হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের মেহেরপুর শহরের বিশেষ বিশেষ কিছু অংশ ভ্রমণ করে দেখানোর উদ্দেশ্যে। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে ফটোগ্রাফি গুলো দেখবেন এবং বর্ণনা পড়বেন, এই থেকে আমাদের মেহেরপুর সম্পর্কে অনেক ধারণা অর্জন করতে পারবেন। তাই চলুন আর দেরি না করে এখনই বিস্তারিত আলোচনা শুরু করি।
শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুরের কলেজ মোড় যেখান থেকে কুষ্টিয়া, মুজিবনগর এবং চুয়াডাঙ্গা রোডের তিন সীমানা। এই স্থানে এসে দাঁড়ালেই যে যার মত তিন থেকে চলে যেতে পারে খুব সহজে বাসে চড়ে অথবা অন্যান্য যানবাহনের মাধ্যমে আর এই জায়গাটাই খুব সুন্দরভাবে সৃষ্টিকর্তার নাম লিখিত রয়েছে আরবিতে। আমি যখন প্রথম মেরপুর শহরে গিয়েছিলাম ঠিক এখানেই পাশে আমাকে নামিয়ে দিয়েছিল আর এখান থেকে মেহেরপুরের শহর চেনার সূচনাপাত। দীর্ঘদিন মেহেরপুরে লেখাপড়া করায় এই জায়গায় আমার খুব চলাচল এবং এই জায়গা সম্পর্কে আমার বেশ সুন্দর ধারণা রয়েছে। আমরা জানি আমাদের দেশে ইজতেমা শুরু হয়। তবে বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় ইজতেমার নামাজ আদায় করা কার্যক্রম সব ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, তাই মেহেরপুরে আমাদের সরকারি গভমেন্ট কলেজে যখন ইজতেমা হয়ে থাকে তখন ঠিক এই জায়গাটাতে বিভিন্ন জিনিস বেচাকেনা আসর বসে। বিশেষ করে ইসলামিক জিনিসপাতি সবচেয়ে বেশি বেচাকেনা হয়ে থাকে সেই সময়। আর যখন ইজতেমা হয় তখন আমার বন্ধু আমাকে ফোন দিয়ে জানাই, আমিও সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন জিনিস কেনাকাটার উদ্দেশ্যে এবং বন্ধুদের সাথে অংশগ্রহণ করার জন্য।
Photography device: Infinix hot 11s
location
এটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়। এখানে মেহেরপুরের গাংনী, মুজিবনগর এবং মেহেরপুর থানার সমস্ত প্রাথমিক শিক্ষার কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। জায়গাটা বেশ সুন্দর আশেপাশের দৃশ্যগুলো চোখে দেখার মত। যত দিন যাচ্ছে তত যেন আরো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সরকারি অনুদানের মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করার মধ্য দিয়ে। আজ থেকে দীর্ঘ ১০-১২ বছর আগে যখন দেখেছিলাম তখন যেমন দৃশ্য ছিল তার চেয়ে অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কৃত্রিমভাবে।
Photography device: Infinix hot 11s
location
সামনে আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন মেহেরপুর গেট। এই গেট দিয়ে মূলত মেহেরপুরের বড় বাজারে প্রবেশ করা হয়। হয়তো মেহেরপুর শহর আরো আগেই শুরু তবে এখান থেকে বিশেষ বিশেষ কার্যালয় গুলো সূচনা। আমি অবশ্য গেটের মধ্যে অবস্থান করে আপনাদের ফটোগ্রাফি করে দেখিয়েছি। আশা করি ফটোগ্রাফিটা আপনাদের মেহেরপুর শহরে প্রবেশ করার মুহূর্তটা চেনাতে সক্ষম হবে যদি কখনো এই স্থানে আসেন তাহলে অবশ্যই কিছুটা হলে পরিচিত মনে হবে আপনাদের কাছে। আর এই সুবিধা করে দেওয়ার জন্যই আজকে আমি তুলে ধরতে চাচ্ছি সমস্ত বিষয়গুলো।
Photography device: Infinix hot 11s
location
এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি মসজিদ নির্মাণ হচ্ছে আমাদের মেহেরপুর শহরে। অবশ্য সারাদেশের ঠিক এই ভাবেই তৈরি হচ্ছে অনেকগুলো মসজিদ। কিছুদিন আগেও দেখতে পারলাম আমাদের গাংনী শহরে ঠিক আমার মসজিদ তৈরি হয়েছে। এখন সারা দেশে ঠিক এই জাতীয় অনেক মসজিদ নির্মাণ হচ্ছে দেখতেও বেশ ভালো লাগে। মসজিদটা আমাদের মেহেরপুরের ওয়াপদা মোড় এবং গভমেন্ট কলেজের মাঝামাঝি স্থানে, বিশেষ করে সবচেয়ে পরিচিত জায়গাটা হচ্ছে তাহের ক্লিনিকের পাশে।
Photography device: Infinix hot 11s
location
এটা মেহেরপুরে প্রবেশের পূর্বেই একটা কালভার্ট তৈরি হচ্ছে। অর্থাৎ ছোট ব্রিজ। বর্ষার সময় পানি বের করার সুবিধার্থে নির্মিত হচ্ছে এটা ইতিপূর্বে ছিল ছোট একটা পুল। বর্ষার সময় আমরা লক্ষ্য করতাম সেই ছোট্ট পুলের নিচ দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কত পানি গতিতে বের হয়ে যেত। সময়ের সাথে সাথে আজ এই সমস্ত বিষয়গুলো বিশেষ পরিবর্তন শুরু হয়ে গেছে যেহেতু আমাদের দেশ উন্নত একটি সমৃদ্ধশালী রাষ্ট্র।
Photography device: Infinix hot 11s
location
এটা কলেজ মোড়ের দারুন একটি চিত্র যেখানে রয়েছে আমার অনেক স্মৃতি। তিন বন্ধু মিলে এখানে ছোট্ট বেশ কয়েকটা দোকান ছিল সেখানে চা পান করতাম। বাস থেকে নেমে পড়ে ঠিক এই জায়গায় আমরা তিন বন্ধু মিলে প্রয়োজনে অপ্রয়োজনে কত ঘোরাঘুরি আড্ডা এবং কম্পিউটারের দোকানে এই সেই কাজকর্ম সম্পন্ন করতাম। পাশে রয়েছে কলেজের মসজিদ সে মসজিদে নামাজ পড়েছি অনেকবার। স্মৃতিময় স্থান তাই আপনাদের মাঝে তুলে ধরলাম।
Photography device: Infinix hot 11s
location
এটা হচ্ছে মেহেরপুর জেলা বীজ প্রজনন অফিসারের কার্যালয়। আমি যখন মেহেরপুর গভমেন্ট কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম এই জায়গাটা এতটা নোংরা আর আবর্জনায় পরিপূর্ণ ছিল তা বলে বোঝানো সম্ভব নয়। আর এরপরে ছিল সুন্দর করে ঘেরা একটি ছোট বিল্ডিং এবং পাশে ছিল সুন্দর একটি কাঁঠাল গাছ। আমাদের কলেজ ছুটি হলে বাসে ওঠার জন্য এই সামনের স্থানটাই দাঁড়িয়ে থাকতাম। সেসময়ের দৃশ্যপাঠ আজও চোখে ভাসে।
Photography device: Infinix hot 11s
location
এটা মেহেরপুরের সালাম ক্লিনিক। মাত্র কয়েক বছর আগে নির্মিত হয়েছে। এ জায়গায় সিমেন্টের জিনিস তৈরি করে তো কিছু মিস্ত্রিরা। বর্ষার সময় এক মজা পানি বেধে থাকতো যেহেতু জায়গাটা ছিল বেশি গর্ত। আমরা তিন বন্ধু মিলে এর পাশে বসে গল্প করতাম। তবে বর্তমান শুনেছি এই ক্লিনিকে খুব ভালো সেবা প্রদান করা হয়ে থাকে। সব সময় অনেক মানুষের ভিড় জমে থাকে। যেমন নিত্যনতুন হাসপাতাল ক্লিনিক গঠন হচ্ছে তেমন মানুষের বিভিন্ন রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে যাই হোক একটা বিষয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে এভাবেই আমাদের মেহেরপুর শহর দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
Photography device: Infinix hot 11s
location
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
ভাইয়া আপনাদের মেহেরপুর শহরটি দেখতে অনেক সুন্দর। সবুজের সমারোহ আর মসজিদ টা দেখতে অনেক সুন্দর লাগতেছে। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি ঘুরে ঘুরে মেহেরপুর শহর সম্পর্কে আমাদেরকে চমৎকার ধারনা দিলেন। আমি বাসে চড়ে কখনো মেহের পুর যায়নি। তবে ট্রেনে চড়ে খুলনা গিয়েছিলাম। তখন হয়তো মেহের পুরের উপর দিয়ে গেছে। যাক জায়গা গুলো চিনে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না ভাই ওটা কুষ্টিয়ার উপর দিয়ে যাওয়া হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit