনন্দন প্রথমবারের মতো বাবা হওয়ার জন্য।আর মেয়ের বাবা হয়েছেন যেনে আরও বেশি খুশি হলাম। তবে ছেলে হোক মেয়ে হোক মা-বাবার জন্য সবাই সমান। সর্বোপরি মেয়ে এবং আপনার ওয়াইফের সুস্বাস্থ্য কামনা করি।

আপনার মন্তব্য পড়ে অনেক খুশি হলাম ভাইয়া।

Posted using SteemPro Mobile